ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১৯ ডিসেম্বর থেকে পার্ক স্ট্রিটের (Park Street) অ্যালেন পার্কে শুরু ক্রিসমাস কার্নিভাল। বৃহস্পতিবার বিকেলে অ্যালেন পার্কে বড়দিন উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ বছর পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসবে (Christmas Carnival) অন্যতম আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পপ-রক গায়ক রেমো ফার্নান্ডেজ। ২০ ডিসেম্বর অ্যালেন পার্কে সঙ্গীত পরিবেশন করবেন রেমো।
বড়দিন মানেই পার্ক স্ট্রিট জুড়ে আলোর রোশনাই। সেইসঙ্গে খানাপিনা আর হুল্লোড়। ২০১১ সাল থেকে অ্যালেন পার্কে বড়দিনের উৎসব (Christmas Carnival) পালন করছে রাজ্য সরকার। রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) জানিয়েছেন, এবছর ১৯ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত আলোকমালায় সাজিয়ে তোলা হবে পার্ক স্ট্রিট (Park street)। সাজিয়ে তোলা হবে বো ব্যারাক। ১৯-২৩ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবে খ্রিস্টান সম্প্রদায়। ২৪ এবং ২৫ ডিসেম্বর অ্যালেন পার্ক বন্ধ থাকবে। ২৬ ডিসেম্বর কলকাতা পুলিশ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। ২৭-৩০ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি পরিচালনা করবে তথ্য সংস্কৃতি ও পর্যটন দফতর।
আরও পড়ুন: Gangasagar fair: ১৩ জানুয়ারি শুরু গঙ্গাসাগর মেলা, নবান্নে প্রস্তুতি-বৈঠক মুখ্যমন্ত্রীর
পর্যটন মন্ত্রী জানিয়েছেন, দার্জিলিং, কালিম্পং, আসানসোল, শিলিগুড়ি, জলপাইগুড়ি, চন্দননগর, ব্যান্ডেল, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বারুইপুর, আলিপুরদুয়ার, হাওড়া ও বিধাননগরের গির্জাগুলি আলো দিয়ে সাজানো হবে। এই সময় প্রচুর বিদেশিরা যেহেতু শহরে আসে সে কথা মাথায় রেখে বিশেষ দোতলা বাস, জলযানের ব্যবস্থা রেখেছে পর্যটন দফতর। সব মিলিয়ে নতুন বছরের আগে বড় দিন উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবছরও সেজে উঠছে পার্ক স্ট্রিট (Park street)।