ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সাম্প্রতিক সময়ে চারিদিকেই নারী শিক্ষার যেন জয়জয়কার। কিন্তু তার আড়ালেও ধরা পড়ে নারী বিপন্নতার ছবিও (New Film Jhumur)। আজও আমাদের দেশের প্রত্যন্ত বহু জায়গা থেকে শুরু করে মফস্বল কিংবা শহরেও মেয়েরা নিরাপদ নয়। বর্তমান সময়ে সত্যিই কি নারীরা নিরাপদ? এই প্রশ্নটাই ওঠে বারংবার। সেই প্রেক্ষাপটেই এবার আসতে চলেছে নতুন এক গল্প ‘ঝুমুর’ (Jhumur)। যেখানে মূল চরিত্রে দেখতে পাবেন নবাগতা রাজশ্রীকে। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এক মেয়ের লড়াই, ঠিক কেমন হতে চলেছে ? সেটাই বড় পর্দায় আনছেন পরিচালক বরুণ দাস।
ঝুমুরের গল্প (New Film Jhumur)
ঝুমুরের গল্প (New Film Jhumur), ঝুমুর মুর্মুর জীবনের লড়াইকে কেন্দ্র করে। ঝুমুর শুধু পড়াশোনাতেই নয়, বরং খেলাধুলাতেও ভীষণ ভালো। তার লক্ষ্য, পড়াশোনা করে অনেক বড় হবে। শহরে এসে ভর্তি হয় একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে। সেখানে একটু একটু করে বদলাতে থাকে ঝুমুরের জীবন। নতুন জায়গা, নতুন বন্ধুত্ব, সাথে সম্পর্ক এবং প্রেম। সবকিছুর মিলেমিশে যেন বদলে গেল ঝুমুরের জীবন।
গল্পের বাঁক (New Film Jhumur)
এক্ষেত্রে বড় বাঁক হিসেবে কাজ করল এই বিশ্ববিদ্যালয়ের এক বান্ধবীর আত্মহত্যার ঘটনা। তখনই ঝুমুরের (New Film Jhumur) মনে মনে প্রশ্ন জাগল, শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েরা কি আদৌ নিরাপদ? এতদিন যে ঝুমুরকে গ্রামের জঙ্গলের মানুষ খেকো শিয়ালের সঙ্গে লড়াই করতে হয়েছে, তাকে শহরে এসে লড়াই করতে হচ্ছে মানুষের সঙ্গে। সে কি পারবে এই শহরের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে? এই লড়াইয়ে আদৌ জিততে পারবে তো? এতগুলো প্রশ্নের উত্তর আসছে এবার বড় পর্দায়। যে গল্প বলবে ঝুমুর।
আরও পড়ুন: Idhika Paul Viral Video: কাঁচের আড়ালে ‘কিশোরী’কে চিনে ফেলল খুদে, দেখে কী করলেন ইধিকা?
অভিনয়ে টলিউডের একগুচ্ছ শিল্পী (New Film Jhumur)
মুখ্য ভূমিকায় রাজশ্রী ছাড়াও, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাবেন সাহেব চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, লাবনী সরকার, রাজেশ শর্মা, জন সহ টলিউডের একাধিক কলাকুশলীদের। এই ছবিতে অভিনয় সম্পর্কে রাজশ্রী বলেন, ঝুমুর ছবিতে অভিনয় করা তাঁর কাছে একটা দুর্দান্ত অভিজ্ঞতা। নিজেকে তৈরি করতে সময় লেগেছে প্রায় দুই বছর। যেখানে তিনি অভিনয় করছেন একজন আদিবাসী মেয়ের ভূমিকায়।
আরও পড়ুন: Putul at Oscar: অস্কারের সেরা ছবির তালিকায় বাংলার ‘পুতুল’, উচ্ছ্বসিত পরিচালক ইন্দিরা
বাস্তবে ঝুমুরের লড়াই (New Film Jhumur)
এই চরিত্রকে রপ্ত করতে রাজশ্রীকে কম পরিশ্রম করতে হয়নি। দিনের পর দিন তিনি আদিবাসী গ্রামে গিয়ে পড়ে থেকেছেন। যাতে পর্দায় তিনি বাস্তবটা ফুটিয়ে তুলতে পারেন। ধীরে ধীরে তাঁকে শিখতে হয়েছে আদিবাসীদের ভাষা। আদব কায়দা সবটাই শিখেছেন। এছাড়াও ট্রেনারের কাছে শিখেছেন মার্শাল আর্টের ট্রেনিং, তলোয়ার চালানো, লাঠি খেলা, কাবাডি, ফুটবল সবকিছুই। বাংলায় এটাই, প্রথম ছবি হতে চলেছে যেখানে মানুষ লড়বে হিংস্র শিয়ালের সঙ্গে। এটা বেশ নতুনত্ব। ঝুমুর বলবে নারী শক্তির কথা। পুরুষের উপর নির্ভর করে নয়, নারীকে নিজেই নিজের হাতে তুলে নিতে হবে অস্ত্র। আগামী ১৭ই জানুয়ারি মুক্তি পেতে চলেছি ঝুমুর। বড় পর্দায় দেখতে চলেছেন নারী শক্তির জয়জয়কার। অন্ধকার নয়। নতুন করে আলোর দিশা দেখাবে ঝুমুর।