ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হঠাৎ করেই এক ধাক্কায় কুড়ি বছর এগিয়ে গেল ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Madhu) ধারাবাহিক। নতুন চমক নিয়ে এন্ট্রি নিলেন অভিনেত্রী সোমু সরকার (Somu Sarkar)। ‘গোধূলি আলাপ’, ‘আলোর কোলে ‘ ধারাবাহিক খ্যাত এই অভিনেত্রী এখন ‘নিম ফুলের মধু’তে পুঁটি (Puti) চরিত্রে অভিনয় করবেন।
আর বিগত কুড়ি বছরের দত্ত বাড়িতে ঠিক কি কি পরিবর্তন এল, সেটাই উঠে এল প্রোমোতে। রীতিমত টানটান উত্তেজনা। এমনই একটা প্রোমোর অপেক্ষা করছিলেন দর্শকরা।
হারায়নি সৃজন (Neem Phuler Madhu)
সৃজন (Srijan ) কিন্তু হারিয়ে যাননি। আবার মারাও যাননি। প্রোমোতে সধবার বেশেই দেখা গেল পর্ণাকে (Parna)। তবে আগের মতো সেই চঞ্চল বুদ্ধিমতী পর্ণা নয়, বরং অনেকটা শান্তরূপে (Neem Phuler Madhu)। আপর দিকে ঠাম্মির বয়স হয়েছে প্রায় ৯৯। বাবুর মা এখন ব্যস্ত বাবুর ছেলেকে নিয়ে। অর্থাৎ সৃজনের ছেলেকে নিয়ে। কিন্তু এই গল্পের আসল টুইস্টটা কী জানেন? সৃজন ফিরছে নেগেটিভ চরিত্রে (Negetive Character)। নতুন সংযোজন পুঁটির বড় বেলার চরিত্র। বাদবাকি যেমন আছে ঠিক তেমনি রয়েছে। তবে সৃজনকে একটু দেখা যাবে, অন্যরকম ভাবে।
আরও পড়ুন: Pushpa 2: বিপাকে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’! ফের বদল মুক্তি তারিখ, কেন?
নেগেটিভ চরিত্রে (Neem Phuler Madhu)
সৃজনকে এবার প্রেজেন্ট করা হবে নেগেটিভ চরিত্রে। দীর্ঘদিন হল, পর্ণা সাংবাদিকতা ছেড়ে দিয়েছে। একপ্রকার গুমরে গুমরে রয়েছে। সৃজন হারিয়ে যাওয়ার পর থেকে। আর এই সময় হঠাৎ করে বাড়িতে এল পুলিশ। জানাল তাদের হয়ে ক্রিমিনাল খুঁজে দিতে সাহায্য করতে হবে (Neem Phuler Madhu)। আর একটি ছবি দেখাল। যে ছবিটি মুখ ঢাকা এক ব্যক্তির। অনেকটা দেখতে সৃজনের মত। আজ্ঞে হ্যাঁ, সেই ব্যক্তিই হল পর্ণার হারিয়ে যাওয়া সৃজন। স্বাভাবিক ভাবেই বুঝতেই পারছেন, গল্পে বড়সড় মোড় ঘুরতে চলেছে। সেটা বলার অপেক্ষা রাখে না।
ক্রিমিনাল খুজবে পর্ণা?
এবার সৃজনকে খুঁজবে পর্ণা তবে স্বামী হিসেবে নয়। ক্রিমিনাল হিসেবে। তারপর কোন সন্ধিক্ষণে তাদের দেখা হবে? আবার নতুন করে পর্ণা সৃজনের মিলনই বা কবে হবে? সেই নিয়ে আসছে আগামী পর্বগুলো। আর তার উত্তর পেতে হয়ত কয়েক মাস এখন অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: Grihaprabesh: নদীয়ার মেয়ে ঊষসী এখন আমেরিকায়! কঠিন লড়াইয়ের গল্প বলবে ‘গৃহপ্রবেশ’
অন্যতম সেরা ধারাবাহিক
‘নিম ফুলের মধু’ বর্তমানে বাংলায় যতগুলো জন ধারাবাহিক চলছে তার মধ্যে অন্যতম। সেরা পাঁচে মধ্যে নিজের জায়গা ঠিক ধরে রেখেছে। রোজ সন্ধ্যে ছটায় সম্প্রচারিত হয় জি বাংলার (Zee Bangla) পর্দায়। নতুন প্রোমো দেখে কেউ কেউ ট্রোল করছেন। আবার কেউ কেউ প্রশংসা করছেন। অনেকেই বলছেন, গল্প একঘেয়েমি হয়ে যাচ্ছে। আবার অনেকেই বলছেন, নতুন করে খেলা জমে গেল। গল্প এবার ঘুরে যাবে। তারই অপেক্ষায় রয়েছেন এই ধারাবাহিকের অনুরাগীরা।