Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এই প্রথম অস্কারের (Oscar) বেস্ট পিকচার বিভাগে স্থান পেল কোনও বাংলা ছবি। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’ (Putul at Oscar)। স্বগৌরবে টিকে রয়েছে অস্কারের দৌড়ে। প্রসঙ্গত, এই ছবির গান ‘ইতি মা’ অস্কার নমিনেশনে জায়গা করে নিয়েছিল। পরে প্রতিযোগিতার দৌড়ে টিকে থাকতে না পারলেও, আবারও শোনা গেল একটা দুর্দান্ত খবর। বেস্ট পিকচার বিভাগে ২০৭ টি ছবির মধ্যে জায়গা করে নিয়েছে ‘পুতুল’।
বাংলা ছবির জয় (Putul at Oscar)
দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচারস এন্ড সায়েন্সেস কর্তৃপক্ষের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে জ্বলজ্বল করছে বাংলা ছবি পুতুলের নাম (Putul at Oscar)। এই ছবির সঙ্গে যুক্ত কলাকুশলী থেকে শুরু করে পরিচালক, প্রত্যেকের কাছেই এই সংবাদ একটা বড় পাওনা। এটা ‘পুতুল’ ছবির কলাকুশলীদের জয় সহ বাংলা ছবির জয়। যতদূর শোনা যাচ্ছে, অস্কারের দ্বিতীয় এবং অন্তিম নির্বাচন প্রক্রিয়া শুরু হবে আগামী ৮ই জানুয়ারি থেকে এবং এই প্রক্রিয়া শেষ হবে ১২ তারিখের মধ্যে।
সম্ভবত প্রথম বাংলা ছবি (Putul at Oscar)
সম্ভবত প্রথম বাংলা ছবি হিসেবে এই কৃতিত্ব অর্জন করল ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত পুতুল ছবি (Putul at Oscar)। এটা শুধুমাত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নয়। বরং বাঙালিদের কাছে অত্যন্ত গর্বের খবর। এবার দেখার পালা, ‘পুতুল’ অস্কার ঘরে আনতে পারে কিনা।
আরও পড়ুন: Tom Holland: লুকিয়ে বিয়ে করছেন স্পাইডারম্যান! কাকে মন দিলেন?
পুতুল টিমের বড় প্রাপ্তি
অ্যাকাডেমিক পুরস্কারের যোগ্য হিসেবে বেছে নেওয়া হয়েছে ৩২৩টি ছবি। তার মধ্যে বেস্ট পিকচার ক্যাটাগরিতে রয়েছে ২০৭ টি ছবি। সেই তালিকাতেই রয়েছে পুতুল। মঙ্গলবার সকালে এই সুখবর আসতেই টলিউড জুড়ে এখন খুশির হাওয়া । ছবির পরিচালক থেকে শুরু করে কলাকুশলী প্রত্যেকেই উচ্ছ্বসিত। এই সাফল্যকে তাঁরা দেখছেন বাংলা ছবির সাফল্য হিসেবে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।
মনোনয়ন পেয়েছিল গানও
অস্কারের ইঁদুর দৌড়ে থেকে যখন ‘ইতি মা’ গান ছিটকে গিয়েছিল, তখন গর্বিত পুতুলের পরিচালক বলেছিলেন, অস্কারের মঞ্চে ‘ইতি মা’ পৌঁছতে পেরেছে এটাই পুতুল টিমের কাছে একটা বড় প্রাপ্তি। লক্ষ লক্ষ গানের মধ্যেও ‘ইতি মা’ যেভাবে আলাদা জায়গা করে নিয়েছে তাতেই তারা খুশি। শীর্ষ ৭৯ তে পৌঁছানোর পর পুতুলের ‘ইতি মা’ তালিকা থেকে ছিটকে যায়। তবে সেই আক্ষেপ এবার পূরণ হতে চলেছে। আশাবাদী পুতুল ছবির টিমসহ গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি।
আরও পড়ুন: Salman Safety: বিষ্ণই গ্যাংয়ের নিশানায় সলমন! বাড়ানো হল ভাইজানের নিরাপত্তা!
কী বললেন পরিচালক?
কয়েক মাস আগে বড় পর্দায় মুক্তি পেয়েছে ছবিটি। পুতুল ছবির গান শর্টলিস্টে জায়গা না পেলেও, এই সুখবরে প্রত্যেকেই খুশি। অস্কারের দৌড়ে ছবিটি রয়েছে। অ্যাকাডেমির ওয়েবসাইটে সেই খবর বেরিয়েও গেছে। আর এটাই সবথেকে বড় ভ্যালিডেশন। এমনটাই মনে করছেন ছবির পরিচালক। ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের কথায় ‘ আমি কৃতজ্ঞ, আমার ছবিকে, আমার কাজকে পছন্দ করার জন্য।
এল স্বীকৃতি
আমি ভুল না হলে প্রথমবার সেরা ছবি বিভাগে একটা বাংলা ছবি প্রতিযোগিতা করছে। আমি আমার দলের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি খুব কষ্ট করে ছবিটা বানিয়েছি। এটা আমার প্রথম ছবি। আর নতুন পরিচালক প্রযোজক হিসেবে বাংলা ছবিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারলাম, সিলেকশন করাতে পারলাম বলে এটা আমার কাছে একটা বড় ব্যাপার। আমি খুব খুশি। ছবি অনেক সময়ই বাইরে মুক্তি পায়, কিন্তু এই ছবিটা তার স্বীকৃতি পেল। প্রিমিয়ারে সবাই বলেছিল ছবিটা পুরস্কার পাওয়া উচিত। আর অস্কার তো ছবির জগতে সর্বোচ্চ স্থানে রয়েছে, আর সেখান থেকে ছবিটা সম্মান পেল, একটা সুন্দর জায়গা পেল, স্বীকৃতি পেল বলে আমি খুব খুশি।’