ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গান লেখা থেকে শুরু করে বেলি ড্যান্স, কোরিওগ্রাফি থেকে শুরু করে মডেলিং, দুনিয়া কাঁপানো সেই শাকিরা (Shakira) হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হল হাসপাতালে (Hospital)। এখন কেমন আছেন তিনি? কবে পুনরায় কাজে ফিরবেন? ঠিক কী হয়েছে তাঁর ? এমনই এক গুচ্ছ নানান প্রশ্নের উত্তর জানতে উদ্বিগ্ন তাঁর ভক্তরা। গোটা বিশ্বে শাকিরার ভক্ত সংখ্যা কম নয়। যদিও অনুরাগীদের আশ্বস্ত করতে বার্তা দিয়েছেন শাকিরা নিজেই।
বাঙালির সঙ্গে শাকিরার ঘনিষ্ঠতা (Shakira)
সময়টা ২০১০ সাল, ফিফা ওয়ার্ল্ড কাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’র মাধ্যমে বাঙালির সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছিল শাকিরার (Shakira)। তাঁর সুরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় ফুটবল পাগল বাঙালির আবেগ। চার চারবার পেয়েছেন গ্র্যামি পুরস্কার। সম্প্রতি শোনা যায়, হঠাৎ পেটে অসহ্য ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে বাধ্য হয়েছেন তিনি। নিজের অসুস্থতার কথা তিনি নিজেই জানিয়েছেন এক্স হ্যান্ডেলে। এখন চিকিৎসকদের পরামর্শ রয়েছেন।
মন খারাপ অনুরাগীদের (Shakira)
শাকিরা (Shakira) বাধ্য হয়েছেন পেরুর অনুষ্ঠান বাতিল করতে। স্বাভাবিক ভাবেই, পেরুতে যে অনুরাগীরা শাকিরার অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের মন খারাপ। পাশাপাশি শিল্পীর শারীরিক অবস্থা নিয়েও তারা চিন্তিত। যদিও শাকিরা আশ্বস্ত করেছেন, তিনি সুস্থ হলে আবার অনুষ্ঠান করবেন।
আরও পড়ুন: Soumitrisha Kundu: অনুরাগীকে শাসন করলেন সৌমিতৃষা! হাসপাতাল থেকে ছাড়া পেতেই আনলেন বিশেষ উপহার
শাকিরার বার্তা
শাকিরা এক্স হ্যান্ডেলে লিখেছেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, গত রাত্রে পেটে ব্যথায় কাবু হয়ে পড়েছিলাম। বর্তমানে আমি হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা জানিয়েছেন, আমার পক্ষে এই মুহূর্তে অনুষ্ঠান করার মতো শারীরিক অবস্থা নেই। তাই বাধ্য হয়ে অনুষ্ঠান বাতিল করেছি। সুস্থ হয়ে ওঠার পর অবশ্যই অনুষ্ঠান করব”। পাশাপাশি তিনি অনুরাগীদের উদ্দেশ্যে আরও বলেন, “আমি সকলকে ভালোবাসি। আমার পরিস্থিতি এভাবে বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ”।
আরও পড়ুন: Kim Sae-ron Death: মাত্র ২৪ বছর বয়সেই চলে গেলেন এই অভিনেত্রী, শোকের ছায়া সিনেমাপাড়ায়
অনুরাগীদের মনের কথা ভাবেন শাকিরা
প্রসঙ্গত, স্পেনের ফুটবলারের সঙ্গে সাংসারিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাকিরা। কিন্তু ১১ বছর পর সেই সংসারে ভাঙ্গন ধরে। এখন তিনি ভীষণ ব্যস্ত। হাতে একের পর এক কাজ। পেরুতে অনুষ্ঠান করার কথা রয়েছে। এছাড়াও কলম্বিয়াতেও তাঁর অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। যদি শারীরিক অবস্থার নতুন করে অবনতি না হয়, হয়ত তিনি সোমবারই হাসপাতাল থেকে ছাড়া পাবেন। তারপর সোজা চলে যাবেন, পেরুর অনুষ্ঠান মঞ্চে। শাকিরা যে কথা রাখতে জানেন এবং অনুরাগীদের ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব দেন, এ থেকেই স্পষ্ট। অনুরাগীরা যে তাঁকে নিয়ে ভাবে, তা তিনি জানেন। তাই অনুরাগীদের তাঁকে নিয়ে কোনও দুশ্চিন্তায় থাকতে দেন না।