ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সলমন-হৃতিক একই পর্দায় (Salman-Hrithik)। একই পর্দায় টাইগার আর কৃশ। আজ্ঞে হ্যাঁ। সলমন খান (Salman Khan) আর হৃতিক রোশন (Hrithik Roshan) এবার হাত মেলাচ্ছেন। তাঁরা একসঙ্গে পর্দা ভাগ করে নেবেন। একই ফ্রেমে তাঁদেরকে দেখতে পাবেন। পর্দায় কীভাবে উষ্ণতা ছড়াতে চলেছেন বলিউডের এই দুই সুপারস্টার? অনেকেরই স্বপ্ন বলিউডে, হৃতিক রোশন আর সলমন খান একসাথে কাজ করবেন। তাছাড়া দুজনের জনপ্রিয়তাও কম নয়।
পরিচালনায় আলী আব্বাস জাফর (Salman-Hrithik)
তিন খানকে একসাথে পর্দায় দেখতে আগ্রহী তিনখানের অনুরাগীরা। যখন তিন খানকে একসঙ্গে পর্দায় দেখা যাবে, কি যাবে না, এই নিয়ে জল্পনা তুঙ্গে। খবরটা হট টপিকে রয়েছে। তখনই সামনে এল, আরেকটা বড় খবর। একই পর্দায় দেখা যাবে সলমন আর হৃতিককে (Salman-Hrithik)। যদিও এটা কোনও সিনেমা নয় অর্থাৎ বড় পর্দা নয়। এক সংস্থার বড় বাজেটের বিজ্ঞাপনী ছবিতে তাঁদেরকে দেখতে পেতে চলেছেন। পরিচালনায় আলী আব্বাস জাফর। বেশ নামডাক রয়েছে তাঁর। তাঁর পরিচালিত একাধিক ব্লকবাস্টার ছবির তালিকায় রয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’, ‘সুলতান’ ইত্যাদি।
বিগ বাজেটে বিজ্ঞাপনী ছবি (Salman-Hrithik)
বিজ্ঞাপনী ছবি তো কি হয়েছে? দু’হাতে টাকা ঢালছে ওই সংস্থা। কোনও কার্পণ্য রাখছে না। ছবির প্রতিটি মুহূর্তে অ্যাকশনের ছোঁয়া (Salman-Hrithik)। আর সেই জন্যই হয়ত, দেখে দেখে সলমন এবং হৃতিককে বাছা হল। শারীরিক সৌষ্ঠবে দু’জনেই সুপারহিট, একে অপরকে টেক্কা দিতে পারে। পরিচালক আলী আব্বাস জাফরের পরিচালনায় এই প্রথম হৃতিক কাজ করতে চলেছেন। সলমন খানের সঙ্গে পরিচালক আগে কাজ করেছেন ঠিকই। কিন্তু বহুদিন পর আবার একসঙ্গে জুটি বাঁধবেন।
আরও পড়ুন: Santan: বাস্তবের গল্প ‘সন্তান’, বক্স অফিসে গর্জন করছে! বললেন মিঠুন
মুম্বাইতে শুটিং
এখনও শুটিং শুরু হয়নি। বলিপাড়ার ফিসফাস বলছে, খুব দ্রুত শুটিং শুরু হতে চলেছে। নির্ধারণ করা হয়েছে মুম্বাইয়ের বেশ কিছু স্থান। এছাড়াও কিছু কিছু শুটিং হতে পারে ভিএফএক্স এর মাধ্যমে। সেক্ষেত্রে বিদেশের দৃশ্যগুলো এভাবে যুক্ত করা হবে। আপাতত যারা টাইগার আর কৃশকে একই পর্দায় দেখার স্বপ্ন দেখছিল, সেই সমস্ত অনুরাগীদের জন্য এটা একটা বড় খবর। ২০২৫ এর শেষে সেই স্বপ্ন সত্যি হওয়ার ইঙ্গিত মিলল। বিজ্ঞাপনী ছবিটির কাজ কবে শেষ হবে, কিংবা কবে সামনে আসতে চলেছে, এ বিষয়ে কিছু জানা যায়নি।
আরও পড়ুন: Dipanwita Rakshit: ওয়েব সিরিজে দিপান্বীতা, ক্লিকে আসছে মরীচিকার রহস্য!
টেক্কা দেবে বলিউড ছবিকেও
এই মুহূর্তে হৃতিক রোশনের হাতে কাজের খুব একটা চাপ নেই। অপরদিকে সলমন খান ভীষণ ব্যস্ত। পুরোদমে চলছে সিকান্দর ছবির শুটিং। এসবের মাঝেই এই নতুন ঘোষণা। নতুন বছরের জন্য বলিউডে একটা বড় চমক বলতে পারেন। বলিউডের এই দুই হ্যান্ডসাম নায়ককে এবার দেখতে চলেছেন এক ফ্রেমে। শোনা যাচ্ছে, এই বিজ্ঞাপনের বাজেট এতটাই বেশি যে, টেক্কা দিতে পারে যে কোনও বলিউড ফিল্মকে।