ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের ( Bangladesh ) বিখ্যাত অভিনেত্রী পরীমনির (Pori Moni) বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা। আবারও বিতর্কের মুখে অভিনেত্রী। এর আগেও থানা পুলিশে জেরবার হয়েছিল পরীমনির জীবন। তবে কি সেই পুরনো দিনগুলো আবার ফিরে আসছে পরীর জীবনে? উদ্বিগ্ন অভিনেত্রীর কাছের মানুষ থেকে শুরু করে অনুরাগীরা। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি একাধিকবার আদালতে হাজিরা এড়িয়ে গিয়েছেন। এবার জারি হল গ্রেফতারি পরোয়ানা। শুধু পরীমনি নন, তাঁর কস্টিউম ডিজাইনারের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এই মামলায় সোমবার, চিত্রনায়িকা পরীমনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
২০২১ এর ঘটনা (Pori Moni)
সময়টা ২০২১ (Pori Moni) সাল। এক ব্যবসায়ীর উপর হামলায় ঘটনাকে কেন্দ্র করে একাধিকবার অভিনেত্রীকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। সেই সূত্র ধরেই, বাংলাদেশে গত রবিবার এমন নির্দেশ জারি করেছেন ঢাকা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহম্মদ জুনাইদ।
অসুস্থ ছিলেন অভিনেত্রী (Pori Moni)
প্রশ্ন হল, আদালত থেকে এতবার (Pori Moni) তলব করা হলেও, অভিনেত্রী সঠিক সময়ে হাজিরা দিতে যাননি কেন? এক্ষেত্রে পরীর আইনজীবীদের দাবি, অভিনেত্রী অসুস্থ ছিলেন। তাই আদালতে হাজিরা দিতে জাননি। অপরদিকে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করেছে আগামী ২০ মার্চ দিনটিকে। পরীমনি এবং তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধোর হুমকি মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন: Amar Sangi Poster: ছেঁড়া হচ্ছে ‘অমরসঙ্গী’র পোস্টার; ‘আমাদের সঙ্গে এমন কেন? প্রশ্ন বিক্রমের
ঘটনার সূত্রপাত (Pori Moni)
এই ঘটনার সূত্রপাত, ২০২১ সালে। এক ব্যবসায়ী অভিযোগ করেন, ওই বছরের ৮ই জুন পরীমনি এবং তাঁর সহযোগীরা একটি অভিজাত ক্লাবে (Pori Moni) ঢুকে শৌচালয় ব্যবহার করেন। তারপরে মদ্যপান করেন। ক্লাবের ভিতরে বসে রাত একটার সময় যখন ক্লাব ছেড়ে আসার সময় হয়, তখন পরীমনি ওই ব্যবসায়ীকে ডাকেন। একটি অ্যালকোহলের বোতল একেবারে বিনামূল্যে দেওয়ার জন্য দাবি করেন। ওই ব্যবসায়ী রাজি না হলে, অশ্লীল কথা ব্যবহার করেন পরী। তারপরে একটি গ্লাস ছুঁড়ে মারেন। ওই গ্লাসটি লাগে ব্যবসায়ীর মাথায় এবং বুকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, ওই ব্যবসায়ী অভিনেত্রীর বিরুদ্ধে হত্যার চেষ্টা অভিযোগ করেন। ২০২২ সালের ১৮ই জুলাই মারধর এবং হত্যার চেষ্টায় ঢাকার আদালতে অভিযোগ এনে মামলা দায়ের করেন তিনি। তারপর ২০২৪ সালের এপ্রিল মাসে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের মামলাটি গ্রহণ করে ঢাকার সিজিএম আদালত। তারপর থেকেই অভিনেত্রীকে আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছিল।
পরীমনির আইনজীবীর দাবি (Pori Moni)
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাতের দাবি, যেদিন মামলাটি শুনানির জন্য আদালতে ওঠে সেদিন পরীমনি অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। অপর আসামি জিমির পক্ষেও সময় আবেদন করা হয়েছিল। আদালত সময় আবেদন নামঞ্জুর করেন। উপরন্তু তাঁদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেন। প্রসঙ্গত, পরীমনি এবং তাঁর কস্টিউম ডিজাইনের বিরুদ্ধে আদালতে মামলাটি করেছিলেন ব্যবসায়ী নাসির উদ্দিন।