ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মাতৃত্বকালীন ফটোশুট করলেন টলিপাড়ার সুন্দরী অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় (Rupsa Chatterjee)। তবে এই ফটোশুট পর্বে শুধুমাত্র রূপসা একাই নয়, ধরা দিলেন তাঁর স্বামী সায়নদীপও। নতুন অতিথিকে স্বাগত জানাতে এই দম্পতি একদম প্রস্তুত। আর সেই খুশি উপচে পড়ছে তাঁদের চোখে মুখে। সব থেকে বেশি নজর কেড়েছে, আলো আঁধারিতে তোলা একটি ছবি। যেখানে রূপসা আর সায়নদীপ একে অপরের মুখের দিকে তাকিয়ে রয়েছেন। দু’জনের হাত রয়েছে বেবি বাম্পে। দুজনের মুখের হাসি বলে দিচ্ছে, তাদের সন্তানকে বরণ করে নিতে কতটা উদগ্রীব। আর মাত্র কয়েকটা দিনের পালা। এবার দুই থেকে তিন হবেন। বাড়বে পরিবারের সদস্য সংখ্যা।
ফটোশুটে রূপসার প্রাণবন্ত লুক (Rupsa Chatterjee)
একটি ফটোশুটে দেখা গেল, লাভ সাইন নিয়ে বসে রয়েছেন রূপসা (Rupsa Chatterjee)। তবে অধিকাংশ ফটোশুট করেছেন সাদা পোশাকে। আর একটি ফটোশুট রূপসা করেছেন কালো রঙের লং পোশাকে। প্রত্যেকটা ফটোতেই রূপসাকে প্রাণোচ্ছল লাগছিল। ভাবি মা বলে কথা। এখন থেকেই দায়িত্ব অনেক। মাতৃত্বকালীন অবস্থা যে কোনও মেয়ের কাছেই অত্যন্ত আনন্দের এবং গর্বের।
মা হওয়ার সংবাদে কটাক্ষ! (Rupsa Chatterjee)
প্রসঙ্গত, মা হওয়ার খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা সময় ট্রোল হতে হয়েছিল রূপসাকে (Rupsa Chatterjee)। অনেকেই বলেছিলেন, “বিয়ে করেই গর্ভবতী” । ২০২৪ এর ৩ অক্টোবর বিয়ে করেন রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপ সরকার। তারপর ১৪ই নভেম্বর এই দম্পতি সন্তান আসার ঘোষণা করেন। চারিদিক থেকে ধেয়ে আসে নানা কটাক্ষ। তার মাঝেও তাঁদের জুনিয়র আসার অপেক্ষায় দিন গুনছেন। ভালোবাসার রঙে সোশ্যাল মিডিয়ায় ভরিয়ে দিয়েছিলেন এই তারকা জুটি।
তবে নেট পাড়ায় কিছু নিন্দুকের আলটপকা মন্তব্য কিন্তু সহ্য করেননি। বরং পাল্টা জবাব দিয়েছিলেন রূপসা। আসলে ২০২৪ এর অক্টোবরে সামাজিক বিয়ে হলেও রূপসা আর সায়নদীপের আইনি বিয়ে হয়ে গিয়েছিল ২০২৩ সালের ১৪ই ফেব্রুয়ারি। অর্থাৎ আগামী ভেলেন্টাইনস ডে’র দিন তাঁদের আইনি বিয়ের দ্বিতীয় বর্ষপূর্তি। সেই সময় তাঁরা একে অপরকে গঙ্গাবক্ষে আংটিও পরিয়েছিলেন।
আরও পড়ুন: Rahul Banerjee: নিয়ম ভাঙলেন রাহুল, বুকে বয়ে বেড়াচ্ছেন লাল! দেখে কী বললেন সৃজিত?
সদস্যকে স্বাগত জানাতে উদগ্রীব
অক্টোবরে দেবীপক্ষে বিয়ে করাতেও নানান কটাক্ষ ধেয়ে এসেছিল নব দম্পতির দিকে। তখন রূপসা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তাঁরা বিয়ের দিন ঠিক করেছেন ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে। ট্রোলাররা কি বলল, নেটিজেনরা কিভাবে নিন্দা করল, সে সবদিকে রূপসা একেবারেই কান দেন না। আপাতত এই দম্পতি নতুন সদস্যকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
আরও পড়ুন: Arun Roy: অরুণ রায়ের শ্রাদ্ধানুষ্ঠানে দেব-রুক্মিণী, পরিবারের মতোই মানলেন নিয়ম
সন্তান হবে বেস্ট ফ্রেন্ড
এক সাক্ষাৎকারে রূপসাকে বলতে শোনা গিয়েছিল, ” আমি এটা ভেবে উত্তেজিত, একটা বন্ধু পেতে চলেছি। আমরা এত কম বয়সে বাবা-মা হচ্ছি। আমরা একসঙ্গেই বড় হব। আমার সঙ্গে আমার মায়ের বয়সের পার্থক্য খুব কম। সায়নদীপের সঙ্গেও ওর মা বাবার বয়সের সে রকম পার্থক্য নেই। আমি আর আমার মা যেমন বেস্ট ফ্রেন্ড, তেমন আমরাও আমাদের সন্তানের বেস্ট ফ্রেন্ড হব। একসঙ্গে বড় হব। আমরা একসঙ্গে গোটা দুনিয়াটা ঘুরে দেখব। অনেক কিছু করার প্ল্যান রয়েছে”। আপাতত রূপসাকে পর্দায় দেখা যাচ্ছে না। তিনি কাজ থেকে বিরতি নিয়েছেন। তবে সন্তান জন্মের পর অবশ্যই তিনি কাজে ফিরবেন।