ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকে আসছে রুদ্ধশ্বাস দুই দিন। ফুলকিকে আর দমিয়ে রাখা যাবে না। শালিনী (Shalini) যতই ষড়যন্ত্র করুক না কেন, ফুলকি তার লক্ষ্যে অবিচল (Phulki Upcoming Episode)। কিন্তু এবারে ফুলকি যেভাবে সাহসিকতা দেখাবে, তা সত্যি অবাক করার মতই। ফুলকি ধারাবাহিকের অনুরাগীদের জন্য রয়েছে একটা বড় আপডেট।
রুদ্ধশ্বাস দুই দিন (Phulki Upcoming Episode)
দৃষ্টিশক্তি হারিয়েছে তো কি হয়েছে? সেই অবস্থাতেই বক্সিং রিংয়ে ফুলকি শালিনীর মুখোমুখি হবে (Phulki Upcoming Episode)। তারপর চলবে জোর কদমে লড়াই। জিতবে কে? এই সমস্ত ঘটনা নিয়েই ফুলকিতে আসছে রুদ্ধশ্বাস দুই দিন। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি, সন্ধ্যা সাড়ে সাতটায় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে ফুলকির সেই টানটান কাহিনী।
শালিনীর চ্যালেঞ্জ গ্রহণ (Phulki Upcoming Episode)
শালিনী ফুলকিকে চ্যালেঞ্জ জানিয়েছিল (Phulki Upcoming Episode)। আর ফুলকি সেই চ্যালেঞ্জ সাহসের সঙ্গে গ্রহণ করেছে। অপরদিকে ফুলকিকে জব্দ করার জন্য, একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে রুদ্র। এবার রুদ্র প্ল্যান করেছে, যাতে ফুলকি চোখে দেখতে না পায়। তার প্ল্যান সাকসেসফুল হয়েছে। কিন্তু যে লক্ষ্যে এত ষড়যন্ত্র, সেই লক্ষ্য রুদ্র হাসিল করতে পারবে তো? সেখানেই একটা বড় প্রশ্ন রয়ে গিয়েছে। কারণ ম্যাচের আগে ফুলকি তার দৃষ্টিশক্তি হারালেও হাল ছাড়েনি। সে নতুন রূপে প্র্যাকটিস করছে। আর সেভাবেই মুখোমুখি হবে শালিনীর সঙ্গে। দৃষ্টিশক্তি হারিয়েও বক্সিং রিংয়ে ঠিক পৌঁছে গেল ফুলকি। ফাইট করল শালিনীর বিরুদ্ধে। এবার জিতবে কে? শালিনী নাকি ফুলকি? সেই উত্তর রয়েছে আগামীতে।
আরও পড়ুন: Raghu Dakat: দেব ‘ডাকাত’, আর ইধিকা তাঁর পার্টনার! টলিউডের আড়ালে কী চলছে?
দর্শকের প্রিয় ফুলকি-রোহিত জুটি
টিআরপির তালিকায় নিজেদের জায়গা ধরে রাখতে বারংবার কামাল দেখিয়েছে ফুলকি রোহিতরা। একটা সময় ছিল, যখন একের পর এক সপ্তাহ লিড করেছে ফুলকি ধারাবাহিক। তাছাড়া দর্শকদের থেকেও দারুণ ভালোবাসা পায় ফুলকি-রোহিত জুটি। তাদের দুষ্টু মিষ্টি রসায়ন, দর্শকদের ভীষণ পছন্দের। এই ধারাবাহিতটি প্রথম থেকে আজ পর্যন্ত একই ভাবে দর্শকদের ভালোবাসা পেয়ে এসেছে। ফুলকির গল্পে এসেছে একের পর এক ক্লাইম্যাক্স। নানান ঘটনার আবর্তে একটু একটু করে কাছাকাছি এসেছে ফুলকি আর রোহিত।
আরও পড়ুন: Dev: দেবের কাছে ‘বিনোদিনী’ একজনই, শুভশ্রী প্রসঙ্গে কী বললেন?
শান্তি পাবে রুদ্র
সম্প্রতি চ্যানেলের তরফ থেকে মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানেই দেখা যায়, এবার চোখের দৃষ্টি শক্তি হারিয়েও ফুলকি বিন্দুমাত্র থেমে যাবে না। তার অদম্য জেদ এবং পরিশ্রম নিয়ে পৌঁছে যাবে বক্সিং রিংয়ে। কিন্তু এভাবে আর কতদিন মুখ বুজে সহ্য করবে ফুলকি আর রোহিত? তাদের বিরুদ্ধে রুদ্র একের পর এক ষড়যন্ত্র করেই চলেছে। রুদ্রকে কড়া শাস্তি দিতে পারবে তো? সেসব তো আগামীতে অবশ্যই হবে। আর সেই দিনগুলো দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শকরা।