ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৪ এ জানুয়ারিতে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিউডের জনপ্রিয় জুটি শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya) এবং রুবেল দাস (Rubel Das)। রিসেপশন অনুষ্ঠান (Rubel-Shweta Marriage) হবে জানুয়ারির ২১ তারিখ। ভেন্যু সৃষ্টি গার্ডেন। প্রকাশ্যে চলে এলো বিয়ের কার্ড। কেমন দেখতে হয়েছে সেই কার্ড? বিয়ের কার্ডে সিঁদুর দানের ছবি। তবে কি বিয়ে হয়ে গিয়েছে? একবার এক সাক্ষাৎকারে শ্বেতা বলেছিলেন, “ভাবিনি কোনও দিনও জীবনে কোনও রুবেল আসবে রাজপুত্র হয়ে”। যতদূর শোনা যাচ্ছে। শ্বেতা রুবেলের বিয়ে হবে বৈদিক মতে। কন্যাদান হবে না।
কেমন হল কার্ড (Rubel-Shweta Marriage)
মেরুন কালারের কার্ড (Rubel-Shweta Marriage)। সাধারণত বিয়ের কার্ড যেমন হয়, ঠিক তেমনই। তবে নতুনত্বের ছোঁয়া রয়েছে। কার্ডে ‘ বধূবরণ ‘ বড় বড় করে লেখা রয়েছে। বিয়ের কার্ডের আসল সিক্রেটটা কি জানেন? ইতিমধ্যেই যখন জল্পনা হচ্ছে ২০২৪ এর জানুয়ারিতে শ্বেতা রুবেলের বিয়ে হবে। ঠিক তার আগে এই কার্ডে চলে এল, এমন একটা ছবি। যেখানে রুবেল শ্বেতাকে সিঁদুর দান করছেন। দারুণ সুন্দর দেখতে।
কার্ডে দুজনের ছবি (Rubel-Shweta Marriage)
কার্ডে রয়েছে দুই দিকে কলাগাছ, গাছকৌটো, দেবী ঘট, ডাব, সিঁদুরের ছবি। কার্ডের একটি অংশে রয়েছে শ্বেতা রুবেলের ছবি (Rubel-Shweta Marriage)। যেখানে রুবেল শ্বেতাকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। তার উপর লেখা ‘শুভ পরিণয়’। দুজনের নামের মাঝে রয়েছে স্বস্তিক চিহ্ন। ঠিক তাদের ছবির উপরে আরেকটি সিঁদুর দানের ছবি রয়েছে। যদিও সেটা কার্টুন চিত্র। বিয়ের কার্ডের ছবিতে শ্বেতার সাজে পুরো সাবেকিয়ানার ছোঁয়া। মাথায় লাল ওড়না। নাকে বড় নথ। কপালে কলকা। কপাল ভর্তি সিঁদুর। সেই সিঁদুর আবার গিয়ে পড়েছে নাকে। অপরদিকে, অন্যদিকে মুখ করে রয়েছেন রুবেল। একটু লাজুক আর হাসিমুখে। এই সুন্দর কার্ডটি বানিয়েছে পরিণয় নামক এক সংস্থা।
আরও পড়ুন: Sourav-Sabyasachi: হাতে কাজ নেই? সৌরভ-সব্যসাচী মন দিচ্ছেন রেস্তোরাঁ ব্যবসায়!
কবে আলাপ?
প্রসঙ্গত ২০২০ সালে ‘যমুনা ঢাকি’র সেটে একে অপরের আলাপ। যদিও বহুদিন ধরেই নাচের সূত্রে দুজনের মধ্যে পরিচিতি ছিল। তারপর ধারাবাহিকের অন স্ক্রিন প্রেম বাস্তবে রূপ নিল সম্পর্কে। ৫ বছরের মাথায় চার হাত এক হবে। প্রথম থেকেই এই জুটি নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক করেননি। বিয়ের দিনক্ষণ ফাঁস না করলেও, বিয়ের প্ল্যানিং নিয়ে কিন্তু অনুরাগীদের সঙ্গে নানান তথ্য ভাগ করে নিয়েছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য।
বিয়ের সাজ
বিয়ের দিন তিনি সাজবেন একেবারে সাবেকি ভাবে। চিরাচরিত লাল বেনারসিতে। তবে রিসেপশনের দিন লেহেঙ্গা পরবেন। এমনিতেই ধারাবাহিকে অভিনয়ের কারণে একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন। অর্থাৎ বলা হচ্ছে বিয়ের সাজের কথা। তাই নিজের বিয়েতে একটু নতুনত্বের ছোঁয়া রাখতে চান। রিসেপশনের বেশিরভাগের দায়িত্ব এখন রয়েছে রুবেলের কাঁধে। যেহেতু বৈদিক মতে বিয়ে হচ্ছে। তাই সেভাবে কন্যাদানের নিয়ম থাকছে না। সকলের আশীর্বাদ নিয়ে তারা নতুন জীবন শুরু করবেন।
আরও পড়ুন: Ambarish Bhattacharya: টলিউড ছেড়ে মুম্বাই পাড়ি! হিন্দি ধারাবাহিকে অভিনয় করবেন অম্বরীশ?
এখন কোন ধারাবাহিকে কাজ করছেন?
বর্তমানে রুবেল দাসকে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’তে (Neem Phooler Madhu)। সেখানে তিনি নায়ক সৃজনের চরিত্রে রয়েছেন। অপরদিকে শ্বেতা অভিনয় করছেন জি বাংলার আরেকটি জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bheseche) ধারাবাহিকে। সেখানে তাঁকে দেখা যাচ্ছে নায়িকা শ্যামলীর চরিত্রে।