ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শাহরুখ খানের (Shah Rukh Khan) জন্য বন্ধ হয়ে গিয়েছিল মুম্বাই ( Mumbai ) শহরের সব বিয়ে! ঠিক কী ঘটেছিল? শাহরুখের একটা ছবির জন্য কেনই বা বিয়ে (Marriage) বাতিল করতে হয়েছিল? সে কারণ সামনে এল প্রায় কুড়ি বছর পর। শুনে তাজ্জব দর্শকরা।
ছবির শুটিংয়ের জেরে পিছিয়ে যায় বিয়ে! (Shah Rukh Khan)
শাহরুখের (Shah Rukh Khan) ‘দেবদাস’ (Devdas), যে ছবির কথা দর্শক আজীবন মনে রাখবে। এই ছবিতে শাহরুখ, ঐশ্বর্যা রাই (Aishwarya Rai) থেকে শুরু করে মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit) অভিনয় ছিল দুর্দান্ত। আর এই ছবির জন্যই একটা সময় মুম্বাই শহরের বহু বিয়ের অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। বলা ভালো, বিয়ে বাতিল করতে বাধ্য হয়েছিলেন অনেক পরিবার। বিষয়টা হয়ত একটু অবাক লাগছে। কিন্তু এটা একেবারেই সত্যি। তাছাড়া বলিউডের বাদশা বলে কথা। তাঁর নামের সঙ্গে যেমন আবেগ রয়েছে, পাশাপাশি রয়েছে ভালোবাসা সহ তারকা খ্যাতি। তাঁর অভিনয়ে মগ্ন আট থেকে আশি।
দুই দশক আগের ঘটনা (Shah Rukh Khan)
আসলে প্রায় দুই দশক আগে সঞ্জয় লীলা বানসালির মহাকাব্যিক ছবি ‘দেবদাস’ ছবির শুটিংয়ের সময় ঘটেছিল এমন কাণ্ড। সময়টা তখন ২০০১ সাল। আসলে এই ছবির জন্য বিশাল প্রোডাকশন স্কেল আর একটা জমকালো সেটের দরকার ছিল। আর তাতেই পিছিয়ে যায় মুম্বাইয়ের একাধিক বিয়ের অনুষ্ঠান। সম্প্রতি এই ঘটনা প্রকাশ্যে এনেছেন ছবির সিনেমাটোগ্রাফার বিনোদ প্রধান (Binod Pradhan)।
বিনোদ প্রধানের বক্তব্য
সম্প্রতি বিনোদ একটি সাক্ষাৎকারে বলেন, “দেবদাস ছবির শুটিংয়ের জন্য মুম্বাইতে এক কিলোমিটার দূরে তৈরি করা হয়েছিল চন্দ্রমুখীর কোঠার সেট। সেই সেটা এতটাই বিশাল ছিল যে, প্রথম দেখাতেই রীতিমত সবাই চমকে দিয়েছিলেন। আমি আমার সহকারীদের বলেছিলাম এই সেটের একদম শেষ প্রান্তে ১০০ ওয়াটের আলো লাগাতে। তারপর ধীরে ধীরে আলোকিত করা হয় পুরো সেটটাকে।”
আরও পড়ুন: Rubel-Shweta: সর্বসমক্ষে স্ত্রীকে চুমু! বিয়ের করতেই শ্বেতার ছেলে হয়ে গিয়েছেন রুবেল
মুম্বাই শহরে জেনারেটরের সংকট!
এত দূর কাজ ঠিক ছিল। কিন্তু সমস্যা তৈরি হয় অন্য জায়গায়। আসলে এত বড় সেট সাজানোর জন্য প্রচুর জেনারেটরের দরকার পড়ে। দেবদাস ছবির শুটিংয়ের জন্য মুম্বাইয়ের যত জেনারেটর ছিল, প্রায় সবই নিয়ে নেওয়া হয়। তখন মুম্বাই শহরে জেনারেটরের সংকট দেখা দেয়। যার কারণে পিছিয়ে যায় বহু বিয়ের অনুষ্ঠান। অনেকেই বিনোদ প্রধানকে বলেছিলেন, “বিনোদ জি আপনি এত জেনারেটর ব্যবহার করেছেন যে শহরে বিয়ের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য কোনও জেনারেটর বাকি ছিল না।”
আরও পড়ুন: Ankush Hazra: ছোটবেলায় ফিরলেন অঙ্কুশ! প্রসেনজিৎ এবং জিতের সিনেমা দেখতে কী করতেন?
কম বাজেটে বিশাল লাভ
শাহরুখ খান ইতিমধ্যে যতগুলি ছবিতে অভিনয় করেছেন, তাঁর মধ্যে অন্যতম ‘দেবদাস’। তৈরি হয়েছিল প্রায় ৫০ কোটি টাকার বাজেটে। ২০০২ সালে মুক্তি পাওয়া এই ছবিটি গোটা বিশ্বজুড়ে আয় করেছে প্রায় ১৬৮ কোটি টাকা। প্রথম থেকে আজ পর্যন্ত একই ভাবে এই ছবিটি দর্শকের ভালোবাসা পেয়ে আসছে।