ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল (Income Tax Bill)। শনিবার বাজেট বক্তৃতায় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আয়করের নতুন আইন তৈরি হলে করদাতারা যথেষ্ট সুরাহা পাবেন বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। যা এদিনের বাজেটে যা অর্থমন্ত্রীর অন্যতম বড় ঘোষণা৷
নতুন এই আয়কর বিল (Income Tax Bill) নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। বাজেটে এই বিল নিয়ে অর্থমন্ত্রী কোনও ঘোষণা করতে পারেন, এমন সম্ভাবনার কথাও জানিয়েছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। নতুন এই বিলের উদ্দেশ্যই হল বর্তমান আয়কর আইনের সরলীকরণ করা এবং করদাতাদের বোঝা কমানো। আগামী সপ্তাহেই পেশ হবে নতুন আয়কর বিল, জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
আরও পড়ুন: Yamuna water poison row: যমুনা জল বিতর্ক, নির্বাচন কমিশনের তদন্তে কি আসবে সত্য?
তৃতীয় দফায় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট স্বস্তি মধ্যবিত্তের। রেকর্ড গড়ে একটানা অষ্টমবার বাজেট পেশ করলেন নির্মলা সীতারমণ। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক দাওয়াই মিলেছে নির্মলার ব্রিফকেসে। আয়কর ছাড় থেকে সমস্ত জীবনদায়ী ওষুধে ৫% শুল্ক প্রত্যাহার। যুব-মহিলা-কৃষক থেকে মধ্যবিত্তের জন্য ঢালাও বরাদ্দ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
দেশের দু’টি আয়কর কাঠামো (Income Tax Bill)
বর্তমানে আয়করের (Income Tax Bill) ক্ষেত্রে দেশে দু’টি কাঠামো চালু রয়েছে। একটি পুরনো এবং অপরটি নতুন। গত বছরের পূর্ণাঙ্গ বাজেটে নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। এই কাঠামো অনুযায়ী, বার্ষিক তিন লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হয় না কোনও কর। বছরে আয়ের পরিমাণ তিন থেকে সাত লক্ষ টাকা হলে কর ধার্য হয় পাঁচ শতাংশ।
আরও পড়ুন: Budget Session: বাজেট অধিবেশনের আগে লক্ষ্মীর স্তব মোদির, উন্নয়নের মন্ত্রও বললেন প্রধানমন্ত্রী
নতুন কর কাঠামো অনুযায়ী, সাত থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১০ শতাংশ কর ধার্য করেছে কেন্দ্র। ১০ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত ১৫ শতাংশ, ১২ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত ২০ শতাংশ এবং ১৫ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে দিতে হচ্ছে ৩০ শতাংশ কর।
পুরনো কর কাঠামোর ক্ষেত্রে আড়াই লক্ষ টাকা পর্যন্ত দিতে হয় না কোনও কর। এর পর আড়াই লাখ থেকে পাঁচ লক্ষ টাকার পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে আড়াই লাখের উপরে পাঁচ শতাংশ করে ধার্য রয়েছে কর। পাঁচ লক্ষ এক টাকা থেকে ১০ লক্ষ পর্যন্ত করের পরিমাণ ১২,৫০০ টাকা ও ১০ লক্ষের উপরে ২০ শতাংশ রেখেছে সরকার। ১০ লক্ষ এক টাকা থেকে ৫০ লাখ পর্যন্ত কর দিতে হচ্ছে ১ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা ও ১০ লাখের উপরে ৩০ শতাংশ। ৫০ লাখের উপরেও একই নিয়মে দিতে হয় কর।
আরও পড়ুন: Union Budget: শনিবার সংসদে কেন্দ্রীয় বাজেট, কী থাকবে নির্মলার ব্রিফ কেসে?
এ দিন বাজেট বক্তৃতার শেষের দিকে নতুন আয়কর বিল (Income Tax Bill) প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘‘এতে নিয়ম অনেক সহজ করা হবে।’’ তবে দু’টি কর কাঠামো রাখা হবে কিনা, তা স্পষ্ট করেননি তিনি।