ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকাপাকিভাবে মুম্বইয়ের (Mumbai) মাটিতে নিজের জায়গা শক্ত করলেন অভিনেতা ঋষি কৌশিক (Rishi Kaushik)। লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) হিন্দি সিরিয়াল ঝনকের (Jhanak) মাধ্যমে তার মুম্বইয়ের ধারাবাহিকের জগতে পদার্পণ ঘটেছিল।
ঝনকে তার চরিত্রটি ভীষণ পছন্দ করেছিলেন দর্শকমহল। ঝনকের পর এবার কালার্স টিভির (Colors TV) নতুন ধারাবাহিক দুর্গাতে (Durga), দেখা যাচ্ছে অভিনেতা ঋষি কৌশিককে। এই ধারাবাহিকেও তার চরিত্রে রয়েছে ধূসরের ছোঁয়া।
ইতিমধ্যেই তিনি সামাজিক মাধ্যমে, ধারাবাহিক সংক্রান্ত বিভিন্ন পোস্ট শেয়ার করেছেন। তা দেখে দর্শকমহল বেশ আনন্দিত।
ঋষি কৌশিক একসময় বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন। একের পর এক জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়ে এসেছেন দর্শকদের। ধারাবাহিক জীবনে সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিল বাহা (Baha) ধারাবাহিকের অর্চির (Archi) চরিত্র করে।
এই চরিত্রটি বাংলার দর্শকেরা বর্তমান সময় এসেও ভুলতে পারেননি। নিজের অভিনয়ের মাধ্যমে প্রতিটি চরিত্রই বাংলা ধারাবাহিকের দর্শকদের ভীষণ পছন্দের চরিত্র করে তুলেছিলেন।
হিন্দি ধারাবাহিকের ক্ষেত্র এই প্রথার ব্যতিক্রম হয়নি। স্টার প্লাসের (Star Plus) ঝনক ধারাবাহিকের ‘তেজ’ (Tej) চরিত্রের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেতা। তারপরেই দুর্গা ধারাবাহিকের চরিত্রটি অভিনয়ের মান অনেকাংশে বাড়িয়ে দিয়েছে।
চলতি বছরের জুলাই মাসের শেষের দিকে অভিনেতা দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্ক ভাঙার সংবাদ সামাজিক মাধ্যমে এসেছিল। অভিনেতা নিজেও ভিডিয়ো পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন তাদের সম্পর্ক ভাঙতে চলেছে। জুলাই মাসের শেষের দিকে এই সম্পর্ক ভাঙার তথ্য সামনে আসার পর থেকেই, অভিনেতাকে অনেক সমালোচনা ও আলোচনার মোকাবিলা করতে হয়েছে।