Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রযোজক একতা কপূরের জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাস ভি কভি বহু থি’–এর রিবুট সংস্করণকে ঘিরে ফের বিতর্ক শুরু হয়েছে। প্রবীণ অভিনেতা মুকেশ খন্না (Mukesh Khanna) প্রকাশ্যে সমালোচনা করেছেন এই ধারাবাহিকে নারীদের উপস্থাপনাকে। তাঁর অভিযোগ, একতার সিরিয়াল গুলোতে মহিলাদের অধিকাংশ সময়ই “স্বার্থপর, ষড়যন্ত্রকারী এবং পরস্পরের শত্রু” হিসেবে দেখানো হয়, যা সমাজে নারীর এক ভ্রান্ত চিত্র ফুটিয়ে তোলে।
বিস্ফোরক অভিযোগ (Mukesh Khanna)
মুকেশ খন্না (Mukesh Khanna) এক সাক্ষাৎকারে বলেন, “এই ধরনের ধারাবাহিকগুলোতে দেখা যায় ছয়জন মহিলা জাঁকজমক সাজে দাঁড়িয়ে শুধু ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের সমাজে এমন নারীরা নেই। তবুও এসব চরিত্র জনপ্রিয় হয়ে ওঠে, যা দর্শকদের ভুল বার্তা দেয়। ভারতীয় সংস্কৃতি ও পারিবারিক মূল্যবোধের সঙ্গে এর কোনও মিল নেই।”

নতুন আঙ্গিকে পুরনো সিরিয়াল
উল্লেখ্য, এই সমালোচনা এসেছে তখনই যখন ২৯ জুলাই ২০২৫-এ শুরু হয়েছে রিবুট সংস্করণটির সম্প্রচার। এতে আবারও ফিরেছেন স্মৃতি ইরানি (তুলসী) ও অমর উপাধ্যায় (মিহির)। আধুনিক গল্প, উন্নত ভিজ্যুয়াল ও নতুন প্রজন্মের দর্শকদের আকর্ষণ করার উদ্দেশ্যে একতা কপূর নতুন ভাবে শো’টি সাজিয়েছেন।
মিশ্র প্রতিক্রিয়া
মুকেশ খন্নার বক্তব্য নিয়ে টেলিভিশন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই তাঁর সমালোচনার সঙ্গে একমত হলেও, অনেকে আবার একতার পক্ষে সওয়াল করেছেন (Mukesh Khanna) । অভিনেত্রী জয়া ভট্টাচার্য বলেন, “এই ধারাবাহিকগুলোর মাধ্যমে একতা শুধু বিনোদন দেননি, অসংখ্য শিল্পী ও টেকনিশিয়ানের জন্য কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছেন। ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির বিকাশে তাঁর অবদান অস্বীকার করা যায় না।”

আরও পড়ুন: Healthy snacks: সুস্বাদু ও স্বাস্থ্যকর উচ্চ-প্রোটিন স্ন্যাক্সের হদিশ কোথায়?
নতুন বিতর্কের জন্ম (Mukesh Khanna)
একদিকে মুকেশ খন্নার বক্তব্য নারীর উপস্থাপনা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে, অন্যদিকে একতা কপূরের ধারাবাহিকগুলির টেলিভিশন শিল্পে ইতিবাচক প্রভাবও আলোচনার কেন্দ্রে এসেছে। সার্বিকভাবে, এই বিতর্ক এখন ভারতীয় বিনোদন জগতের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি খেয়াল করলে দেখতে পাবেন, মুকেশ খন্নার বেশ কিছু বক্তব্য নিয়ে সিনে মহলে ইতিবাচক এবং নেতিবাচক মন্তব্য উঠে আসছে।

সম্প্রতি রণবীর কাপুরের রামায়ণ ছবি নিয়েও সমালোচনা করতে ছাড়েননি অভিনেতা। যদিও রামায়ণ ছবির কাস্ট নিয়ে প্রবীণ এই অভিনেতার যে বেশ আপত্তি ছিল তা বলাই বাহুল্য। এই নিয়ে তিনি এর আগে বহু সাক্ষাৎকারে নানান কথা বলেছিলেন। রামায়নে যেভাবে রণবীর কাপুরকে দেখানো হচ্ছে, এটা মোটেই পছন্দ নয় অভিনেতার (Mukesh Khanna) ।