ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিতর্ককে দূরে সরিয়ে আবারও মন্দিরে গেলেন সারা আলি খান (Sara Ali Khan)। ভক্তি ভরে দিলেন পুজো। কামাখ্যায় (Kamakhya) ধ্যানমগ্ন সারাকে দেখে প্রশংসায় ভাসছে নেট দুনিয়া। ইতিমধ্যেই অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় মন্দির দর্শনের সেই ছবি শেয়ার করেছেন। অভিনেত্রীর সাথে দেখা গিয়েছে এক রহস্যময় পুরুষকে।
তীর্থ যাত্রায় সারা (Sara Ali Khan)
বাবা সইফ আলি খানের (Saif Ali Khan) মতো জনপ্রিয় না হলেও, ইতিমধ্যেই বলিউডে নিজের একটা পোক্ত জমি করে ফেলেছেন অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)। মাঝেমধ্যেই তিনি তীর্থ যাত্রায় বেরিয়ে পড়েন। এবার তিনি গেলেন কামাখ্যায়। গুয়াহাটির কামাখ্যা মন্দির থেকে শেয়ার করলেন কিছু ছবি। কখনও তাঁকে দেখা গেল ব্রহ্মপুত্র নদীতে ক্রুজে ভ্রমণ করতে। আবার কখনও দেখা গেল মন্দির প্রাঙ্গনে।
ধ্যানমগ্ন অভিনেত্রী (Sara Ali Khan)
সব থেকে যে ছবিটি ভীষণ ভাবে ভাইরাল হয়েছে, সেটি হল তাঁর ধ্যানমগ্ন ছবি। কামাখ্যায় গিয়ে অভিনেত্রী (Sara Ali Khan) পুজো দিয়েছেন। পাশাপাশি সেই স্থান ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতেও ভোলেননি। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ভালোই অ্যাক্টিভ। মাঝেমধ্যেই তাঁকে নানান ধরনের পোস্ট শেয়ার করতে দেখা যায়। শুধু তাই নয়, নিজের ছোট বড় নানান কাজের আপডেটও দিয়ে থাকেন।
ঈশ্বরে বিশ্বাসী
এর আগেও বেশ কিছু সোমবার তাঁকে দেখা গিয়েছে শিব পুজো করতে। বরাবরই তিনি ঈশ্বরে বিশ্বাসী। সেই বিশ্বাসের টানে চলে যান বিভিন্ন মন্দিরে। বহুবার অভিনেত্রীকে কেদারনাথেও দেখা গিয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে কম বিতর্কের শিকার তিনি হননি। যদিও অভিনেত্রী তাঁর ধর্মীয় বিশ্বাসকে ব্যক্তিগত জায়গাতেই রেখেছেন। নবাব পরিবারের মেয়ে হয়েও নানান মন্দিরে তিনি ঘুরে বেড়ান। কটাক্ষের শিকার হতেই অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন, সব ধর্মকেই তিনি সমান ভাবে সম্মান করতে শিখেছেন।
আরও পড়ুন: Tumpa Ghosh: মানসিক ভাবে বিভ্রান্ত টুম্পা! ছোট পর্দা থেকে কোথায় হারিয়ে গেলেন?
নায়িকার ফ্রেমে রহস্যময় পুরুষ
২০২৫ এর শুরুতেই সারাকে দেখা গিয়েছিল ঝাড়খণ্ডের বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দিরে। তখন ছবি শেয়ার করে লিখেছিলেন, জয় বাবা বৈদ্যনাথ। আবার কখনও বা তাঁকে দেখা গিয়েছে বেনারস ঘাট থেকে শুরু করে বিভিন্ন মন্দির চত্বরে। তবে এবার নায়িকার ফ্রেমে বিশেষভাবে নজর কেড়েছেন এক রহস্যময় পুরুষ। যাকে কেন্দ্র করে নতুন প্রশ্ন জন্ম দিয়েছে।
আরও পড়ুন: Pori Moni: পরীমনির বাড়িতে পুলিশ! অভিনেত্রী বললেন “আমার শাস্তি পাওয়া উচিত”?
প্রেমে পড়েছেন সারা!
অনেকেই বলছেন নতুন করে প্রেমে পড়েছেন অভিনেত্রী। সারার পরনে ছিল সাদা সিফনের সালোয়ার। পুরো কপাল জুড়ে ছিল সিঁদুর। কামাখ্যায় পুজো দেওয়ার পর সিঁদুরে মাখা মূর্তিতে কাঁচা পয়সা দেওয়ার একটা নিয়ম রয়েছে। সেখানেই সারার পাশে দেখা গিয়েছে এক পুরুষকে। যার গলায় ছিল পুজোর লাল উত্তরীয়। তিনিও অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে আশীর্বাদ নেন। সেই ছবি অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন। ওই যুবকের পরিচয় জানতে আগ্রহী অনুরাগীরা। যদিও ছবিতে ওই যুবকের মুখ দেখা যায়নি।