ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সলমন খানের (Salman Khan) বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। বলিউডের (Bollywood) ভাইজান বলে কথা। আর তিনি নাকি শুটিংয়ের সময় কোনও নিয়মই মানেন না! পরিচালকদের (Director) কথা শোনেন না। শুধু তাই নয়, বাকিরা কে কি করছেন সে সব ভেবেও দেখেন না । চলেন নিজের মর্জিতে। একগুচ্ছ অভিযোগের বিরুদ্ধে এবার মুখ খুললেন সলমন। যা বললেন, শুনে রীতিমত হতবাক অনুরাগীরা।
সেটে সলমনের দাদাগিরি! (Salman Khan)
সেটে নাকি দাদাগিরি করেন সলমন (Salman Khan)! সম্প্রতি সিকন্দর (Sikandar) ছবি নিয়ে চলছে জোর চর্চা। এই ছবির শুটিংয়ের সময়ও নাকি সলমন তাঁর মর্জি মতো চলেছেন। ছবি মুক্তির আগেই নানান অভিযোগে বিদ্ধ হলেন তিনি। এ বিষয়ে বলি অভিনেতা বলেন, “যদি অনিয়ম করতাম, তাহলে আমার ঝুলিতে ১০০ টার বেশি ছবি থাকত না। প্রত্যেক অভিনেতার নিজস্ব একটা নিয়ম আছে। সেই নিয়ম আমারও রয়েছে।”
কেন দেরি করেন সলমন? (Salman Khan)
বলিউড ভাইজানের (Salman Khan) বক্তব্য, “অনেকেই আছেন, যারা সকাল ছটা থেকে শুটিং করতে পারেন। কিন্তু আমি ১১টা- ১২টা থেকে শুটিং শুরু করি। কারণ ঘুম ভাঙার পর অনেক কাজ করতে হয়। শরীর চর্চায় বেশ অনেকটা সময় ব্যয় করি। এছাড়াও তালিকায় থাকে প্রয়োজনীয় নথিতে সই করা থেকে শুরু করে প্রচুর ফোন ধরা। তারপর নিজের জন্য সামান্য সময় বার করে এক কাপ কফি নিয়ে বসি। নিজের দৃশ্যগুলো একবার ঝালিয়ে নিই। তারপর সেটে যাই।”
আরও পড়ুন: Tamannaah-Vijay: প্রেম আইসক্রিমের মতো! তামান্নাকে ভুলে কাকে মন দিলেন বিজয়?
ভাইজানের আফসোস
সলমনের গলায় আফসোসের সুর। আক্ষেপ করে বলেন, অনেকেই আছেন যারা বুঝতে চায় না, কেন সেটে তিনি দেরি করে যান। কিন্তু তিনি দেরি করে এসেছেন, সেটা সবার চোখে পড়ে। অথচ অভিনেতার দাবি, তিনি সেটে গিয়ে চেয়ারে বসার পর্যন্ত সময় পান না। যেখানে কাজ করেন সেখানেই একটা তাঁবু খাটিয়ে দেওয়া হয়। তাছাড়া ভাইজানের নামে যে এত বদনাম, সেটা তিনি নিজেই জানেন না। এক্ষেত্রে অভিনেতার বক্তব্য, এসবের জন্য তাঁকে কিছু করতে হয় না। কিছু ব্যক্তি নিজে থেকে দায়িত্ব নিয়ে এই ধরনের গুজব ছড়িয়ে দেয়। আর কিছু মানুষ সেসব বিশ্বাস করে।
আরও পড়ুন: Anupam Roy Birthday: বিবাহবার্ষিকীর মাসেই জন্মদিন, ছোটবেলার কোন জিনিস হারিয়ে ফেললেন অনুপম?
রশ্মিকা মন্দানার বক্তব্য
এছাড়াও সম্প্রতি অভিনেতাকে বলতে দেখা গিয়েছে, তাঁর শরীরের অধিকাংশ হাড় দু-তিনবার করে ভেঙে গিয়েছে। একাধিক দৃশ্যে তিনি চোট পেয়েছেন। এমনকি সিকন্দরের শুটিংয়ের সময় পাঁজরে চোট পেয়েছিলেন। কিন্তু কাজ থামিয়ে রাখেননি। অভিনেতার এ ধরনের কথাকে সমর্থন করেছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) । যখন অভিনেত্রী অসুস্থ ছিলেন, তখন তাঁর খেয়াল রেখেছিলেন সলমন।