ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বালোচিস্তানের সশস্ত্র সংগঠন বালোচিস্তান লিবারেশন আর্মির জাফর এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনায় উত্তপ্ত হয়েছিল পাকিস্তানের বালোচিস্তান (Pak Convoy Attack)। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। ঠিক তারমধ্যেই আবার বালোচিস্তানে পাকিস্তান সেনার কনভয়ে হামলা চালানো হয়েছে। শনিবারের এই ঘটনায় পুনরায় উত্তেজনা তৈরি হয়েছে বালোচিস্তানে।
কোথায় হামলা? (Pak Convoy Attack)
স্থানীয় সূত্রে জানা গেছে, তুরবত শহরে সেনার কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে (Pak Convoy Attack)। এই ঘটনায় ঐ সেনা কনভয়ে উপস্থিত থাকা বেশ কয়েক জন সেনা আহত হয়েছেন জোরালো বিস্ফোরণে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে। পাকিস্তান সেনার উপর এই হামলা কারা করেছে তার দায় এখনও কেউই স্বীকার করেনি।যেহেতু কয়েকদিন আগেই জাফর এক্সপ্রেস অপহরণের ঘটনায় বালোচিস্তান লিবারেশন আর্মির হাত ছিল বলে স্বীকার করেছিল, এজন্য এই ঘটনায় তাদেরই হাত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে পাক পুলিশের তরফে।
জাফর এক্সপ্রেসের ঘটনা (Pak Convoy Attack)
গত মঙ্গলবার পাকিস্তানের বালোচিস্তানে অবস্থিত বোলানে মাশকাফ সুড়ঙ্গে জাফর এক্সপ্রেস অপহরণ করে বালোচ বিদ্রোহী গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (Pak Convoy Attack)। জাফর এক্সপ্রেস অপহরণের ঘটনায় প্রায় ৩০ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালিয়েছিল পাক সেনা। সেই ঘটনায় পাকিস্তান ব্যাপক সামরিক অস্ত্র, মেশিন গার্ন এবং হেলিক্যাপ্টার ব্যবহার করেছিল।পাকিস্তান সেনার ৩০ ঘণ্টার অভিযানের পরেও হতাহতের সংখ্যা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। পাকিস্তানের তরফে দাবি করা হয়েছিল তাদের সেনা অভিযানে বালোচিস্তানের সশস্ত্র গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মির বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে। কিন্তু সেই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছিল বালোচিস্তানের সশস্ত্র সংগঠন।পাল্টা বালোচিস্তান লিবারেশন আর্মির দাবি ছিল, এই অভিযানে প্রায় ৩০ জনের বেশি পাক সেনার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: Fact Check: বাংলাদেশ আর্মির হাতে ‘RAW’-এর চার এজেন্ট গ্রেফতারের দাবিটি ভিত্তিহীন
‘বিএলএ’-এর হুঁশিয়ারি
পাক সেনার সঙ্গে বালোচিস্তান লিবারেশন আর্মির এই সংঘর্ষের পরেই বালোচিস্তান লিবারেশন আর্মির তরফে হুমকি দেওয়া হয়েছিল পাকিস্তানের সেনারা যদি তাঁদের উপর আর হামলা চালায় তাহলে তারাও আবার আঘাত করবে। বালোচিস্তান লিবারেশন আর্মির তরফে জানানো হয় তাদের পরবর্তী নিশানা হবে ইসলামাবাদ। বালোচিস্তান লিবারেশন আর্মির তরফে এই হুঁশিয়ারির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বালোচিস্তানে পাকিস্তান সেনার কনভয়ে এই ভয়াবহ হামলার ঘটনা হটেছে। যা বেশ ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে পাকিস্তান পুলিশ।
আরও পড়ুন: Green Card: গ্রিন কার্ড পেলেও স্থায়ীভাবে থাকা যাবে না আমেরিকায়, বড় ঘোষণা ভ্যান্সের
মসজিদে হামলা
এই ঘটনার পাশাপাশি শুক্রবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওয়াজ়জিরিস্তানের একটি মসজিদে আত্মঘাতী হামলা হয়েছে। এই ঘটনা কারা করেছে সেই দায় এখনও স্বীকার করা হয়নি। শুক্রবার দুপুরে আজ়ম ওয়ারশাক বাইপাস রোডের মৌলানা আব্দুল আজ়িজ় মসজিদে প্রার্থনার সময় আইইডি বিস্ফোরণ ঘটেছে। পাকিস্তান পুলিশের সন্দেহ, এই হামলার ঘটনার পেছনে কোনো সশস্ত্র সংগঠনের হাত থাকতে পারে। তবে জফর এক্সপ্রেসের ঘটনার পরে এই সমস্ত ঘটনার পেছনে বালোচিস্তান লিবারেশন আর্মির হাত থাকতে পারে বলে সন্দেহ করছে পাক পুলিশ।