ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভাটপাড়া গুলিকাণ্ডে (Bhatpara shootout) গ্রেফতার তৃণমূল কর্মী। অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়িতে হামলা চালানো, খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগে গ্রেফতার সোনু ওরফে মহম্মদ আমিন। ঘটনার পর থেকে পলাতক ছিল সে। সূত্রের খবর, মঙ্গলবার ভোরে এলাকা থেকে সোনুকে গ্রেফতার করেছেন NIA-র তদন্তকারীরা।
প্রিয়াঙ্গু পাণ্ডেকে খুনের চেষ্টা? (Bhatpara shootout)
২০২৪ সালের ২৮ অগাস্ট আচমকা ভাটপাড়ায় বিজেপি নেতা (BJP Leader) প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়িতে হামলা (Bhatpara shootout) চালায় দুষ্কৃতিরা। সেদিন ছিল বিজেপির ডাকা বাংলা বন্ধ। প্রত্যক্ষদর্শীদের দাবি, অর্জুন ঘনিষ্ঠ বিজেপির যুব নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। বুলেটপ্রুফ গাড়ি থাকায় তিনি প্রাণে বেঁচে যান। ঘটনাস্থলের কাছেই এক ব্যক্তির কানে লাগে একটি গুলি। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। রবি সিং নামে ওই যুবককে দ্রুত উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: Malda Shootout: ফের শ্যুটআউট, কালিয়াচকে তৃণমূল কর্মীকে গুলি করে খুন
এই হামলার নেপথ্যে জগদ্দলের তৃণমূল (TMC) বিধায়ককেই দায়ী করেছিলেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক, অর্জুনপুত্র পবন সিং। অভিযোগ, টিটুয়া ও সোনু নামে দুই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, যাঁরা সোমনাথ শ্যামের ঘনিষ্ঠ বলে পরিচিত, তাদেরই কাজ এটা।
আরও পড়ুন: Tigers fear: বাঘের পায়ের ছাপে ফের উদ্বেগ! জাল দিয়ে জঙ্গল ঘিরছেন বনকর্মীরা
এই ঘটনা নিয়ে মামলা হলে NIA-কে তদন্তভার দেয় আদালত। দায়িত্ব গ্রহণের পর তদন্তে নেমেই অভিযুক্ত হিসেবে সোনুকে গ্রেফতার করলেন NIA-র তদন্তকারীরা। এলাকায় সোনু কুখ্যাত দুষ্কৃতী হিসেবেই পরিচিত। তৃণমূল ঘনিষ্ঠতা রয়েছে বলে শোনা যায়। যদিও বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক সাফ জানিয়ে দিয়েছেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কড়া দলীয় নেতৃত্ব। কোনও রকম সমাজবিরোধীর কোনও স্থান নেই। পালটা অর্জুন সিংকে নিশানা করে তাঁর বক্তব্য, এতদিন এলাকায় বহু দুষ্কৃতী মাথাচাড়া দিয়েছিল, এবার তাদের দমন করার পালা।