ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তিনি যে মা হতে চলেছেন সেই খবর আগেই পাওয়া গিয়েছিল। রেড কার্পেটে প্রথম প্রকাশ্য়ে নিয়ে আসেন সেই খবর। তিনি সন্তান সম্ভবা। কিন্তু ইতিমধ্যেই তিনি যে সন্তানের জন্ম দিয়ে ফেলেছেন সেই খবর কিছুদিনের জন্য আড়ালেই রেখেছিলেন। অবশেষে সুখবর দিলেন নায়িকা। আবারও এক নতুন চমক নিয়ে এলেন অভিনেত্রী। কথা হচ্ছে অভিনেত্রী রাধিকা আপ্তের (Radhika Apte)। কাজের ফাঁকেই শিশুকে স্তন্যপান করানোর সাহসী ছবি পোস্ট করলেন রাধিকা।
মা হলেন রাধিকা আপ্তে (Radhika Apte)
রাধিকা আপ্তের সন্তান জন্মের খবরটা একেবারেই অন্যভাবে দিলেন অভিনেত্রী (Radhika Apte)। একটি ছবি পোস্ট করেন রাধিকা, সেখানে দেখা গিয়েছে অভিনেত্রী পরে রয়েছেন কালো রঙের ফুলস্লিভ টি-শার্ট আর কোলে রয়েছে একরত্তি, যার পরনে সবুজ রঙের শীত পোশাক। অভিনেত্রীর মুখভরা হাসি। রাধিকা একরত্তির স্তন্যপান করার এই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, সন্তান জন্মের পর প্রথম কাজের মিটিং। এক সপ্তাহ বয়স হয়ে গেল আমার সন্তানের।
নায়িকার ছেলে হয়েছে নাকি মেয়ে? (Radhika Apte)
সকলের মনে প্রশ্ন নায়িকার (Radhika Apte) ছেলে হয়েছে নাকি মেয়ে? ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “জন্মের এক সপ্তাহ পর আমার প্রথম ওয়ার্ক মিটিং। খুদেকে স্তন্যপান করাতে করাতে।” সেই সঙ্গে লিখেও দিয়েছেন আমার মেয়ে। অর্থাত্ কন্যা সন্তানের মা হয়েছেন রাধিকা। এরপরই একরত্তিকে নিয়েই কাজে ফেরার কথা ও সন্তান জন্মের কথা একই সঙ্গে জানিয়ে দিলেন রাধিকা।
আরও পড়ুন: Katrina Kaif: অভিনয় ছাড়ছেন ক্যাটরিনা! পুরোদমে সংসারী হয়ে গেলেন অভিনেত্রী
নাটকীয় খবর
উল্লেখ্য, মা হওয়ার খবরও এরকমই নাটকীয়ভাবে দিয়েছিলেন রাধিকা আপ্তে। অক্টোবরে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে আচমকাই হাজির হন বেবিবাম্প নিয়ে। তখনই জানা যায়, প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী ও তাঁর স্বামী। রাধিকা যদিও তাঁর প্রেগন্যান্সির খবর খুব সিক্রেট রেখেছিলেন।
আরও পড়ুন: Allu Arjun: গ্রেফতার অভিনেতা আল্লু অর্জুন, পদপিষ্ট হয়ে মৃত্যু মামলায় গ্রেফতার দক্ষিণী সুপারস্টার
কত বছর পর মা হলেন রাধিকা?
২০১১ সালে ব্রিটিশ সঙ্গীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে লিভ-ইন শুরু করেন রাধিকা। পরের বছর জানা যায়, আইনি বিয়ে সেরেছেন তাঁরা। আর বিয়ের ১২ বছর পর কোলে এল তাঁদের প্রথম সন্তান। শেষ রাধিকা আপ্তেকে সম্প্রতি শ্রীরাম রাঘবন পরিচালিত এবং ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি অভিনীত মেরি ক্রিসমাস-এ একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে। এছাড়াও রাধিকাকে দেখা গিয়েছে অর্পণা সেন ও রাহুল বোসের সঙ্গে অন্তহীন ছবিতে। এছাড়াও বেশ কিছু বাংলা ছবিতে কাজ করেন রাধিকা।