Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রতিযোগিতামূলক গানের দুনিয়ায় আবারও ঝড় তুলতে আসছে জনপ্রিয় বাংলায় রিয়ালিটি শো সারেগামাপা (Rupankar Bagchi)। ইতিমধ্যে অনুষ্ঠানটির লঞ্চের দিন ঘোষণা করা হয়েছে। নিয়মিত এই রিয়ালিটি শোয়ের খবরে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। কবে থেকে শুরু হচ্ছে শোটি? কারা আছেন বিচারক আসনে ? সঞ্চালনার ভূমিকায় কাকে দেখা যাবে?

বিচারকের আসনে নতুন (Rupankar Bagchi)
জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় রিয়ালিটি শো সারেগামাপা আবারও ফিরছে নতুন মরশুমে। ৬ সেপ্টেম্বর এই শোয়ের নতুন সিজনের লঞ্চ হতে চলেছে। দর্শকদের জন্য রয়েছে নতুন নতুন চমক। এবারে বিচারকের আসনে দেখতে পাওয়া যাবে শিল্পী রূপঙ্কর বাগচীকে (Rupankar Bagchi)। বাংলার সংগীত জগতে এই গুণী শিল্পী এবার তরুণ প্রতিযোগীদের গানের মান, সুরবোধ এবং পরিবেশনার বিচার করবেন তাঁর অভিজ্ঞতা ও অন্তর থেকে।

অনন্য ধারা তৈরি হওয়া (Rupankar Bagchi)
রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) মূলত একাধারে রবীন্দ্র সংগীত, আধুনিক গান ও প্লেব্যাক সিঙ্গার হিসাবে সমান দক্ষ। শিল্পীর গাওয়া ‘এ তুমি কেমন তুমি ‘ গান ভীষণ জনপ্রিয় শ্রোতাদের মধ্যে। দীর্ঘদিন ধরেই বাংলার সংগীত প্রেমীদের কাছে তিনি এক জনপ্রিয় নাম। শিল্পীর কন্ঠের আবেগ ও গভীরতা মিলেমিশে এক অনন্য ধারা তৈরি করে।

নবরত্ন দিয়ে মোড়া (Rupankar Bagchi)
সারেগামাপা মঞ্চ এবার নবরত্ন দিয়ে মোড়া। অর্থাৎ নয়জন বিচারক নিয়ে হবে এই শো। যাঁরা তাঁদের মূল্যবান কথা ও ভুল সংশোধন করে দেবেন প্রতিযোগীদের। বিচারকদের মধ্যে রয়েছেন শান্তনু মৈত্র (Shantanu Moitra) , কৌশিকী চক্রবর্তী ( Kaushiki Chakraborty) , রূপম ইসলাম ( Rupam Islam) ,জিৎ গাঙ্গুলী ( Jeet Ganguly) ,শ্রীরাধা বন্দোপাধ্যায় (SREERADHA BANDYOPADHYAY) ,অন্তরা মিত্র (Antara Mitra) ,শুভমিতা ব্যানার্জি (Subhamita Banerjee) ,রূপঙ্কর বাগচী ( Rupankar Bagchi) ও রয়েছেন জোজো (Jojo)। আর সঞ্চালকের ভূমিকায় থাকবেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। এই রিয়ালিটি শো টি পরিচালনা করছেন অভিজিৎ সেন।

নতুন আকর্ষণ (Rupankar Bagchi)
রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) বিচারকের ভূমিকা বাংলা টেলিভিশনের দর্শকদের জন্য নিঃসন্দেহে একটি নতুন আকর্ষণ। তরুণ প্রতিভাদের অনুপ্রাণিত করার পাশাপাশি, তিনি তাঁদের শিল্পীসত্তাকে শাণিত করবেন বলে আশা করা যাচ্ছে। মাটির কাছাকাছি সরল ভাবনা ও নিখুঁত সুরবোধের জন্য শ্রোতাদের কাছে রূপঙ্কর বাগচী প্রিয় গায়ক। এবার রিয়েলিটি শোয়ের বিচারক হিসাবে তিনি দর্শক মনে কতটা দাগ কাটবেন, তা দেখার অপেক্ষা।
আরও পড়ুন: Sabitri Chatterjee: বেশি বয়সে সাজগোজ! কটাক্ষের মোক্ষম জবাব দিলেন সাবিত্রী
প্রসঙ্গত ,বাংলা গানের জনপ্রিয় কন্ঠশিল্পী রূপঙ্কর বাগচী তাঁর সংগীত জীবনে একাধিক অ্যালবাম উপহার দিয়েছেন। ‘ভোকাট্টা ‘, ‘হাইওয়ে ‘,ও চাঁদ ‘,’তোমার টানে ‘, ‘শপিং মল ‘সহ আরও অনেকগুলি অ্যালবাম শ্রোতাদের মনে স্থায়ীভাবে ছাপ ফেলেছে। বিশেষ করে ‘এ তুমি কেমন তুমি ‘ গানটি তাঁর জীবনে মাইল ফলক বলা যেতে পারে। যদিও মাঝে বিতর্ক উঠেছিল এই শিল্পীকে নিয়ে। কিন্তু সঙ্গীতপ্রেমীদের কাছে তাঁর প্রতিভা ও কন্ঠের জাদু অনস্বীকার্য।