Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাত পোহালেই মকর সংক্রান্তির পূণ্যস্নান (Gangasagar mela 2025)। মঙ্গলবার সকাল ৬:৫৮ থেকে বুধবার সকাল ৬.৫৮ পর্যন্ত পুণ্যস্নানের তিথি। তার আগেই গঙ্গাসাগরে পুণ্যার্থীদের জনজোয়ার। সোমবার ভোর থেকেই সমুদ্র স্নান করে কপিলমুনির আশ্রমে পুজো দেওয়ার ভিড়। পুণ্যার্থীদের সুবিধার্থে সজাগ প্রশাসন।
আজ থেকে শুরু হয়েছে কুম্ভ মেলা। তা সত্ত্বেও মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে (Gangasagar mela 2025) পুণ্যার্থীদের জনজোয়ার। গত ১২ দিনে ৪২ লক্ষেরও বেশি পুণ্যার্থী গঙ্গাসাগরে এসেছেন বলে প্রশাসনের সূত্রে খবর। সোমবার থেকে সেই সংখ্যাটা কোটি ছাড়িয়ে যাবে বলেই মনে করছে প্রশাসন।
আরও পড়ুন: https://tribetv.in/west-bengal-kolkata-makar-sankranti-weather-update/
সোমবার ভোর থেকেই ঘন কুয়াশার মধ্যেই সাগরে (Gangasagar mela 2025) পুণ্যস্নানের ভিড় ঘাট গুলিতে। পুণ্যার্থীদের যাতে কোনরকম অসুবিধা না হয় তার দিকে সজাগ নজর রয়েছে প্রশাসনের। পুলিশ থেকে কোস্টগার্ড, ডাইভিং স্কোয়াড, দ্রুত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স, ই অনুসন্ধান ও পরিষেবা কেন্দ্র মোতায়েন রয়েছে সাগরে। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশও।
আরও পড়ুন: https://tribetv.in/makar-sankranti-weather-in-mahakumbh-mela-2025/
মেলায় প্রচুর মানুষের সমাগমে বেচা-কেনাও হচ্ছে বেশ ভালো। পূণ্যের পাশাপাশি মেলার এই কয়েকটা দিন বাড়তি রোজগারের আশায় সকলেই। ভোর থেকেই কপিলমুনি মন্দিরেও পুজো দেওয়ার লম্বা লাইন পূণ্যার্থীদের। লক্ষ লক্ষ পূণ্যার্থীদের সুবিধার্থে পুলিশ থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি প্রতিনিয়ত সাহায্য করছেন। শান্তিপূর্ণভাবে পুজো দিতে পেরে খুশি পূণ্যার্থীরাও (Gangasagar mela 2025) ।