ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শাহরুখ (Shah Rukh Khan) ভক্তদের জন্য রয়েছে দুর্দান্ত একটা সুখবর। ‘কিং’ (King) ছবির পরই বড়পর্দায় নতুন ধামাকা নিয়ে হাজির হবেন শাহরুখ খান (Pathaan 2)। এর আগেও গোটা দেশ জুড়ে ঝড় তুলেছিল ‘পাঠান’ (Pathaan)। বক্স অফিসে (Box office) দুর্দান্ত লাভ করেছিল। এবার ‘পাঠান’কে টেক্কা দিতে আসবে ‘পাঠান ২’ (Pathaan 2)।
অপেক্ষায় অনুরাগীরা (Pathaan 2)
একটা সময় ছিল, যখন শাহরুখ খানের একের পর এক ছবি ফ্লপ হচ্ছিল (Pathaan 2)। কোথাও গিয়ে, শাহরুখের গড়া সাম্রাজ্য যেন তিনি হারিয়ে ফেলছিলেন। সেই জায়গাটা শাহরুখ আবার পুনরায় ফিরে পেয়েছিলেন ‘পাঠান’ এর সাফল্যের মাধ্যমে। তাঁর কণ্ঠে সেই ‘জিন্দা হ্যায়’ ডায়লগ! আবারও পুরনো ফর্মে শাহরুখের জন্য সিনেমা হলে সিটি পড়ে। তারপর থেকেই শুরু হয়ে যায় অপেক্ষার প্রহর গোনা। কবে ‘পাঠান ২’ আসবে, সেই অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। এবার সেই সম্পর্কেই একটা বড় আপডেট শোনা গেল।
শুটিং শুরু কবে? (Pathaan 2)
বলিউডের জল্পনা বলছে, ইতিমধ্যেই ‘পাঠান ২’ (Pathaan 2) এর চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া তৈরি হয়ে গিয়েছে। আর সেটা তৈরি করেছেন আদিত্য চোপড়া। ছবির শুটিং শুরু হতেও খুব দেরি নেই। যেহেতু এখন শাহরুখ খান ‘কিং’ ছবি নিয়ে প্রচন্ড ব্যস্ত , তাই আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের শুরুতে এই ছবির শুটিং শুরু হতে পারে।
আরও পড়ুন: Ahona Dutta: দিদার মৃত্যুতে শোকে কাতর ‘অহনা’, ক্ষোভ উগরে দিলেন মায়ের বিরুদ্ধে!
চিত্রনাট্য শুনে খুশি শাহরুখ
যদিও প্রস্তুতি বহুদিনের। সেই ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই আদিত্য চোপড়া ‘পাঠান ২’ এর চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। সেই চিত্রনাট্য তৈরি করতে সময় লাগল প্রায় দেড় বছরের বেশি। বলিউডের ( Bollywood )ফিসফাস বলছে, এটি শুধুমাত্র নিছক পাঠানের সিক্যুয়েল নয়। বরং এটি হতে চলেছে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সকে আরও রঙিন করে তোলার একটা ছবি। কাজটিকে সুন্দর নিখুঁত করে তুলতে আদিত্য চোপড়া নিজে ছবিটির চিত্রনাট্য লিখেছেন। তাঁর লক্ষ্য, ‘পাঠান ২’ টেক্কা দেবে ‘পাঠান’কে । শুধু তাই নয়, আদিত্য চোপরা সমান তালে শাহরুখের সঙ্গে যোগাযোগ করে চিত্রনাট্য তৈরি করেছেন। শাহরুখ খানও নাকি ছবির চিত্রনাট্য শুনে ভীষণ খুশি।
আরও পড়ুন: Piya Chakraborty: পিয়ার বেবি বাম্পে কান দিলেন ‘হবু দিদা’, কবে আসছে নতুন সদস্য?
কে হবেন পরিচালক?
যদিও ‘পাঠান ২’ ছবির পরিচালক কে হবেন, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। পাঠানের পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। কিন্তু তিনি এখন ‘কিং’ ছবি নিয়ে ভীষণ ব্যস্ত। ২০২৫ এর এপ্রিল মাস নাগাদ ‘কিং’য়ের শুটিং শুরু হতে পারে। সেক্ষেত্রে ‘পাঠান ২’ এর পরিচালনা করা তাঁর জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার। আপাতত সামনে রয়েছে, দুজনের নাম। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির পরিচালক অয়ন মুখার্জি এবং আদিত্য চোপড়া নিজেই। সোজা কথায়, এখন শাহরুখ ভক্তদের জন্য সামনে রয়েছে দুটো সারপ্রাইজ। প্রথমত ‘কিং’ আর দ্বিতীয়টি ‘পাঠান ২’। বক্স অফিসে বেশ ভালো রকম ঝড় তুলতে চলেছেন বলিউডের বাদশা।