ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের আক্রান্ত পুলিশ (Police attacked)। নরেন্দ্রপুরে পুলিশকে ধারাল অস্ত্রের কোপ। শ্লীলতাহানিতে অভিযুক্তদের ধরতে গেলে পুলিশের ওপর হামলার অভিযোগ। পুলিশের উপর অস্ত্র নিয়ে চড়াও তিনজন। আক্রান্ত নরেন্দ্রপুর (Narendrapur) থানার এসআই শান্তনু ব্যাধ। কোনওমতে এসআইকে বাঁচান অন্য পুলিশকর্মীরা।
নরেন্দ্রপুরে আক্রান্ত পুলিশ (Police attacked)
রাজ্যে পর পর আক্রান্ত হচ্ছে পুলিশকর্মী। ইসলামপুরের পর এবার নরেন্দ্রপুরে (Narendrapur) পুলিশের উপর হামলা। আচমকাই মধ্যরাতে মদ্যপ অবস্থায় পুলিশের উপর হামলা (Police attacked) চালানোর অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন নরেন্দ্রপুর থানার এসআই শান্তনু ব্যাধ। জানা গেছে, পরপর তিনবার ধারাল অস্ত্র দিয়ে কোপ বসানো হয় পুলিশকর্মীর পিঠে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি।
২০২২ সালের শ্লীলতাহানির মামলায় আদালতে হাজির না হওয়ায় ওয়ারেন্ট ইস্যু হয়। সেই ঘটনার তদন্তে নেমে বুধবার রাতে নরেন্দ্রপুর থানার গড়িয়ার আর্য নগর এলাকায় হানা দেয় নরেন্দ্রপুর থানার পুলিশ। আচমকাই মধ্যরাতে বাড়িতে হানা দেওয়ায় পুলিশের উপর হামলা (Police attacked) বলেই দাবি করছে অভিযুক্তরা। দরজা ও বাড়ির অন্যান্য জিনিস ভাঙার পাশাপাশি মারধোর ও সিসিটিভির তার কেটে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। জোর করে হার্ডডিস্ক খুলে আনা হয়েছে বলেও অভিযোগ।
আরও পড়ুন: Midnapore Saline News: সুস্থ হয়েও সন্তানহারা মা, বিতর্কিত স্যালাইনে মৃত্যু সদ্যোজাতের
একাধিক অভিযোগ তুলে পুলিশের উপর চড়াও হয় অভিযুক্তরা। পুলিশকর্মীর উপর ধারালো অস্ত্র নিয়ে কোপ বসায় তিন দুষ্কৃতি। পুলিশ সূত্রে খবর, বয়স ৭৪-এর নীলরতন পাল, বয়স ২৩-এর সৌম পাল ওরফে বাবু এবং শ্যামল পাল ওরফে বাপি নামের ব্যক্তি। অভিযোগ পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপর হামলা হয়। পুলিশ কর্মীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করে তারা। কোনও মতে কয়েকজন পুলিশকর্মী তাকে বাঁচিয়ে নেন।