ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গতমাসে মানে অক্টোবর মাসে আপনি ১০০ টাকায় কী কী বাজার করতে পারতেন? আর এই মাসে নভেম্বর মাসে এখন আপনি ঐ ১০০ টাকাতে কী কী বাজার করেন? NSO রিপোর্ট বলছে, গত একমাসে আপনার খরচ বেড়েছে (Price Hike) ৮ শতাংশ। মানে একমাস আগে আপনি ১০০ টাকা বাজারে নিয়ে গেলে আপনি ১০০ টাকায় যে বাজার করতেন সেই বাজারের জন্যই এখন আপনাকে খরচ করতে হবে ১০৮ টাকা।
আয় বেড়েছে আপনার? (Price Hike)
আচ্ছা বলুন তো, গত একমাসে আপনার আয় ৮ শতাংশ বেড়েছে (Price Hike)? এক মাস আগে আপনার মাসিক আয় ১০০ টাকা হলে এখন আপনার আয় ১০৮ টাকা হয়েছে? যেভাবে গত একমাসে খরচ বেড়েছে তাতে একমাস আগে আপনার আয় মাসিক ২০০০০ টাকা হলে এখন তা ২১৬০০ টাকা হতে হবে। গত একমাসে কী আপনার আয় এতটা বেড়েছে? যদি না বাড়ে তাহলে এর অর্থ একদম পরিষ্কার, গত একমাসে আপনার আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান তৈরি হয়েছে। মানে সোজা কথায় আপনি গত একমাসে ৮ শতাংশ হারে গরীব হয়ে গেছেন। সম্প্রতি বাজারে আগুন দাম। পেঁয়াজ-আলু ছাড়াও কাঁচা আনাজের দাম মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে!
আরও পড়ুন: Delhi Air Quality: স্মগের চাদরে ঢাকা উত্তর ভারত! ভ্যানিশ তাজমহল-স্বর্ণ মন্দির
অগ্নি মূল্য বাজার (Price Hike)
অগ্নি মূল্য বাজারে ছ্যাঁকা খাচ্ছেন সাধারন মানুষ।পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে আলু-পেঁয়াজ-রসুন থেকে অন্যান্য কাঁচা আনাজ। শুধুমাত্র অক্টোবর মাসেই ভারতের বাজারে আনাজের খুচরো দাম বেড়েছে ৪২.১৮ শতাংশ। বাজারে প্রতি কেজি আলুর দাম বেড়ে হয়েছে ৩৫ থেকে ৪৫ টাকা। পেঁয়াজের দাম ৮০ পেরিয়ে ৯০ ছুঁই ছুঁই। বাজারে রসুনের দাম এখন ৩০০ থেকে ৩৩০ টাকা। আদা ৮০ থেকে ৯০ টাকা, লঙ্কা ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। বেগুন, গাজর, বাধাকপি, মটরশুঁটি সবকিছুরই বাড়ছে দাম।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
কারণ কী?
আলু এবং পেঁয়াজের আকাশ ছোঁয়া দাম হওয়ার কারণ কি? হঠাৎ ঠিক কী কারণে বাড়ছে আলু ও পেঁয়াজের দাম? জানা যাচ্ছে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণ মহারাষ্ট্রের বৃষ্টির খামখেয়ালি আবহাওয়া। এবার মহারাষ্ট্র, কর্নাটকের মতো ভারতের প্রধান পেঁয়াজ উৎপাদনকারী রাজ্যগুলিতে স্বাভাবিক থেকে বেশি দিন বর্ষার হয়েছে। এতে মাঠ থেকে নতুন পেঁয়াজ তুলতে বেশ খানিকটা দেরি হয়েছে। এখন বাজারে যে পেঁয়াজের জোগান রয়েছে তা বাজারের চাহিদার ৮০ শতাংশ। যা বাজারে পেঁয়াজের দামের উপর প্রভাব ফেলেছে।
আরও পড়ুন: Sea Vigil-24: শুরু হচ্ছে সি ভিজিল ২০২৪! আরও বড় প্রতিরক্ষা মহড়ার চতুর্থ সংস্করণ
বৃষ্টি
অন্যদিকে বৃষ্টির কারণে পেঁয়াজ চাষিদেরও বেশ ক্ষতি হয়েছে। বিপুল পরিমাণ পেঁয়াজ মাঠেই নষ্ট হওয়ার জন্য তার প্রভাব পড়ছে বাজারে। শুধু পেঁয়াজ না, আলুর দামও অনেকটা বেড়ে যাচ্ছে। এর কারণ হিসেবে উঠে এসেছে একেবারে চাঞ্চল্যকর তথ্য। হিমঘর থেকে বাজারে আসা আলু প্রথমে বড় ব্যবসায়ী ও তাদের থেকে ছোট খুচরো ব্যবসাহীদের কাছে পৌছায়। কিন্তু, এখন সেখানে যুক্ত হয়েছে একটা নতুন চক্র। বর্তমানে একদল অসাধু ব্যবসায়ী একসঙ্গে অনেক আলু কিনে মজুত করে বাজারে কৃত্রিম অভাব তৈরি করছে। তারপর নিজেদের মজুত করা আলু বিক্রি করছে চড়া দামে। এর বিরুদ্ধে ইতিমধ্যেই বিভিন্ন বাজারে অভিযান করছে রাজ্য প্রশাসন। রাজ্য সরকার জানিয়েছে, বাজারে দাম নিয়ন্ত্রণ করার জন্য রাজ্যের হিমঘর গুলিতে আলু মজুত রাখার সময় সিমা বাড়ানো হবে না।