ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মনে পড়ে দুষ্টু কোকিল (Dushtu Kokil) গানের কথা? যে গানে মেতেছে দুই বাংলা। সেই দুষ্টু কোকিলে মিমির (Mimi Chakraborty) পারফরম্যান্স ছিল দুর্দান্ত। এবার মিমি নয়, শাকিবের (Shakib Khan) সঙ্গী হতে চলেছেন (Shakib-Nusrat in Barbad) কলকাতার বাংলা নায়িকা নুসরত (Nusrat Jahan)। ইতিমধ্যেই হৈ চৈ পড়ে গিয়েছে মুম্বইয়ের শুটিং ফ্লোরে। ঢালিউডের ভাইজান শাকিবকে এবার দেখা যাবে টলিউডের নুসরতের সঙ্গে। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
তুফানে মিমির ঝড় (Shakib-Nusrat in Barbad)
শাকিব খানের তুফান ছবিতে যেভাবে মিমি চক্রবর্তী ঝড় তুলেছিলেন, স্বাভাবিক ভাবেই নুসরতের সঙ্গে যখন তাঁর জুটি বাঁধার (Shakib-Nusrat in Barbad) প্রসঙ্গ আসছে, তখন মানুষ একটু বেশি আশাবাদী। দুষ্টু কোকিল আর উরাধুরা আইটেম গানের সাফল্যকে সঙ্গে নিয়ে মেহেদী হাসান হৃদয়ের বরবাদ (Barbad ) ছবিতে এবার দেখা যাবে শাকিব আর নুসরত জাহানকে। এই ছবিতে শাকিবের সঙ্গে একটি আইটেম গানে দেখা যাবে অভিনেত্রীকে।
এটাই প্রথম নয় (Shakib-Nusrat in Barbad)
যদিও এই প্রথম নয়। এর আগেও শাকিবের সঙ্গে নুসরত কাজ করেছেন (Shakib-Nusrat in Barbad)। বরবাদ হতে চলেছে দু’জনের একসঙ্গে দ্বিতীয় কাজ। তবে গান কী, সিনেমায় কারা কারা অভিনয় করছেন, গল্পই বা কী, এখনও ডিটেইলস সামনে আসেনি। পুরোটাই সিক্রেট হিসেবে রয়েছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হল, এই বরবাদ সিনেমায় আবারও শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা পাল (Idhika Paul)। সেই প্রিয়তমার (Priyotoma) জুটি। যেটা বাংলাদেশে (Bangladesh ) সুপারহিট হয়েছিল।
আরও পড়ুন: Writwik Mukherjee Wedding: চুপি চুপি বিয়ে সারলেন ‘আনন্দী’র ঋত্বিক, পাত্রী কে?
অ্যাকশন আর রোমান্টিক ঘরানার ছবি
ছবিটি অ্যাকশন আর রোমান্টিক ঘরানার। মুম্বইতে (Mumbai) ছবির শুটিং হয়েছে গত ২৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত। প্রথম লটের শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় লটের শুটিং। আর এই ছবির একটি ডান্স নাম্বারে দেখা যাবে নুসরতকে। নুসরতের কথায়, “একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সব সময় ভালো হয়। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই সব বলতে চাইছি না। জাস্ট ওয়েট ফর দা সং”।
বরবাদে ঝড় তুলবেন নুসরত?
এবার দেখার, নাকাব ছবির পর শাকিব খানের সঙ্গে বরবাদে ঠিক কতটা ঝড় তোলেন নুসরত। সম্প্রতি শাকিব খান জানিয়েছেন, তুফানের দ্বিগুণ বাজেটে নির্মাণ হচ্ছে বরবাদ। এছাড়াও ছবিটিতে দেখতে পাবেন দুই বাংলার ডাকসাইটের শিল্পীরা। এমনটাই জানিয়েছেন পরিচালক। আপাতত ২০২৫ সালের ঈদকে সামনে রেখে এই ছবিটি তৈরি হচ্ছে। ছবিটি ঈদ-উল-ফিতরে মুক্তি পাওয়ার কথা।
আরও পড়ুন: Aishwarya Rai Bachchan: মর্যাদার সঙ্গে আপস নয়, ডিভোর্সের গুঞ্জনের মাঝেই রাই সুন্দরীর বার্তা
ইধিকার সঙ্গে জুটি
প্রসঙ্গত, ইধিকা পালের সঙ্গে শাকিবের জুটি বহু দর্শকের চাহিদা ছিল। তারা নতুন করে পর্দায় এই জুটিকে একসঙ্গে দেখতে চাইছিলেন। সেই দর্শকদের জন্য এটা অত্যন্ত ভালো খবর। প্রিয়তমার মতো বরবাদ মানুষের মন জয় করবে কতটা? তার উত্তর রয়েছে সময়ের গর্ভে।