ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘কিং’ (King) ছবি বলিউড (Bollywood ) সুপারস্টার শাহরুখের (Shah Rukh Khan) জীবনটাই বদলে দিতে চলেছে। বলিউডে কিং খানের জীবনের মোড় ঘুরিয়ে দেবে ‘কিং’। এমনটাই বলছে বলিউডের অন্দরের খবর। আর তাই কি ‘কিং’ ছবি নিয়ে এত লুকোছাপা? শাহরুখ নিজেও যে ‘কিং’ ছবি নিয়ে প্রস্তুতিতে বিন্দুমাত্র ফাঁক রাখছেন না, তা বলাই বাহুল্য। শুধু তাই নয়, এই ছবি ঘিরে একটা ধোঁয়াশা তৈরি করে রেখেছেন। যার জেরে উত্তরোত্তর বাড়ছে দর্শকের কৌতূহল।
শাহরুখের জীবনের সবথেকে বড় প্রজেক্ট (Shah Rukh Khan)
শাহরুখ খানের (Shah Rukh Khan) জীবনের সবথেকে বড় প্রজেক্ট হতে চলেছে ‘কিং’। সম্প্রতি এমন খবরে উত্তেজনা বেড়েছে ভক্তদের মধ্যে। বিশিষ্ট ফিল্ম সাংবাদিক সুমিত কাদেল (Sumit Kadel) সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটা পোস্ট (post) করেছেন। সেখানে এমনটাই দাবি করলেন তিনি। ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) বেশ অ্যাকশন সিকোয়েন্সের পরিকল্পনা করেছেন। খুব শীঘ্রই ছবিটির শুটিং শুরু হবে । গোটা পৃথিবী জুড়ে চলবে চিত্রগ্রহণ। তাই তো শাহরুখ ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বাদশাকে যে এবার রাজকীয় মেজাজে দেখা যাবে, তা বলাই বাহুল্য।। বলিউডের গুঞ্জন বলছে, শাহরুখকে কোন চরিত্রে দেখা যাবে, তা এখনও স্পষ্ট নয়। তবে এই চরিত্রটিকে বিশেষ ভাবে ডিজাইন করা হচ্ছে। আর বাকি খবর তোলা রয়েছে দর্শকদের জন্য। আপাতত ছবির শুটিং শুরু হলেই, নতুন তথ্য জানা যাবে।
পরবর্তী চমকের জন্য প্রস্তুতি (Shah Rukh Khan)
প্রসঙ্গত, ‘কিং’ ছবিতে শাহরুখের (Shah Rukh Khan) সঙ্গে দেখা যাবে সুহানা খানকেও। গত বছরে ‘কিং’ ছবি নিয়ে শাহরুখের একটা লুক ভীষণ ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছিল ভাঙা চোয়াল , এক মুখ সাদা দাড়ি। বলিউডকে চমকে দিয়ে রীতিমত তিন তিনটে ব্লকবাস্টার নিয়ে কামব্যাক করেছেন শাহরুখ। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’। এবার কিং হয়ে নিজেকে তিনি তৈরি করছেন, পরের চমকের জন্য।
আরও পড়ুন: Mimi Chakraborty: বোনের জন্য ‘ডাইনি’ হলেন মিমি! হাতে দা নিয়ে ধরলেন রণংদেহি মূর্তি
বিশেষ ভাবে সাজানো হচ্ছে শাহরুখের চরিত্র
এই সময়, শাহরুখ সংবাদমাধ্যম থেকে নিজেকে একটু আড়ালেই রাখছেন। কাঁধে এখন প্রচুর চাপ। এই প্রথম বার শাহরুখ-সুহানাকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। স্বাভাবিক ভাবেই এই ছবি নিয়ে অনুরাগীদের কৌতূহল যে তুঙ্গে থাকবে, তা বলাই বাহুল্য। শোনা যাচ্ছে ,স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশ্যে শাহরুখের চরিত্রটাকে বিশেষ ভাবে সাজানো হচ্ছে। যেখানে বাদশা কন্যাকে দেখা যাবে গোয়েন্দার ভূমিকায়। আর কিং খানকে দেখা যাবে হ্যান্ডলার এর চরিত্রে।
আরও পড়ুন: Atif Aslam: পাকিস্তানে দুরবস্থা, নেই কনসার্ট! তাই কি রাস্তায় দাঁড়িয়ে গান করছেন আতিফ আসলাম?
ছবির নাম কিং কেন?
শাহরুখ যে তাঁর নতুন ছবির নাম ‘কিং’ রেখেছেন, তার পিছনে বিশেষ কারণও রয়েছে। এ বিষয়ে একবার বলেছিলেন, “আমি এখন আমার সিনেমার নাম ইংরেজিতে রাখি। যাতে আমেরিকার মানুষ বুঝতে পারে, এর অর্থ কি”। শাহরুখের লক্ষ্য, ভারতীয় সিনেমাকে বিশ্বব্যাপী প্রসারিত করা।