ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাহুল দেব বসু (Rahul-Debadrita) ও দেবাদৃতা বসুর নতুন মিউজিক ভিডিও আসতে চলেছে। বলা যেতে পারে অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। বহুদিন রাহুল ও দেবাদৃতাকে জুটি হিসাবে পর্দায় দেখা যায়নি। তাই অপেক্ষায় ছিল অনুরাগীরা। শুধুমাত্র একটি মিউজিক ভিডিও নয়, ট্রাইব টিভিকে রাহুল জানিয়েছেন , পরপর তাঁদের কাজ আসতে চলেছে। তাঁদের সম্পর্ক , প্রেম নিয়ে খোলাখুলি আলোচনা করলেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে। কবে আসছে মিউজিক ভিডিও ? ভিডিওতে কী কী দেখা যেতে পারে?
নতুন কাজ (Rahul-Debadrita)
সুরিন্দর ফিল্মসের ব্যানারে মিউজিক ভিডিও ‘রবে নিরবে ‘ আসছে (Rahul-Debadrita)। মিউজিক ভিডিওতে সংগীত আয়োজন করেছেন সামন্তক সিনহা। মিউজিক ভিডিওটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পারমিতা বন্দ্যোপাধ্যায়। মিউজিক ভিডিওর মধ্যে দিয়ে রবীন্দ্র সংগীতের পাশাপাশি দুঃখ, প্রেম ,ভালবাসা ফুটে উঠবে পর্দায়। এই ভিডিওতে কলেজ প্রেমের গল্প দেখা যাবে।
বিশেষ গুণ (Rahul-Debadrita)
রাহুল ও দেবাদৃতা ((Rahul-Debadrita)) দুজনই টেলিভিশনে জনপ্রিয় মুখ। দুজনেই একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন। এক কথায় দুজনেই দর্শকের কাছে ভীষণ প্রিয় মানুষ। রাহুল ও দেবাদৃতার কিছু বিশেষ গুণও রয়েছে । দেবাদৃতা শুধুমাত্র অভিনেত্রী তা নন, তিনি ভাল গানও করেন। এমনকি ছোটবেলা থেকে কত্থক নাচ শিখেছেন তিনি। অপরদিকে রাহুলও সিরিয়াল সিরিজে অভিনয় করেন এটা সকলেই জানা । তবে তাঁরও একটি বিশেষ গুণ দেবাদৃতা শেয়ার করলেন দর্শকদের কাছে। রাহুল ভালো লিখতে পারেন । ভবিষ্যতে ছবি পরিচালনার ইচ্ছা আছে অভিনেতার।
মানসিক প্রভাব পড়ে না
রাহুল ও দেবাদৃতা ( Rahul-Debadrita) দুজনেই সোশ্যাল মিডিয়াতে অ্যাকটিভ। দুজনেই তাঁদের কাজ শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সাথে। তবে মাঝে মাঝে ট্রোলও হন। তাতে কী রাহুল ও দেবাদৃতার মানসিক দিক দিয়ে কোনও প্রভাব পড়ে ? দেবাদৃতা ও রাহুলের মতে, ট্রোলে কোনও খারাপ লাগা নেই। কারণ তাঁরা দুজনেই মনে করেন ,তাঁদের পরিশ্রম ফুটে ওঠে কাজের মধ্য দিয়ে। তাই তাঁরা কি করতে পারেন তা নিজেরাই ভালো মতো জানেন। কেউ তাঁদেরকে নিয়ে মিম বা ট্রোল করলে রাহুল ও দেবাদৃতার কিছু এসে যায় না । তবে রাহুলের মতে সমাজ মাধ্যমে কেউ কেউ অশ্লীল কথা বলে থাকে যেটা একদমই উচিত নয়। রাহুলের কথায়,’ কিছু মানুষ আছেন যারা সরাসরি কথা বলতে ভয় পায়। বা অন্যের কাজকে ভালো চোখে দেখে না। তাই হয়ত তারা অশ্লীল কথা বলে যান কমেন্টে। ‘ রাহুলের মতে, তিনি অশ্লীল কথা বলা ব্যক্তিদের কমেন্ট এড়িয়ে যান। কারণ তাদেরকে শেখানো বা বোঝানো সম্ভব নয় বলে তিনি মনে করেন।
আরও পড়ুন: Vijay Deverakonda: ইডির জালে রশ্মিকার চর্চিত প্রেমিক! সন্দেহের ঝড় দক্ষিণী ইন্ডাস্ট্রিতে
খারাপ সময় পাশে থাকা
রাহুল ও দেবাদৃতার (Rahul -Debadrita) খারাপ সময়ে একে অপরের পাশাপাশি থাকেন ।পরিবারও তাঁদের সাথে সবসময়ই আছেন বলে জানান রাহুল ও দেবাদৃতা। তবে রাহুলের কথায় ,খারাপ সময়ে অনেকেই কিন্তু পাশে থাকতে চান না। খারাপ সময় আসলে তবেই বোঝা যায় মানুষকে । তাছাড়া খারাপ সময়ের অভিজ্ঞতা দিয়েই নতুন ভাবে কাজ শুরু করা যায় বলে মনে করেন রাহুল। রাহুল- দেবাদৃতা নজরে বিশ্বাসী নন। দেবাদৃতার মতে , যেখানে পজিটিভের ওপর বিশ্বাস থাকে সেখানে নেগেটিভ কাজ করে না।