ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মধ্যরাতেই জন্মদিনের (Shah Rukh Khan Birthday) গ্র্যান্ড সেলিব্রেশন (grand celebration)। তাও আবার ভক্তদের সঙ্গে। বলিউডের (Bollywood ) কিং খান (King Khan) বলে কথা। তাঁর জন্মদিন সেলিব্রেশন একটু আলাদা হবে, সেটাই তো স্বাভাবিক। মধ্যরাতেই মাতোয়ারা হল মন্নত। ৫৯ বছরে পা রাখলেন বলিউডের কিং খান শাহরুখ খান (Shah Rukh Khan)। একদিকে যখন গোটা দেশ জুড়ে দিওয়ালি উদযাপনের (Diwali celebration) রেশ হয়েছে। তার মাঝে হঠাৎ করে অভিনেতার মুম্বইয়ের (Mumbai ) বাড়ির সামনে জনজোয়ার।
বাদশাকে দেখার ইচ্ছা (Shah Rukh Khan Birthday)
শুধুমাত্র শাহরুখকে দেখার জন্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তাঁর বাড়ির সময়ে। অভিনেতা তাঁর ভক্তদের নিরাশ করলেন না। ভক্তদের হৃদয় জয় করে নিলেন। এত বছর ধরে তিনি তাই করেছেন। বলিউডের অপ্রতিরোধ্য বাদশা। মধ্যরাতেই অনুগামীদের আবদার মেটালের (Shah Rukh Khan Birthday)। মন্নতের কালো জালে ঘেরা ছাদে কিং খানকে দেখা গেল। পরনে মিলিটারি ছাপ প্যান্ট। চোখে রোদ চশমা। কালো টি শার্ট, আর মাথায় টুপি।
সিনিয়র সিটিজেন (Shah Rukh Khan Birthday)
সিনিয়র সিটিজেন (Shah Rukh Khan Birthday)
সিনিয়র সিটিজেন হতে আর বেশি দেরি নেই (Shah Rukh Khan Birthday)। মাত্র এক ধাপ দূরে রয়েছেন। কিন্তু তাঁর শরীরী ভাষা আজও একই রকম। মন্নতের ছাদে দাঁড়িয়ে অনুগামীদের উদ্দেশ্যে ছুঁড়ে দিলেন চুমু। হাত নাড়লেন। বোঝালেন, তিনি অনুগামীদের পাশেই রয়েছেন। অপরদিকে আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়ল কিং খানের অনুগামীরা। একের পর এক মোবাইলের আলোর ঝলকে এক অন্যরকম জন্মদিন সেলিব্রেশন।
আরও পড়ুন: Bonny-Sourav New Film: চরম শত্রুতা! বড় পর্দায় ‘ঝড়’ তুলতে আসছে বনি-সৌরভ
গৌরি খানের পার্টি (Shah Rukh Khan Birthday)
অপরদিকে গৌরি খানও (Gauri Khan) শাহরুখের জন্মদিন উপলক্ষে একটা গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন। মন্নতে সেই পার্টি উপলক্ষে হাজির হবেন প্রায় আড়াইশো হাই প্রোফাইল গেস্ট। প্রতিবছরই শাহরুখের জন্মদিনটা ভীষণ স্পেশাল ভাবে পালন করা হয়। এবছরও তার ব্যতিক্রম হল না।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
বাদশা আসলে ইমেজ
আসলে তিনি একটা ইমেজ (image)। যে ইমেজের কোনদিনও বয়স বদলায় না। তিনি রাজার মতো রাজাই (king) থেকে যাবেন। শাহরুখ খান তো শাহরুখ খানই। নায়কের শরীরের বয়স কোনওদিন বাড়ে নাকি ? তাই তো তাঁকে ঘিরে উন্মাদনার কম নেই।
আরও পড়ুন: Santan vs Khadaan: বড়দিনে টক্কর দেবে দেব-শুভশ্রী! আসছে রাজের ‘সন্তান’
বয়স শুধু সংখ্যা (Shah Rukh Khan Birthday)
বয়স তো তাঁর কাছে কেবল একটা সংখ্যা মাত্র। আজও তরুণদের মতোই দেখায়। মুখে টোল পড়া সেই এভারগ্রিন হাসি। দু’হাত বাড়িয়ে সবাইকে যেন ভালোবাসায় বুকে টেনে নিতে চান। আর এভাবেই বিগত তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজ করছেন। তাঁর রোমান্সের জাদুতে, মুগ্ধ আট থেকে আশি সকলে। আর সেই কিং খানের জন্মদিন বলে কথা। ২ নভেম্বর সত্যি দিনটা ভীষণ স্পেশাল।
ব্যস্ততার মাঝেও ভক্তদের জন্য সময়
হাজারও ব্যস্ততা আর সেলিব্রেশনের মাঝেও কিন্তু অভিনেতা ভক্তদের জন্য বিশেষ সময় বরাদ্দ রাখেন। আগাগোড়াই তিনি সেটা করে এসেছেন। আর আগামীতেও করবেন বলে আশা রাখেন ভক্তরা। নিজের বাড়ির যে জমকালো পার্টি সেখানে থাকবেন রণবীর সিং, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, রণবীর কাপুর, কাজল আর অজয় দেবগনের মত তারকারা। শুধু বলিউডের তারকারাই নয়, বরং বিদেশ থেকেও আসতে পারেন বিশেষ বিখ্যাত কিছু অতিথি।
পার্টির থিম
আর এই বিশেষ দিনের জন্য পার্টিতে (party) একটা থিম রয়েছে। পার্টি সাজানো হবে শাহরুখের ছবির নানান চরিত্র অনুযায়ী। অতিথিরাও সাজবেন বিভিন্ন ছবির চরিত্রে। ডিনারের মেনু থেকে শুরু করে পার্টির যাবতীয় পরিকল্পনা সব নিজের হাতে করেছেন গৌরী খান। এছাড়াও পার্টিতে বিশেষ পারফরম্যান্স করবেন শাহরুখ কন্যা সুহানা (Suhana), আর ছেলে আরিয়ান (Aryan)।