ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৩১শ ডিসেম্বরের রাত পেরোলেই, শুরু নতুন আর একটা বছর (Ritwick Chakraborty)। ২০২৪ কে কেউ মনেই রাখবে না। হয়ত এমনটা হতে পারে, ২০২৪ এর স্মৃতি তাড়িয়ে বেড়াবে ২০২৫ সালেও। ফেলে আসা একটা বছর। এই বছরে কি পেলেন, আর কি পেলেন না, তার হিসেব অনেকেই করছেন। আবার কেউবা সেই হিসেবের দিকে ফিরেও তাকাননি। যদি টলি তারকাদের কথা বলা হয়। তাহলে বিগত এক বছরের পাওয়া, আর না পাওয়া অর্থাৎ প্রাপ্তি আর অপ্রাপ্তির ঝুলিতে ঠিক কী কী রয়েছে? আজকের প্রতিবেদনে থাকছে, সে রকমই একজন তারকার কথা। ইনি আর কেউ নন, ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)।
নেতিবাচক চরিত্রে ঋত্বিক (Ritwick Chakraborty)
নতুন বছরের শেষটা বেশ ভালই কাটছে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর (Ritwick Chakraborty)। সম্প্রতি বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘সন্তান’ (Santan) ছবি। সন্তান ছবিতে ঋত্বিককে মিঠুনের ছেলের ভূমিকায় দেখা গিয়েছে। তাও আবার নেতিবাচক চরিত্রে। দেখে তো দর্শকের রাগ হচ্ছে। পর্দায় তাঁকে দেখে অনেকেই মনে করছেন, ঋত্বিককে দু কথা শুনিয়ে দেবেন। এটাই তো একজন অভিনেতার বড় প্রাপ্তি। তিনি চরিত্রটিকে পর্দায় নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন। তাই তো দর্শক চরিত্র আর বাস্তব রিলেট করতে পারছেন।
কাজের প্রতি ফোকাস রাখতে চান (Ritwick Chakraborty)
ট্রাইব টিভির তরফে, অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ২০২৪ এর পাওয়া আর না পাওয়া কী রয়েছে? অভিনেতার (Ritwick Chakraborty) বক্তব্য, তিনি এই বছরে অগনতি মানুষের ভালোবাসা পেয়েছেন। নতুন নতুন চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছেন। বছরে শুরু থেকে শেষ পর্যন্ত, তিনি সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন। আর তাছাড়া কি কি হারিয়ে ফেললেন, কিংবা কি কি পাননি, তা নিয়ে আফসোস একেবারেই করেন না। আর সেটা নিয়ে তিনি বেশি ভাবতেও চান না। যদি ভাবেন তাহলে কাজ করতে পারবেন না। কাজের প্রতি ফোকাস রাখতে পারবেন না। কাজের ক্ষেত্রে কোনও সমস্যা হোক চান না। তাই তাঁর জীবন থেকে যে যে জিনিসগুলি হারিয়ে গিয়েছে, সেদিকে ঋত্বিক ফিরেও তাকান না।
আরও পড়ুন: Puber Moyna Upcoming Episode: গুঞ্জার মুখোশ খুলল রোদ্দুর, শীঘ্রই শেষ হচ্ছে ‘পুবের ময়না’
প্রত্যেকটি ইচ্ছা পূরণ হয়েছে
২০২৪ সালে যে নতুন চরিত্রগুলোর জন্য কাজ করেছেন, বিশেষ করে সন্তানের চরিত্রের জন্য প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছেন। আলোচনা সমালোচনা চলছে তাঁর চরিত্র নিয়ে। সেটা দেখে ঋত্বিক ভীষণ খুশি। তিনি চান, এভাবেই দর্শকদের মনে জায়গা করে নিতে। ২০২৪ এ তিনি যা যা চেয়েছিলেন, তাঁর প্রায় প্রত্যেকটি ইচ্ছা পূরণ হয়েছে। তাই সেভাবে কোনও আফসোস নেই। আর যা যা পাননি, তা নিয়ে একেবারেই আফসোস করতে চান না। তাহলে তো জীবনের মোটিভেশনটাই হারিয়ে ফেলবেন।
আরও পড়ুন: Star Theatre Name Change: ঐতিহাসিক স্টার থিয়েটারের নাম বদল, স্বীকৃতি পেলেন বিনোদিনী
দরকার অনুপ্রেরণা
অভিনয় করার সময় অনুপ্রেরণা দরকার। তবেই না একজন অভিনেতা দর্শকের সামনে নতুন চরিত্র উপহার দেওয়ার ক্ষমতা রাখবেন। তাই কাজের ক্ষেত্রে একাগ্রতা অত্যন্ত দরকার। কাজে একাগ্রতা কম হয়ে যাক, সেটা ঋত্বিক একেবারেই চান না। তাই অভিনেতা না পাওয়া কিংবা খামতি নিয়ে কোনও আক্ষেপ করেন না। বিষয়গুলো মাথাতেই রাখেন না।