ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইন্ডিয়া জোটের রাশ কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে? এই জল্পনাই এবার জোড়াল হচ্ছে। শরদ পওয়ার, সমাজবাদী পার্টির পর এবার লালু প্রসাদও জানিয়ে দিলেন, ইন্ডিয়া জোটের নেতৃত্বের রাশ কোনও মজবুত মুখের হাতে দেওয়া হোক।
সেই তিনি হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়? মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের মতো একাধিক রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পর জোটে শতাব্দী প্রাচীন দলটির নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উলটোদিকে বিধানসভা, লোকসভা এমনকী, বাংলায় ছয় উপনির্বাচনেও সবুজ ঝড়ের পর জোটের মুখ হিসেবে নতুন করে তৃণমূল নেত্রীর নামই উঠে আসছে।
হরিয়ানা, মহারাষ্ট্রের ভোটের পর কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। সরব হয়েছিল সমাজবাদী পার্টি। এবার জোটের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে রাজি অখিলেশের দলও। শরদ পওয়ার, কিরণময় নন্দের পর ভি বিজয়সাই রেড্ডি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ইন্ডিয়ার মুখ’ হিসেবে তুলে ধরতে সরব হয়েছেন। এবার আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের মুখেও একই সুর। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিলে আমরা ২০২৫ এ সরকার গঠন করব, দাবি তুললেন আরজেডি সুপ্রিমো। মমতাকে বিরোধী নেত্রী হিসেবে তুলে ধরার পাশাপাশি কংগ্রেসকেও তোপ দেগেছেন লালুপ্রসাদ যাদব।
আরও পড়ুন:https://tribetv.in/tmc-mla-humayun-kabir-make-controversy-over-babri-mosque-comments/
জাতীয় রাজনীতিতে এই জল্পনা প্রথম নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মত নেত্রী জাতীয় রাজনীতিতে কেউ নেই। অভিজ্ঞতার দিক থেকে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী, বহুবারের সাংসদ থেকেছেন। গ্রহণযোগ্যতার দিক থেকে অন্যান্য অনেকের দিকে থেকে অনেকটাই এগিয়ে। তেজস্বী যাদব বা অখিলেশ যাদবের মতো নেতা মমতার খুব কাছের মানুষ। সংসদ যখন আদানি ইস্যুতে উত্তাল, তখন কংগ্রেসের প্রতিবাদে পা মেলায়নি মমতার তৃণমূল ও সমাজবাদী পার্টি। আর সময় যত গড়াচ্ছে, ততই বাংলার মুখ্যমন্ত্রীর সমর্থনে বিরোধীরা এগিয়ে আসছেন।
সম্প্রতি হরিয়ানা ও মহারাষ্ট্রের নির্বাচনে ইন্ডিয়া জোটের খারাপ ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইঙ্গিত দিয়েছিলেন, সুযোগ পেলে তিনি ইন্ডিয়া ব্লকের দায়িত্ব নিতে প্রস্তুত। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জায়গা ছাড়তে নারাজ কংগ্রেস। বিজেপি বিরোধী জোটের মুখ মমতা হলে জাতীয় স্তরেও কোণঠাসা হয়ে পড়বে কংগ্রেস? সেই আশংকাই কি গ্রাস করেছে রাহুল গান্ধীদের? জল্পনা চলছে দেশ রাজনীতিতে।