ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শরীর একদমই ভালো নেই অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের (Saheb Chatterjee)। কড়া কড়া অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে। কিছুদিন আগে তো কোনও খাবারই খেতে পারছিলেন না। যখন দেখলেন, ওষুধ খেয়েও কমছে না, শুধু বমি হচ্ছে, তখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন। চিকিৎসক অভিনেতাকে হাসপাতালে ভর্তি হতে বলেন। কয়েকদিন ধরে জ্বরেও ভুগছেন অভিনেতা। ডেঙ্গুর পরীক্ষার রিপোর্ট করা হয়েছিল। কিন্তু সেই রিপোর্টে কিছু পাওয়া যায় নি।
কী হয়েছে তাঁর (Saheb Chatterjee)
ঠিক কী হয়েছে টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের? (Saheb Chatterjee) একদিকে ধুম জ্বর, অপরদিকে রক্তে সংক্রমণ। শরীর যেন সায় দিচ্ছিল না। বাতিল হয়েছে একাধিক অনুষ্ঠান। জন্মদিনটাও কাটাতে হচ্ছে হাসপাতালে। গত বুধবারই তাঁকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এখন কেমন আছেন অভিনেতা?
জন্মদিনটা ভালো কাটল না (Saheb Chatterjee)
২০২৪ এ সাহেব চট্টোপাধ্যায়ের (Saheb Chatterjee) জন্মদিনটা (Birthday ) একেবারেই ভালো কাটলো না। বাড়ি নয়, তাঁকে কাটাতে হল হাসপাতালে। শুক্রবার ছিল অভিনেতার জন্মদিন। কিন্তু এই বিশেষ দিনে তিনি মায়ের কাছে থাকতেই পারলেন না। মাকে ছেড়ে তাঁকে এখন শুয়ে থাকতে হচ্ছে হাসপাতালের বিছানায়। এই অনুভূতি তাঁর একদমই ভালো লাগছে না। প্রত্যেক বছর তিনি নিয়ম করে জন্মদিনটা মায়ের সঙ্গে কাটানোর চেষ্টা করেন। কিন্তু এই বছরটা যেন একটু ব্যতিক্রম হয়ে গেল।
আরও পড়ুন: Suhana Khan: লুকিয়ে প্রেম করছেন শাহরুখ কন্যা সুহানা, সত্যি ফাঁস!
চিন্তায় সাহেবের অনুরাগীরা
বছরটা যেন ভালো যাচ্ছে না। ২০২৪ সালেই অভিনেতা তাঁর দুই দিদিকে হারিয়েছেন। মন তো এমনিতেই খারাপ ছিল। তার উপর অভিনেতার শরীর খারাপ। ভীষণ চিন্তায় সাহেবের অনুরাগীরা। অনেকেই সাহেবকে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। অনুরাগীরা কামনা করেছেন, অভিনেতা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
জীবনে যা হয়, ভালোর জন্যই হয় আর যদি অভিনয়ের ক্ষেত্রের কথা বলেন। কিছু দিন আগে অভিনেতা ভীষণ ব্যস্ত ছিলেন। সম্প্রতি হিন্দি ছবি ‘আপ জ্যায়সা কই’ এর শুটিং শেষ করেছেন। এই ছবিতে সাহেবের সঙ্গে একই ফ্রেমে দেখতে পাবেন বলিউডের আর মাধবনকে। তবে অনুরাগীদের দুশ্চিন্তার কারণ নেই। অভিনেতা এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। সাম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, জীবনে যা হয়, ভালোর জন্যই হয়। যদি শুটিংয়ের সময় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হত, তখন তিনি কি করতেন? তিনি আশা করছেন, নতুন বছরের আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন।
আরও পড়ুন: Mittir Bari: ‘মিত্তির বাড়ি’তে মহাবিবাহ, জোনাকিকে বিয়ে করবে ধ্রুব!
ক্ষমা চাইলেন সাহেব
সাহেব হাসপাতাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। যেখানে দুটি কারণে ক্ষমা চেয়ে নিয়েছেন। প্রথমত, অনুষ্ঠান বাতিলের জন্য আয়োজকদের কাছে ক্ষমা চান। দ্বিতীয়ত, তিনি অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছেন। পোস্টে লিখেছেন, শারীরিক অসুস্থতার কারণে ২৬ এবং ২৮শে ডিসেম্বর দুটি অনুষ্ঠান বাতিল হয়েছে। তিনি আশা করছেন, আয়োজকরা তাঁর পরিস্থিতি বুঝবেন। আর ২৭শে ডিসেম্বর তাঁর জন্মদিনে অনুরাগীরা শুভেচ্ছা জানালেও, তিনি উত্তর দিতে পারলেন না। তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। এই প্রথম জন্মদিনে তিনি মা, স্ত্রী, সন্তানদের থেকে আলাদা রয়েছেন। সাহেবের কথায়, এমন মানুষদের কাছে পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন।