ইব টিভি বাংলা ডিজিটাল: ‘পুষ্পা টু’ (Pushpa 2) মুক্তি পেতেই ফেঁসে গেলেন আল্লু অর্জুন (Allu Arjun)? তাও আবার হত্যার দায়। অভিনেতার মাথায় এখন ঝুলছে বড় মামলা। কে করলেন মামলা? আল্লু অর্জুন বলে কথা। আর তাঁর নামে কিনা দায়ের হল মামলা! বাদ পড়ল না অভিনেতার নিরাপত্তা রক্ষী পর্যন্ত।
রমরমিয়ে চলছে সিনেমা (Pushpa 2)
মুক্তির আগেই ৪০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘পুষ্পা টু’ (Pushpa 2)। গোটা দেশজুড়ে রমরমিয়ে চলছে। আর সেই উত্তেজনার পারদের মাঝেই বিশ্রি ভাবে ফেঁসে গেলেন অভিনেতা। ঠিক কি হয়েছিল? ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার। গোটা ভারত জুড়ে মুক্তি পেল ‘পুষ্পা টু’। ছবি ঘিরে উন্মাদনা তুঙ্গে। অপরদিকে ঘটে গেল একটা বড় দুর্ঘটনা। হায়দ্রাবাদে ছবির প্রিমিয়ারে ভিড়ের চাপে পদপৃষ্ঠ হলে মৃত্যু হল এক মহিলার। এই ঘটনার প্রেক্ষিতেই মামলা দায়ের হল আল্লু অর্জুনের বিরুদ্ধে।
পরিবারের অভিযোগ (Pushpa 2)
ওই মহিলার পরিবার একাধিক অভিযোগ দায়ের করেছেন। আর সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। পুরো বিষয়টা এখন খতিয়ে দেখা হচ্ছে হায়দরাবাদের পুলিশ ডেপুটি কমিশনার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, থিয়েটারের ভিতরে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। এই ঘটনায় যারা দায়ী, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়া হবে। একদম আইন মেনে (Pushpa 2)। তবে এটা ঠিক, এই ঘটনার মধ্যে জড়িয়ে গেছে এখন আল্লু অর্জুনের নাম। কিন্তু এখানে অভিনতা জড়ালেন কীভাবে?
আরও পড়ুন: Dev: ‘খাদান’ নিয়ে চিন্তায় দেব! পুজো দিলেন তারাপীঠে, সঙ্গে পুরো টিম
কী হয়েছে ঘটনা?
গত বুধবার হায়দরাবাদে একটি ছবির প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে ভিড়ে গিজ গিজ করছিল আল্লু অর্জুনের অনুরাগীরা। স্থানীয় পুলিশের সেই ভিড় সামলাতে রীতিমত কালঘাম ছুটছিল। থিয়েটারের সামনে যখন দক্ষিণী তারকা আল্লু অর্জুন আসলেন, পরিস্থিতি সেই সময় আরও মারাত্মক হয়ে উঠল। বিশৃঙ্খল পরিস্থিতি পুলিশের হাতের নাগালের বাইরে চলে যায়।
আল্লু অর্জুনকে সামনে থেকে দেখতে পেয়ে অনুরাগীরা তখন উত্তেজনায় টগবগ করে ফুটছেন। একে তো ভিড়, তার উপর ঠেলাঠেলি। একে অপরের গায়ে গিয়ে পড়ছিলেন। এই পরিস্থিতিতেই ৩৯ বছর বয়সি এক মহিলা পদপৃষ্ট হয়ে মারা যান। এমনকি ওই মহিলার নয় বছরের মেয়েও গুরুতর ভাবে জখম হয়েছে। তার অবস্থাও এখন আশঙ্কাজনক। এই ঘটনা কিন্তু একেবারেই সামান্য নয়। তারকাদের দেখার জন্য অনুরাগীদের এরকম পাগলপারা আচরণ বারংবার দেখা গিয়েছে। কিন্তু যখন সেখানে জীবন মরণ প্রসঙ্গ জড়িয়ে থাকে, তখন তো বিষয়টা ভাবনার। থিয়েটার কর্তৃপক্ষ কি করছিল, কেনই বা যথাযথ ব্যবস্থা নেয়নি, উঠছে নানান প্রশ্ন।
আরও পড়ুন: Rukmini Maitra: দেবকে আনফলো করলেন রুক্মিণী, রিয়েল লাইফে কী ঘটছে?
তিন বছর ধরে অপেক্ষা
প্রসঙ্গত ‘পুষ্পা’ ছবির সাফল্যের পর, তার কথা মাথায় রেখেই ‘পুষ্পা টু’ এল। গত তিন বছর ধরে, আল্লু অর্জুনের অনুরাগীরা এই ছবির জন্য অপেক্ষা করেছে। স্বাভাবিক ভাবেই সেই অপেক্ষার অবসান হতেই উত্তেজনার পারদ যে চড়বে, তা তো স্বাভাবিক। কিন্তু এই মর্মান্তিক ঘটনা কোনও ভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। যদিও অর্জুন কিংবা ওই হল মালিকের তরফ থেকে, ওই ঘটনার কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।