ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিজেপির সদস্য সংগ্রহের টার্গেট পূরণ করতে পারছে না বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি। চরম অস্বস্তিতে জেলা নেতৃত্ব। ফেসবুক লাইভে বিজেপি জেলা নেতৃত্বদের কড়া হুঁশিয়ারি সাংসদ সৌমিত্র খাঁয়ের (Saumitra Khan)। ঘটনায় বিজেপিকে খোঁচা শাসকদলের।
অধরা এক লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্য (Saumitra Khan)
কেন্দ্র বিজেপির পক্ষ থেকে সদস্য সংগ্রহ অভিযান চলছে দেশ জুড়ে। বিজেপি সূত্রে খবর বিষ্ণুপুর সাংগঠনিক জেলাতেও নভেম্বর মাস পর্যন্ত এক লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল রাজ্য বিজেপি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি তা পূরণ করতে পারেনি। পুনরায় তাদের ডিসেম্বর মাসের মধ্যে এক লক্ষ সদস্য সংগ্রহের কথা বলা হয়েছে। সেখানে দাঁড়িয়ে বিজেপির দেওয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় ৫৬ হাজার সদস্য সংগ্রহ করা হয়েছে। স্বাভাবিকভাবেই লক্ষ্যমাত্রা পূরণ না করতে পারায় বিজেপি জেলা নেতৃত্ব চরম অস্বস্তিতে পড়েছে (Saumitra Khan)।
সৌমিত্র খাঁয়ের হুঁশিয়ারি (Saumitra Khan)
এই অবস্থায় সামাজিক মাধ্যমে মন্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃত্বদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)।ফেসবুক লাইভে তিনি বলেন “যারা বুথের দায়িত্বে আছেন, যারা মন্ডলের দায়িত্বে আছেন তারা নিজের নিজের একাউন্টে ৫০ টা করে মেম্বারশিপ করুন। সেটা না হলে পরবর্তীকালে কেউ বলবেন না আমি কেন জায়গা পেলাম না।” সাংসদের এই হুঁশিয়ারিতেই পরিষ্কার যে সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় চরম অস্বস্তিতে রয়েছে জেলা বিজেপি নেতৃত্বরা।
আরও পড়ুন: West Bengal News: সুরাপানের টাকা না দেওয়ায় তৃণমূল কর্মীকে বেধড়ক মার, কাঠগড়ায় বিজেপি
‘বিজেপি পিছিয়ে নেই’: সৌমিত্র খাঁ
এই ঘটনার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ সৌমিত্র খাঁ বলেন, ”বিজেপি পিছিয়ে নেই, গত বছর আমাদের ২০০০০ সদস্য ছিল, সেখানে দাঁড়িয়ে এখন ৫৬০০০ সদস্য হয়েছে। কেন্দ্রীয় বিজেপি আমাদের যে টার্গেট দিয়েছে সেখান থেকে পিছিয়ে থাকলেও আমাদের জেলায় এগিয়ে আছি। ”

জেলা বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস জানিয়েছেন, ”সারা রাজ্য জুড়ে থ্রেড কালচারের আবহাওয়া চলছে, সেখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ বিজেপি করতে পারছে না।” সাংসদের ফেসবুক লাইভ প্রসঙ্গে দেবপ্রিয় বিশ্বাস বলেন, ”সৌমিত্র খাঁ এমপি দলের একজন অভিভাবক ,দলের কর্মীদের শাসন করতেই পারেন।”
আরও পড়ুন: TMC News: দমকল মন্ত্রীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, পোস্টারে ছয়লাপ বসিরহাট
বিজেপিকে খোঁচা শাসকদলের
বিজেপির এই ডামাডোল পরিস্থিতিতে তাদের খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি বলেন, ”৫৬ হাজার সদস্যও সংগ্রহ হয়নি। বিজেপির কয়েকজন লোকজন আছে তারা তাদের ছেলে বউকেও মেম্বার করতে পারছে না। পরিবারের লোকও রাজি হচ্ছে না সদস্য হতে। তাই মিসড কল মেরে ধাপ্পাবাজি চলছে। তৃণমূলের উন্নয়নে সবাই বিশ্বাসী, বিজেপির সদস্য পাওয়ার সমস্যা হবে।” রাজ্য জুড়ে থ্রেট কালচার প্রসঙ্গে তিনি বলেন – ”তৃণমূলের এমন দুর্দিন আসেনি মানুষকে ভয় দেখাতে হবে।”
সৌমিত্র খাঁ বিজেপি সাংসদ, শীর্ষ নেতাদের মধ্যে অন্যতম। দলের দুর্বলতার কথা কি ভাবে তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন ? তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।