ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অগাস্ট থেকে ডিসেম্বর! মাঝখানে কেটে গিয়েছে চার-চারটি মাস। এখনও অধরা আরজি করের নিহত চিকিৎসক তরুণীর বিচারের রায়। তারিখে পে তারিখ পেরিয়ে গেলেও আরজি কর কাণ্ডের সুরাহা না হওয়ায় এবার জনতার আদালতে বিচার চেয়ে ‘ফেসবুক পেজ’ খুললেন নিহত তরুণীর মা-বাবা। ‘Truth and Justice: Voice for RG KAR Victim’ নামে সোশ্যাল মিডিয়ায় পেজটি খোলা হয়েছে। দাবি করা হয়েছে নিহত চিকিৎসক তরুণীর বিচারের।
সংশ্লিষ্ট পেজ থেকে একটি ভিডিও বার্তাও পোস্ট করেছেন তাঁরা। যেখানে চার মাস পরেও বিচার না পাওয়ার যন্ত্রণার কথা উল্লেখ করে রাজ্য তথা দেশবাসীকে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন। বিচারের দাবিতে আন্দোলনকে আরও তীব্রত করার আহ্বানও জানিয়েছেন সন্তান হারা বাবা-মা। শোকার্ত কণ্ঠে তাঁরা বলেন, “চার মাস হয়ে গেল! এখন মেয়েটার বিচার পেলাম না। সেই রাতে ঠিক কী ঘটেছিল, কারা কারা জড়িত ছিল, আজও সে সব জানতে পারলাম না। আমরা চায়, আমাদের মেয়ের প্রকৃত খুনীরা সাজা পাক, যাতে এরকম নৃশংস ঘটনা আর না ঘটে।”
আরও পড়ুন: https://tribetv.in/weather-update-winter-to-get-delayed-forecast-of-rain/
আরও পড়ুন: https://tribetv.in/sujaykrishna-bhadra-gets-bail-from-ssc-recruitment-scam-case/
গত ৮ অগাস্ট গভীর রাতে আরজি করে নৃশংস ধর্ষণ হত্যার শিকার হয়েছিল পোস্ট গ্রাজুয়েট ডাক্তারি ছাত্রী। শুরুতে কলকাতা পুলিশ তদন্ত করলেও পরে আদালতের নির্দেশে তদন্তভার গ্রহণ করে সিবিআই। দেখতে দেখতে চার মাস অতিক্রান্ত। এখনও বিচার না মেলায় এদিন ভিডিও বার্তায় নিজেদের আশাহত হওয়ার কথা তুলে ধরেছেন নির্যাতিতার বাবা-মা। মেয়ের বিচারের দাবিতে সবাইকে পাশে এসে দাঁড়ানোর আর্জিও জানিয়েছেন তাঁরা।