ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শীঘ্রই সংসারে আসছে নতুন সদস্য (Parambrata-Piya)। একদিকে যখন প্রেমের সপ্তাহের (Valentine’s week) আমেজ, ঠিক সেই প্রেম উদযাপনের মাঝেই বড় সুখবর দিলেন পরমব্রত এবং পিয়া। সংসার বড় হচ্ছে তাঁদের। ২০২৫ সালেই খুদে সদস্য আসছে তাঁদের সংসারে। পরমব্রত-পিয়া জুটির কাছে এই বছরটা অত্যন্ত বিশেষ।
সেলেবদের শুভেচ্ছা (Parambrata-Piya)
দু’বছর আগেই সাত পাকে বাঁধা পড়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। ২০২৫ সালে বাবা হচ্ছেন পরমব্রত এবং মা হচ্ছেন পিয়া (Parambrata-Piya)। সোশ্যাল মিডিয়ায় নিজেরাই সেই সুখবর ভাগ করে নিয়েছেন। ইতিমধ্যেই তাঁদের পোস্টে শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। শুভশ্রী গাঙ্গুলী শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “কংগ্রাচুলেশন মাই ফেভারিটস”। মৌনি রায় শুভেচ্ছা জানিয়ে লিখেছেন “হৃদয় থেকে শুভেচ্ছা”।
পিয়ার অভিনব পোস্ট (Parambrata-Piya)
বেশ অভিনব ভাবে পোস্ট করেছেন পিয়া (Parambrata-Piya)। লিখেছেন, “ভ্যালেন্টাইন পার্টিতে একটু দেরি হয়ে গেল, আমরা এই নিয়ে একটু ব্যস্ত ছিলাম”। তারপর এক দুই তিন চার করে চারটি পয়েন্ট লিখেছেন। পোস্ট করেছেন চারটি ছবি। প্রথম ছবিতে পরমব্রত এবং পিয়া একে অপরকে আলিঙ্গন করে রয়েছেন। একে অপরের চোখে মুগ্ধ। দুজনের মুখেই হাসি। এই প্রথম ছবির জন্য এক নম্বর পয়েন্ট করে পিয়া লিখেছেন “এই আমরা”। তারপর দুই নম্বর ছবিতে প্রিয় পোষ্য কুকুরের ছবি পোস্ট করে লিখেছেন “এই আমাদের বড় নিনা”।
তিন নম্বর ছবিতে প্রিয় পোষ্য বিড়ালের জন্য লিখেছে “তারপর গত বছর এসেছিল বাঘা”। চার নম্বর ছবিতে জ্বলজ্বল করছে “বেবি অন দ্যা ওয়ে”। এই ছবির জন্য চার নম্বর পয়েন্ট করে পিয়া লিখেছেন, “আমাদের ভালবাসার বুদবুদ বাড়ছে, যেখানে একজন মানুষ খুব শীঘ্রই যোগদান করবে”। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ২০২৫, “বেবি কামিং সুন”।
আরও পড়ুন: Ankush Hazra: নারীদের মন বোঝার চেষ্টা করছেন অঙ্কুশ! নিজের জন্মদিনেই ফাঁস করলেন বড় খবর
নতুন চমক দিলেন পিয়া-পরমব্রত
এই জুটির বিয়েটাই ছিল একটা বড় চমক। বিয়ের আগে পর্যন্ত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও দিনই তাঁরা মুখ খোলেননি। ২০২৫ এ আবারও তাঁরা একটা চমক দিলেন। আর এই চমকে বেশ খুশি এবং উচ্ছ্বসিত অনুরাগীরা। প্রসঙ্গত, দুজনে সাত পাকে বাঁধা পড়েছিলেন ২০২৩ এর ২৭শ নভেম্বর। বিয়ে সেরেই গিয়েছিলেন আয়ারল্যান্ডে। সেখান থেকে শেয়ার করেছিলেন একাধিক ছবি। মাঝে সময় করে আবার ঘুরে এসেছেন বোলপুর, পুরুলিয়া থেকে শুরু করে শৈলশহরেও। তারপর ইনস্টাগ্রাম পেজে ‘বেবি অন দ্যা ওয়ে’ কার্ড শেয়ার করতে এই রীতিমত শুভেচ্ছা ভাসছেন এই জুটি।
পরমের বিবাহিত জীবনের অনুভূতি
বিয়ের এক বছর পর বিবাহিত জীবনের অনুভূতি শেয়ার করে পরমব্রত একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিয়ে বিষয়টা বেশ ভালই। যখন তিনি ব্যাচেলর ছিলেন, তখন বাড়ি কেন্দ্রিক ছিলেন। কিন্তু একটা শৃঙ্খলার অভাব ছিল। এখন আর সন্ধ্যার পর তিনি বাইরে থাকেন না। পিয়া জোর করেন।না। কিন্তু তাঁরই বাইরে থাকতে ইচ্ছা করে না। আসলে নানা কাজে এত চিন্তা থাকে, সেটা একটা সঙ্গী থাকলে ম্যানেজ করা সহজ হয়ে যায়।