ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: “পরখ করবেন আমাকে?” চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। তাও আবার ‘বিনোদিনী’র (Binodiini) টিজারে। দেবের পর তবে কি এবার বক্স অফিসে ঝড় তুলতে চলেছে রুক্মিণীর ছবি? কবে মুক্তি পেতে চলেছে বিনোদিনী? আর বেশি দেরি নেই। রুক্মিণী ভক্তদের জন্য রয়েছে একটা বড় সুখবর। বড়পর্দায় খুব শীঘ্রই বিনোদিনী মুক্তি পেতে চলেছে। তাও আবার নতুন বছরের মাঝে। আর মাত্র কয়েকটা সপ্তাহ বাকি।
মহালয়ার দিন প্রথম ঝলক (Rukmini Maitra)
চলতি বছরের মহালয়ার দিন প্রথম ঝলক শেয়ার করে রীতিমত চমকে দিয়েছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। তারপর কালীপুজোর দিন প্রকাশ পায় ‘বিনোদিনী-একটি নটির উপাখ্যান'(Binodiini – Ekti Natir Upakhyan ) এর টিজার। যেখানে স্পষ্ট যে, রুক্মিণী নিজেকে ভেঙেচুরে একেবারেই নতুন অবতারে বড় পর্দায় ধরা দিতে চলেছেন।
দারুণ স্টারকাস্ট (Rukmini Maitra)
ছবিটির পরিচালনায় রামকমল মুখোপাধ্যায়। এছাড়াও এই ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তাঁকে দেখা যাবে গিরিশ ঘোষের চরিত্রে। রঙ্গ বাবুর চরিত্রে রয়েছেন অভিনেতা রাহুল বসু। বিনোদিনীর (Rukmini Maitra) প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন, টলিউডের হ্যান্ডসাম নায়ক ওম সাহানি। সবমিলিয়ে দারুণ একটা স্টারকাস্ট।
আরও পড়ুন: Ritabhari Chakraborty: ঋতাভরীর প্রেমে সিলমোহর, প্রেমিক শাহরুখ ঘনিষ্ঠ!
ভাগ্যবান রুক্মিণী!
ছবিটিতে বিনোদিনী চরিত্র নিয়ে এর আগে রুক্মিণীকে বলতে শোনা গিয়েছিল, বিনোদিনী এমন একজন নারী, যার জন্য মেয়েরা থিয়েটার বা সিনেমায় আজকে কাজ করতে পারছেন। এরকম এক চরিত্রের অভিনয় করার সুযোগ পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। বাংলায় এই চরিত্রকে জাতীয় স্তরে তুলে ধরার জন্য ছবির টিমকে শুভেচ্ছাও জানিয়েছেন।
মনোগ্রাহী ছবি
ছবিটির কাজ চলছে বহুদিন ধরেই। প্রায় দু বছর আগে, এই ছবিতে রুক্মিণীর লুক প্রকাশ্যে এসেছিল। মোশন পোস্টারে তুলে ধরা হয়েছিল, শ্রীচৈতন্য লীলা নাটকের দৃশ্য। তারপর টিজার সামনে আসতেই, সবটাই পরিষ্কার হয়ে যায়। যেখানে বিনোদিনীকে বলতে শোনা যায়, ভুল করেও বিনোদিনী দাসীকে কিনতে আসবেন না। দরকারের টিকিট কেটে দেখতে আসুন। বিনোদিনী কালকের কথা ভেবে ভয় পায়। যদি তার আশপাশে ভিড় না থাকে। টিজারের এই কথাগুলোই বলে দিচ্ছিল, ছবিটি ঠিক কতটা মনোগ্রাহী হতে চলেছে।
আরও পড়ুন: Raha Kapoor: আলিয়ার মেয়ে রাহার উদার মন, ক্যামেরা দেখে ছুঁড়ে দিল ফ্লাইং কিস!
মুক্তি কবে?
ছবিটি মুক্তি পেতে চলেছে ২০২৫ এর ২৩ জানুয়ারি। নতুন বছরের প্রথম মাসেই বড় পর্দায় বিনোদিনীর ভূমিকায় দেখতে পাবেন রুক্মিণীকে। প্রসঙ্গত, সম্প্রতি এখন বক্স অফিসে তুলকালাম দেখাচ্ছে দেবের ‘খাদান’। অপরদিকে বক্স অফিসে ‘বহুরূপী’র রেশের ঘোড়া এখনও থামেনি। এই মুহূর্তে মাত্র এক মাসের ব্যবধানে রুক্মিণীর ছবি মুক্তি কিছুটা হলেও চ্যালেঞ্জের হতে পারে। এমনটাই মনে করছেন, বহু সিনে বিশেষজ্ঞ। আবার এটাও ঠিক। ‘বহুরূপী’র আবহে ‘খাদান’ মুক্তি পেয়ে বক্স অফিসে রীতিমত সাড়া ফেলে দিয়েছে। এই বিষয়টা একটা ভালো ছবির ক্ষেত্রে কোনও ম্যাটার করে না।