ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার সন্তু গঙ্গোপাধ্যায়কে সোমবার গ্রেফতার করে সিবিআই (CBI)। তদন্তে অসহযোগিতার অভিযোগে বেহালার বাসিন্দা সন্তুকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর । সিবিআই সূত্রে দাবি, সন্তু পার্থ ঘনিষ্ঠ। নিয়োগ দুর্নীতিতে অযোগ্য প্রার্থীদের টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে।
নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া পার্থ ঘনিষ্ঠ একাধিক অভিযুক্তের সঙ্গে সন্তুর আর্থিক লেনদেন হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে। নিয়োগ দুর্নীতির মামলায় বর্তমানে জেল হেফাজতে থাকা কুন্তল ঘোষ ও অয়ন শীল মারফত চাকরি বিক্রির প্রায় ২৬ কোটি টাকা সন্তুর কাছে পৌঁছেছিল বলে দাবি তদন্তকারীদের। প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় চার্জশিটে এস গাঙ্গুলি নামে এক ব্যক্তির কাছে টাকা পৌঁছে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেছিল সিবিআই। মঙ্গলবার সন্তুকে বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে পেশ করা হয়।
আরও পড়ুন: https://tribetv.in/waqf-bill-tmc-protest-against-bjp-history-and-reason/
আদালতের নির্দেশে দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়-সহ প্রভাবশালী একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। হুগলির ব্যবসায়ী অয়ন শীলকে গ্রেফতারের পর উঠে এসেছিল পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়ের নাম। এরপর তাঁর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। দীর্ঘক্ষণ চলে তল্লাশি। পরবর্তীতে তাঁকে একাধিকবার জেরাও করা হয়। সোমবার তাঁকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন: https://tribetv.in/trinamool-congress-protest-centre-waqf-amendment-bill-at-bengal-assembly/
ইডির দাবি, এজেন্ট হিসাবে বিভিন্ন জেলার এজেন্টদের কাছ থেকে সন্তু গঙ্গোপাধ্যায় কয়েক কোটি টাকা তুলেছেন। ২০১২ ও ২০১৪ সালে টেট পরীক্ষার্থীদের কাছ থেকে ৪৫ কোটি টাকা তুলেছিলেন অভিযুক্ত অয়ন শীল। এর মধ্যে ২৬ কোটি ৩০ লক্ষ টাকা বেহালার সন্তুকে দেন অয়ন। সেই টাকা ক্রমে পার্থ চট্টোপাধ্যায়ের হাতে পৌঁছয় বলে অভিযোগ। ধৃত সন্তুর বিরুদ্ধে নির্দিষ্ট অবিযোগ থাকায় সোমবার তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।