Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কিছুদিন আগে এক ভিডিও ভাইরাল হয়েছিল। সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিক বাংলায় প্রশ্ন করায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) বলেছিলেন, ‘বাংলায় কেন বলছেন?’ যদিও তার পিছনের গল্পটা অনেককেই জানেন না। আর সেটা নিয়ে প্রচুর সমালোচনা, ট্রোল ও মিম হয়েছে। এবার সেই বিষয়ে ক্ষমা চাইলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। কী বললেন তিনি?
ক্ষমা চাওয়া (Prosenjit Chatterjee)
বাংলা ইন্ডাস্ট্রিতে প্রায় ৪২ বছর কাজ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। তাঁর অনুরাগীর সংখ্যাও কম নেই। বলা যেতে পারে, বাংলা সিনেমার অনেকটা সময় বা অন্যরকম ভাবে দর্শকের কাছে তুলে ধরেছেন তিনি। আর সেখানে তাঁর বলা কথায় এত ঝড় উঠবে, তা জানা ছিল না কারোরই। এমনকি তাঁর বলা কথাকে নিয়ে নানান রকম কটাক্ষের শিকার হতে হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee)। তবে তিনি কেন এমন বললেন? কোন পরিস্থিতিতে তিনি বললেন? এসব কিছুই না ভেবেই নিন্দুকরা নানান রকম মন্তব্য করে বসেন। এবার সেই বিষয়ে ক্ষমা চাইলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।
অসম্মান করার ইচ্ছা ছিল না (Prosenjit Chatterjee)
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) গত কয়েক বছর জাতীয় স্তরে কয়েকটা কাজ করার সুযোগ এসেছে। তাঁর হিন্দি সিনেমার ট্রেলার মুক্তি উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন ছিল। তাঁর মতে, সাংবাদিক সম্মেলনে পরিচালক, শিল্পী ও আরও অন্যান্য অনেকেই ছিলেন। যাঁরা ইংরেজি ভাষায় কথা বলছিলেন। সেখানে তাঁর মনে হয়েছিল, তিনি বাংলায় বললে তাঁরা পুরোপুরি বুঝতে নাও পারেন। তিনি আরও মনে করেন, ‘বাংলা ভাষা তাঁর কাছে প্রাণের ভাষা ,ভালোবাসার ভাষা’। সেখানে বাংলাকে অসম্মান করার কথা তিনি ভাবতেই পারেন না। সেখানে তাঁর দ্বারা বাংলাকে অপমান করার কথা তিনি কল্পনাও করেননি কখনও।
আরও পড়ুন: Abhishek-Sharly: নেই বনিবনা, সম্পর্কে ভাঙন! কী জানালেন শার্লি?
আঘাত না দেওয়া
সবশেষে প্রসেনজিৎ এর কথায়, বাংলার মানুষের বিচার তাঁর কাছে শিরোধার্য। আর জীবনের শেষ দিন পর্যন্ত সেই ধারণাই তাঁর কাছে অটুট হয়ে থাকবে। তিনি মনে করেন, তাঁর এই কথা অনেকেরই মনে আঘাত লেগেছে। তাই তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। আসলে তিনি বাংলা ভাষাকে ছোট করতে চাননি।
আরও পড়ুন: Virat-Anushka: বিরাট-অনুষ্কার মাঝে তৃতীয় নারী! দাবানলের মতো ছড়াচ্ছে জল্পনা
অনুরাগীদের নানা মত
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) এই ক্ষমা চাওয়ায়, অনেক অনুরাগীরাই নানান রকম মত প্রকাশ করেছেন। একজন অনুরাগী বলেছেন, ‘এখন এমন একটা সময় যে তিল থেকে তাল করতে বেশি সময় নেয় না মানুষ। কিছু ঘটলেই আক্রমণ শুরু করে দেয়।’ আবার আরও একজন ব্যক্তি মনে করেন, ‘আপনি ভুল করেছেন। সেটা যে নিজে বুঝেছেন সেটাই যথেষ্ট।’ আবার অন্য একজন ব্যক্তি বলেন, ‘আপনি যে জায়গা থেকে বলেছেন, সেটা না বুঝে অনেকেই ভুল বোঝানোর চেষ্টা করছে। নিন্দুকেরা নিন্দা করবেই। আপনি যেমন আছেন ঠিক আছেন।’ আবার অনেকেই মনে করছেন , ভুল মানুষ মাত্রই হয়, তিনি যে সেটা উল্লেখ করে সবার কাছে ক্ষমা চাইছেন এটাও অনেক বড় ব্যাপার।