Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : প্রয়োজনীয় সমস্ত অনুমতি থাকা সত্ত্বেও কেন কলকাতা পুরসভা ভেঙে দিচ্ছে তাদের রেস্তরাঁ (Rooftop Restaurant)? পুরসভার সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শহরের রুফটপ রেস্তরাঁর মালিকরা। মামলা দায়েরের অনুমতি বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চের।
বেআইনিভাবে ‘রুফটপ’ রেস্তোরাঁ চালানোর অভিযোগ মুখ্যমন্ত্রীর (Rooftop Restaurant)
গত সপ্তাহে বড়বাজারের এক হোটেলে অগ্নিকাণ্ডের প্রাণ হারিয়েছেন ১৪ জন। তারপরই নড়ে চড়ে বসেছে রাজ্য প্রশাসন ও কলকাতা পুরসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বড়বাজারের ঘটনাস্থল ঘুরে দেখে একাধিক হোটেলে সারপ্রাইজ ভিজিটে যান। হোটেলগুলির বেআইনি নির্মাণ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তিনি। অনুমতি না থাকা সত্ত্বেও বেআইনিভাবে একাধিক হোটেল সংস্থা বিল্ডিংয়ের ছাদে ‘রুফটপ’ হোটেল (Rooftop Restaurant) চালাচ্ছেন বলেও অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ ও দমকল আধিকারিকদের যথাযথ ব্যবস্থা দেওয়ার নির্দেশ দেন। কোনও হোটেল বা রেস্তরাঁর সিঁড়ি, ছাদের অংশ আটকে কোনও ব্যবসা করা যাবে না। তা খালি রাখতে হবে। আগুনের মতো বড় বিপদের হাত থেকে সুরক্ষার জন্যই এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : Tragic Bike Crash: উল্টোডাঙ্গা ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা, বাইক থেকে ছিটকে মৃত্যু ২ যুবকের
রুফটপ রেস্তরাঁ বন্ধের নির্দেশ কলকাতা পুরসভার (Rooftop Restaurant)
তারপরই শহরের সমস্ত রুফটপ রেস্তরাঁ (Rooftop Restaurant), বার, ক্যাফে বন্ধ করে দিতে তৎপর হয় কলকাতা পুরসভা। শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানের পর মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, শহরের সমস্ত ‘রুফটপ’ রেস্তরাঁ আপাতত বন্ধ রাখতে হবে। গত শনিবার ৮৩ টি রুফটপ রেস্তরাঁ বন্ধের নোটিস পাঠানো হয় পুরসভার পক্ষ থেকে। অন্যথায় সেসব ভেঙে ফেলা হবে বলেও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়। এর মাঝে অবশ্য দু-একটি রেস্তরাঁয় পুরসভার তরফে ভাঙাভাঙির কাজও শুরু হয়েছে।
আরও পড়ুন : Firing in Berhampore: মুখ্যমন্ত্রী আসার আগেই বহরমপুরে চলল গুলি! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র
হাইকোর্টের দ্বারস্থ রুফটপ রেস্তরাঁ মালিকরা
পুরসভার এই সিদ্ধান্তের বিরোধিতা করেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কয়েকটি রুফটপ রেস্তরাঁর মালিক। সোমবার তারা কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি চান। বিচারপতি গৌরাঙ্গ কান্ত মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। রেস্তরাঁ মালিকদের আবেদন, ছাদে রেস্তরাঁ চালানোর জন্য তাঁদের প্রয়োজনীয় সমস্ত অনুমতি নেওয়া রয়েছে। তা সত্ত্বেও কলকাতা পুরসভা শহরের সব রুফটপ রেস্তরাঁকে একসারিতে ফেলে ভেঙে দিচ্ছে। তা কেন হবে? এই প্রশ্ন তুলেই হাইকোর্টে মামলা দায়ের করল রেস্তরাঁ মালিক সংগঠন। রেস্তরাঁ মালিকদের দাবি, পুরসভার হঠাৎ এই সিদ্ধান্তে কর্মহীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে কর্মীদের মধ্যেও।