Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টেলিভিশনে জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত প্রীতি বিশ্বাস (Prity Biswas)। স্বামী রাহুল মজুমদার (Rahul Mazumdar) ও ছোট্ট আয়রাকে নিয়ে সুখের সংসার অভিনেত্রী প্রীতি বিশ্বাসের (Rahul-Prity)। অভিনেত্রী হঠাৎ করে সোশ্যাল মিডিয়া এসে কেঁদে ফেললেন। কী বললেন অভিনেত্রী কাঁদতে কাঁদতে? কী এমন হল যে অভিনেত্রীর মনে এত কষ্ট? চিন্তায় অনুরাগীরা।
মিষ্টি মেয়ে (Rahul-Prity)
অভিনেত্রী প্রীতি বিশ্বাসের (Prity Biswas) ছোট্ট আদরের কন্যা আয়রা (Rahul-Prity)। সমাজ মাধ্যমে (social media) মা-মেয়ের রোজনামচা প্রায় দর্শক দেখতে পান। সমাজ মাধ্যমে প্রচুর ফ্রেন্ড রয়েছে ছোট্ট আয়রার। ছোট্ট আয়রাকে ভালোবাসে সকলেই। আয়রার দুষ্টু মিষ্টি আচার-আচরণ দেখতে বেশ পছন্দ করেন দর্শকরা।
আশীর্বাদ প্রার্থনা (Rahul-Prity)
ছোট্ট আয়রা এখন হসপিটালে ভর্তি (Rahul-Prity)। কী হয়েছে তাঁর? মা প্রীতি বিশ্বাস সমাজমাধ্যমে এক ভিডিও শেয়ার করেন। ভিডিওর মাধ্যমে অভিনেত্রী ছোট্ট মেয়ের জন্য আশীর্বাদ চেয়েছেন। ছোট্ট আয়রা, বেশ সুস্থই ছিলেন যেমন খেলাধুলা করে তেমনি। হঠাৎই তাঁর জ্বর আসে। এমনকি তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অবশ্য মা প্রীতি জানিয়েছেন , আগের থেকে একটু ভালো আছে আয়রা, তাই তিনি ভিডিওতে এসেছেন । তাঁর দর্শক বন্ধুরা আয়রার আদরের কথা, ভালোবাসার কথা বলেন। তিনি আয়রার ভালো মুহূর্তের খবর শেয়ার করে নেন সকলের সাথে। তাই আয়রাকে যাতে তিনি সুস্থ করে বাড়িতে নিয়ে যেতে পারেন, তার জন্য সকল দর্শক বন্ধুদের আশীর্বাদ করার কথা বলেছেন।
আরও পড়ুন: War 2: ফাঁস ‘ওয়ার ২’ এ এনটিআরের দুর্ধর্ষ লুকের সিক্রেট, নেপথ্যে জাদুর ছোঁয়া!
লাইক ফলো লাগবে না
অভিনেত্রী প্রীতি বিশ্বাস তাঁর ভিডিওতে লাইক ফলো কমেন্ট কিছুই করতে বলেননি। শুধুমাত্র আশীর্বাদ করার জন্যই ভিডিওটি তাঁর পোস্ট করা। তিনি এও বলেন, “লাইক, ফলো, কমেন্ট কিছুই করতে হবে না। বদলে তোমরা আশীর্বাদ করো। যত মানুষ দেখছো, শুধু মন থেকে আশীর্বাদ করো, যাতে আমি আয়রাকে বাড়ি নিয়ে যেতে পারি।” আয়রা এখন অনেকটাই সুস্থ আছেন। রিপোর্ট নেগেটিভ আছে। কিন্তু কয়েকটা রিপোর্ট আসা এখনও বাকি।
আরও পড়ুন: Sourav Das: জনগণের চাপে দিল্লী বদলে কলকাতা! নতুন ইনিংস শুরু সৌরভের
ভিডিও করতে বারণ
অভিনেত্রী এও বলেন, সোশ্যাল মিডিয়াতে এসে চোখের জল ফেলে ন্যাকামো করার ইচ্ছা তাঁর হয়নি। এমনকি বাড়ির লোকেরা তাঁকে ভিডিও দিতে বারণ করেছিল। কিন্তু প্রচুর দর্শক বন্ধু আছেন যাঁরা আয়রাকে খুবই ভালোবাসেন এবং অভিনেত্রীর কিছু বন্ধু- বান্ধবকেও জানানো হয়নি এমন খবর। তাই তিনি যাতে আয়রাকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারেন, তার জন্য আশীর্বাদ চেয়েছেন দর্শক বন্ধুদের কাছে থেকে। সবশেষে তিনি এও বলেন, বাচ্চা সুস্থ থাকলে মন ভালো থাকে। আর তিনি চান সকলে ভালো থাকুক। সকল দর্শক বন্ধুই যেন সুস্থ থাকে এবং তাঁদের সন্তানকে ভালো রাখে।