ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টেলিভিশন ও সিনেমার (TMCs 21 July) পরিচিত মুখ রূপাঞ্জনা মিত্র আবার ফিরলেন তাঁর পুরনো রাজনৈতিক ঠিকানায় তৃণমূল কংগ্রেসে। পাঁচ বছর আগে রাজনীতির মঞ্চে নতুনভাবে যাত্রা শুরু করেছিলেন বিজেপি-র হাত ধরে। ২০১৯ সালের সেই সিদ্ধান্তের পর, ২০২৫-এর শহিদ দিবসের মঞ্চেই আবার ‘ঘর ওয়াপসি’ করলেন রূপাঞ্জনা। আর ফেরার পর আবেগে ভাসলেন অভিনেত্রী, তাঁর কথায়, “মনে হচ্ছে যেন স্বর্গে রয়েছি। পাঁচ বছর পরে যেন আবার নিঃশ্বাস নিতে পারছি খোলা হাওয়ায়।”
কাজ থেকেও বঞ্চিত! (TMCs 21 July)
২০১৯ সালের লোকসভা ভোটের ঠিক পরে দিল্লির দিকে পাড়ি দিয়েছিলেন (TMCs 21 July) টলিউডের একাধিক তারকা। তৃণমূল থেকে সরে এসে বিজেপি-তে যোগ দিয়েছিলেন রূপাঞ্জনা, ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো অনেকে। সে সময় রূপাঞ্জনা অভিযোগ করেছিলেন, তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়ায় তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল, কাজ থেকেও বঞ্চিত করা হচ্ছিল। কিছু সময় বিজেপি-তে থাকলেও, শেষপর্যন্ত সেই দলে নিজেকে মানিয়ে নিতে পারেননি অভিনেত্রী। একাধিকবার প্রকাশ্যে জানিয়েছিলেন সেই অস্বস্তির কথা।
ডিসেম্বর মাসে তৃণমূলে ফেরার ইঙ্গিত (TMCs 21 July)
২০২৪ সালের ডিসেম্বর মাসে তৃণমূলে ফেরার ইঙ্গিত (TMCs 21 July) দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, বিজেপি তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলার চাপ দিচ্ছিল, যা তাঁর পক্ষে মানা সম্ভব হয়নি। রাজনীতির বাইরে থেকেও, নিজের বিশ্বাসে অটল থেকে শেষমেশ পুরনো দলেই ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
রূপাঞ্জনার মুখে একরাশ প্রশান্তি
এবার শহিদ দিবসের মঞ্চে এসে রূপাঞ্জনার মুখে একরাশ প্রশান্তি। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “দিদি নিজে ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন। আগে যেমন অভিনয়ের পাশাপাশি রাজনীতি করেছি, এখনো তা-ই করব।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর শ্রদ্ধা ও আস্থার কথাও জানান তিনি।
আরও পড়ুন: Weather Update: সপ্তাহজুড়ে ঝেঁপে আসবে বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস?
টলিপাড়ার সাম্প্রতিক নানা জটিলতা বিশেষত ফেডারেশন এবং পরিচালকদের মধ্যকার দ্বন্দ্ব নিয়েও সরব হন রূপাঞ্জনা। তাঁর মত, “যে কোনও সমস্যার সমাধান আলোচনা থেকেই হয়। আমি বিশ্বাস করি, এই সমস্যাও মিটে যাবে। আমরা যারা ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, সবারই উচিত একসঙ্গে কাজ করে পরিস্থিতি ঠিক করার চেষ্টা করা।”