Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বঙ্গ সফরে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা(Omar Abdullah)। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১০ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)সঙ্গে তাঁর এক গুরুত্বপূর্ণ বৈঠকের নবান্নে। সূত্রের খবর, এই বৈঠকে শুধু কাশ্মীর বা পর্যটন নয়, আলোচনা হতে পারে রাজনৈতিক ইস্যু নিয়েও।
পহেলগাঁও জঙ্গি হামলায় পর্যটনে বড় ধাক্কা(Omar Abdullah)
উল্লেখযোগ্যভাবে, পহেলগাঁও এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলার পর কাশ্মীরে পর্যটনের উপর বড় ধাক্কা এসেছে। পশ্চিমবঙ্গ থেকে প্রতি বছর বহু পর্যটক কাশ্মীর বেড়াতে যান। ফলে কাশ্মীরের পর্যটন শিল্পে ধস নামায়, তা যে পশ্চিমবঙ্গের উপরও প্রভাব ফেলছে, তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণে এই সফরের একটি প্রাথমিক উদ্দেশ্য পশ্চিমবঙ্গ ও কাশ্মীরের মধ্যে পর্যটন সংক্রান্ত আলোচনা—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্র। তবে এই বৈঠক ঘিরে শুধু পর্যটন নয়, রাজনৈতিক গুরুত্বও বেড়েছে অনেকখানি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় স্তরে বিজেপি-বিরোধী ঐক্য গড়তে যে তৎপরতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখা যাচ্ছে, এই বৈঠক সেই larger political strategy-রই একটি অংশ হতে পারে।
বাংলায় আসছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা(Omar Abdullah)
সম্প্রতি, একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে অর্থনৈতিক বঞ্চনা, কেন্দ্র-রাজ্য সম্পর্ক, কটাক্ষমূলক রাজনীতি এবং বিরোধী দলগুলির উপর প্রশাসনিক চাপ নিয়ে বারবার প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। অন্যদিকে, কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ, মানবাধিকার এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বারবার কেন্দ্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ওমর আবদুল্লার(Omar Abdullah) দলও। তাই এই দুই নেতার বৈঠককে বিরোধী ঐক্যের সম্ভাব্য নীল নকশা রচনার প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই। নবান্নে দুই মুখ্যমন্ত্রীর বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বাংলার মুখ্যমন্ত্রী সঙ্গে একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা
নবান্ন সূত্রে জানা খবর, বৈঠকে কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি, পর্যটন পুনরুজ্জীবন, এবং দুই রাজ্যের মধ্যে সাংস্কৃতিক ও প্রশাসনিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথাবার্তা হতে পারে। পাশাপাশি, ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও দুই মুখ্যমন্ত্রীর মধ্যে বিশদ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকের সময় ও স্থান এখনো চূড়ান্তভাবে সরকারিভাবে জানানো না হলেও, ১০ জুলাই ওমর আবদুল্লার(Omar Abdullah) সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়ার কথা। সবমিলিয়ে, মমতা-ওমর বৈঠক শুধু প্রশাসনিক সৌজন্য সাক্ষাৎ নয়, তা জাতীয় রাজনীতিতে একটি সম্ভাব্য মোড় ঘোরানো বৈঠক হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এখন দেখার, এই সাক্ষাৎ ভবিষ্যতের কী বার্তা বহন করে।
আরও পড়ুন: Siliguri-Sikkim NH-10: ধসে বিপর্যস্ত শিলিগুড়ি-সিকিম জাতীয় সড়ক, ২৪ ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ