ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘আমার আরও ভালো কিছু করার আছে।’ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিতর্ক হতেই কংগ্রেসের পাল্টা সমালোচনা করেছেন দলেরই সিনিয়র সাংসদ শশী থারুর(Shashi Tharoor)। বিশ্বের সামনে পাকিস্তানের পর্দা ফাঁস করতে সর্বদলের প্রতিনিধিরা বিদেশ সফর করছেন। যেখানে কংগ্রেসের শশী থারুর থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিরা রয়েছেন। বিশ্ব মঞ্চে পাকিস্তানের সন্ত্রাসবাদের মুখোশ যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা টেনে খুলছেন, সেই সময় কংগ্রেসের অভ্যন্তরেই শশী থারুরকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে।
কংগ্রেসের সমালোচনায় শশী থারুর (Shashi Tharoor)
এই পরিস্থিতিতে এক্স বার্তায় শশী থারুর বলেন, ‘পানামায় দীর্ঘ এবং সফল দিন কাটানোর পর, আমাকে মধ্যরাতে শেষ করতে হবে এবং ছয় ঘন্টার মধ্যে কলম্বিয়ার বোগোটায় রওনা দিতে হবে, তাই এর জন্য আমার কাছে আসলে সময় নেই – তবে যাই হোক: অতীতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় বীরত্ব সম্পর্কে আমার কথিত অজ্ঞতা নিয়ে যারা কথা বলছেন তাদের জন্য(Shashi Tharoor)। এরপরেই নাম না করে কংগ্রেসকে নিশানা করে তিনি বলেন, ‘১.আমি স্পষ্টভাবে কেবল সন্ত্রাসবাদী হামলার প্রতিশোধের কথা বলছিলাম, পূর্ববর্তী যুদ্ধের কথা নয়; ২. আমার মন্তব্যের আগে সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েকটি হামলার কথা উল্লেখ করা হয়েছিল, যে সময় নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তের প্রতি আমাদের দায়িত্বশীলতার কারণে পূর্ববর্তী ভারতীয় প্রতিক্রিয়াগুলি সংযত এবং সীমাবদ্ধ ছিল। তবে যথারীতি, সমালোচক এবং ট্রোলরা আমার মতামত এবং বক্তব্যকে তাদের উপযুক্ত মনে করে বিকৃত করতে পারেন। আমার সত্যিই আরও ভালো কিছু করার আছে। শুভরাত্রি।’

কংগ্রেসের প্রতিক্রিয়া (Shashi Tharoor)
বুধবারই কংগ্রেস নেতা উদিত রাজ বলেছিলেন, ‘কংগ্রেস সাংসদ শশী থারুর এখন বিজেপির সুপার মুখপাত্রে পরিণত হয়েছেন(Shashi Tharoor)। বিজেপি নেতারা যা বলছেন না, প্রধানমন্ত্রী মোদী এবং সরকারের পক্ষে সেই কথা বলছেন শশী থারুর।’ রাজ বলেন, ‘আগের সরকার কী করত, তা কি আদৌ জানেন উনি? এখন সেনার কাজের কৃতিত্বে ভাগ বসানো হচ্ছে। আগের সরকার এখনকার মতো ছিল না। এই সরকার কিছুই করে না, কিন্তু সবের কৃতিত্ব দাবি করে। শশী থারুর বিজেপি-র প্রচারের মুখ হয়ে উঠেছেন, তাদের মুখপাত্র হয়ে উঠেছেন।’ এরপরেই কংগ্রেসের সমালোচনা করে শশী থারুরের পাশে দাঁড়ান কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।

আরও পড়ুন- Shashi Tharoor: ‘রাজনৈতিক হতাশার…,’ কংগ্রেসে ব্যাকফুটে শশী, পাশে দাঁড়াল কেন্দ্র
বিতর্কের সূত্রপাত (Shashi Tharoor)
এর আগে পানামায় একটি বক্তৃতায় ‘সাম্প্রতিক বছরগুলিতে যা পরিবর্তিত হয়েছে তা হল,জঙ্গিরা এখন বুঝতে পেরেছে যে তাদের একটি মূল্য দিতে হবে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই(Shashi Tharoor)।’ তিনি ২০১৫ সালের সেপ্টেম্বরে উরি সার্জিকাল স্ট্রাইকের উল্লেখ করে বলেন, এটি ছিল প্রথমবার যখন ভারত জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে এলওসি অতিক্রম করেছিল।থারুর আরও উল্লেখ করেন যে, কার্গিল যুদ্ধের সময়ও ভারত এলওসি অতিক্রম করেনি, তবে উরি এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটি করেছে।অপারেশন সিঁদুরের প্রশংসায় শশীকে বলতে শোনা যায়, ‘আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। অপারেশন সিঁদুর চালাতেই হত।’
আরও পড়ুন- Covid-19: দেশজুড়ে চোখরাঙানি! চণ্ডীগড়ে করোনায় প্রথম মৃত্যু
দলের অন্দরে দূরত্ব (Shashi Tharoor)
এদিকে, শশীর সঙ্গে কংগ্রেসের দূরত্ব বাড়ছে বলে দীর্ঘ সময় ধরেই জল্পনা চলছে দিল্লিতে(Shashi Tharoor)। অপারেশন সিঁদুর নিয়ে বিরোধী শিবিরের বাকি নেতারা সেনাবাহিনীর প্রশংসা করলেও, শশী এককদম এগিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।
