ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতার রাজপথে আজ কার্নিভালের লড়াই। একদিকে রেড রোডে রাজ্য সরকারের পুজো কার্নিভাল। অন্যদিকে ‘দ্রোহের কার্নিভাল’ কর্মসূচি চিকিৎসকদের। ঠিক যখন রেড রোডে পুজো কার্নিভাল শুরু হবে তখনই রানি রাসমণি রোডে হবে চিকিৎসকদের দ্রোহের কার্নিভাল। আর কয়েক ঘণ্টা পরেই পিঠোপিঠি দু’টি কার্নিভাল। পুজোর কার্নিভাল বিকেল সাড়ে চারটে থেকে। দ্রোহের কার্নিভালের জন্য জমায়েত বিকেল ৪টে থেকে।
যদিও ‘দ্রোহের কার্নিভাল’ থেকে অশান্তি ছড়ানোর আশঙ্কায় রানি রাসমণি অ্যাভেনিউ ও আশপাশে ১৬৩ ধারা জারি করেছে পুলিশ। জমায়েত নিষিদ্ধ করতে লালবাজারের তরফে ডোরিনা ক্রসিং, ওয়াই চ্যানেলে সহ একাধিক এলাকায় জারি ১৬৩ ধারা। দ্রোহের কার্নিভালকে রুখতেও পুলিশি তৎপরতা চোখে পড়ার মতো। ধর্মতলার মোড় থেকে শুরু করে রেড রোড, রানি রাসমণি রোডের বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে পুলিশ।
আরও পড়ুন: https://tribetv.in/a-lot-of-excitement-around-the-dedication-of-the-durga-idol/
তার থেকে কিছুটা দূরত্বেই ১০ দফা দাবি আদায়ের অনশনের আজ ১০ দিন পার। একাদশ দিনে জুনিয়র চিকিৎসকদের অনশন। অসুস্থ হয়ে হাসপাতালে ৫ অনশনকারী। আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে কার্যত ‘জীবন বাজি’ রেখেছে জুনিয়র চিকিৎসকরা। রেড রোডের কার্নিভাল নষ্ট করতে চায় না, তাই মিছিল নয় ধর্মতলায় আজ মানববন্ধন জুনিয়র চিকিৎসকদের।
রেড রোডে পুজো কার্নিভালে অংশগ্রহণ করবে শহরের ৯০টির বেশি পুজো কমিটি। পুজোর কার্নিভালের জন্য দুপুর থেকেই প্রতিমা নিয়ে বিভিন্ন বড় পুজো কমিটিগুলির ট্যাবলো এসে ভিড় করেছে রেড রোড সংলগ্ন এলাকায়। কার্নিভালে অংশগ্রহণের আগে শেষ মুহূর্তের গোছগাছ চলছে ট্যাবলোগুলিতে। পুজোর কার্নিভাল শুরুর ঠিক আগের মুহূর্তে আরও সেজে উঠছে রেড রোড চত্বর।