ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১১ বছরের মেয়েকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ মায়ের বিরূদ্ধে। বারাকপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে ঢি রোডের ঘটনা। বারাকপুর সেন্ট্রাল রোডের ডি রোডের বাসিন্দা কবিতা ঘোষ এবং তার স্বামী ইন্দ্রজিৎ ঘোষের একমাত্র মেয়ে রাজন্যা ঘোষ (১২)। একটি বেসরকারি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সূত্রের খবর, ইন্দ্রজিৎ ঘোষ শুক্রবার রাতে পাশের ঘরে এসে দেখেন দরজা বন্ধ। দরজা ধাক্কা দেওয়ার পরও না খোলায় তিনি পাড়ার লোকজন ডাকেন।
এরপর পুলিশ এসে দরজা ভেঙে দেখেন, মেয়ে পাশের ঘরে বিছানায় পড়ে রয়েছে। টিটাগড় থানার পুলিশের প্রাথমিক তদন্তে অনুমাণ, মা কবিতা ঘোষ শ্বাসরোধ করে মেয়েকে খুন করেছে। তবে কী কারনে এই খুন তা তদন্ত করছে পুলিশ। তবে প্রাথমিকভাবে অনুমান ইন্দ্রজিৎ ঘোষের স্ত্রী কবিতা ঘোষ মানসিকভাবে অসুস্থ। নিজের একমাত্র সন্তানকে কেন মারল তা জানতে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: https://tribetv.in/eastern-railway-announces-special-train-due-to-kalipuja/
অন্যদিকে বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, “বেশ কিছুদিন ধরেই মানসিক ভারসাম্য হারিয়েছিলেন ওই মহিলা। সে জায়গা থেকে তিনি ওই কাণ্ড করেছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।” পরিবারের লোকজনের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকেও।