ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কয়েক মাস আগেই সইফ আলি খানের (Saif Ali Khan) উপর হয়েছে প্রাণঘাতী হামলা (Saif-Kareena)। তাই কি এবারে নিরাপদ আশ্রয় খুঁজছেন সইফ এবং করিনা (Kareena Kapoor Khan) ? কেনই বা দেশ ছেড়ে চলে যাচ্ছেন মধ্যপ্রাচ্যে? শোনা যাচ্ছে, সেখানেই নাকি সংসার করবেন তাঁরা! মুম্বাই ছাড়ার কারণটা কী?
বিপুল অঙ্কের বিনিয়োগ (Saif-Kareena)
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে (Qatar) ইতিমধ্যেই নতুন বাড়ি কিনে ফেলেছেন সইফ আলি খান (Saif-Kareena)। বলা যেতে পারে, এখন এটা সইফের নতুন ঠিকানা। শোনা যাচ্ছে, তাঁর নতুন বিলাসবহুল বাড়িটি রয়েছে একটি দ্বীপের মধ্যে। এই বাড়ির পিছনে বিপুল অঙ্কের বিনিয়োগ করেছেন সইফ।
নিরাপদ আশ্রয়ের খোঁজ! (Saif-Kareena)
এক সাক্ষাৎকারে অভিনেতাকে বলতে শোনা যায়, যখন তিনি দ্বিতীয় বাড়ি বা ছুটি কাটানোর জন্য কোনও জায়গার কথা ভাবেন, তখন তাঁর মাথার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ঘুরতে থাকে। তার মধ্যে অন্যতম হল, বাড়িটি হতে হবে শান্তিপূর্ণ, বিলাসবহুল এবং নিরাপদ (Saif-Kareena)। অথচ সেই স্থান ভারত থেকে খুব বেশি দূরেও হবে না। বাড়ি কেনার আগে সইফ নিজে জায়গাটি দেখতে গিয়েছিলেন। তখনই মনে করেছিলেন, দ্বীপের মধ্যে যদি আরেকটা ছোট্ট দ্বীপ হয় তাহলে ব্যাপারটা মন্দ নয়। নিজের পছন্দের স্বপ্নের বিলাসবহুল বাড়ি তৈরির জন্য কাতারের ওই স্থানকেই অন্যতম জায়গা বলে মনে করেন সইফ।
আরও পড়ুন: Karisma Kapoor: যেন মাটির মানুষ! কলকাতা এসে এ কী করলেন করিশ্মা কাপুর?
ঠিকানা বদলের কারণ
সম্প্রতি সইফ আলি খানের নতুন বাড়ি কেনার ঘটনা চাউর হতেই, বলিপাড়ার অনেকেই বলছেন, তাহলে কি মুম্বাইয়ে নিরাপত্তা জনিত অভাবে ভুগছেন সইফ? যার কারণে নতুন ঠিকানায় কিনলেন বাড়ি! কয়েক মাস আগেই, মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সইফ আলি খানের বাড়িতে দুষ্কৃতি প্রবেশ করে। হামলাও হয়। দুষ্কৃতি সইফের ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এমনকি ওই সময় নিরাপত্তাহীনতার মুখে পড়তে হয় সইফ-করিনার ছেলেদের। নিরাপত্তার খাতিরে তখনই কিন্তু করিনা কাপুর বাড়ি বদলের কথা ভেবেছিলেন।
কাপুর পরিবারে ভাঙন!
সইফ হাসপাতাল থেকে ছাড়া পেলে, নিজের বাড়িতেই ফেরেন। তবে আবাসনের নিরাপত্তা আরও কড়া হয়। ক্যামেরা থেকে আড়ালেই রেখেছেন দুই ছেলেকে। এবার শোনা যাচ্ছে, তাঁরা নতুন বাড়ি কিনে ফেলেছেন কাতারের রাজধানী দোহায়। হয়ত সেখানেই বসবাস করবেন। তবে সইফ এবং করিনা দুজনের পুরো কর্মজগৎ ভারতে। সেক্ষেত্রে কাতারে থেকে কাজ করা কতটা সাবলীল হবে সেটাও বড় প্রশ্ন। অনুরাগীদের মনে এখন ভিড় করেছে একাধিক সংশয়। সইফ-করিনা যদি কাতারে যান, তাহলে বলা যেতে পারে এটা কাপুর পরিবারের জন্য একটা বড় ভাঙন। ভবিষ্যতে কি হবে, তার উত্তর এখন সময়ের গর্ভে।