ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইউরোপের দেশ সুইডেনের(Shoot Out At Sweden) একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক বাজের হঠাৎ হামলা। প্রকাশিত খবর অনুযায়ী রাজধানী স্টকহোমের ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরে মঙ্গলবার দুপুরে (স্থানীয় সময়) হামলার ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে সেখানকার একটি বয়স্ক শিক্ষাকেন্দ্রে মঙ্গলবার ওই হামলায় অন্তত ১০ জনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
ক্যাম্পাস রিসবার্গস্কায় গুলি (Shoot Out At Sweden)
সুইডেনের(Shoot Out At Sweden) রাজধানী স্টকহোম থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট জনপদ ওবেরো। স্থানীয় সময় ১২টা ৩৩ মিনিটে এই হামলা চালানো হয়। ক্যাম্পাস রিসবার্গস্কায় এই গুলি চালানোর ঘটনাটি ঘটে, যা সুইডিশ ভাষায় কমভুক্স নামে পরিচিত প্রাপ্তবয়স্কদের জন্য একটি স্কুল। এটি তাঁদের জন্য যারা তাদের প্রাথমিক বা উচ্চশিক্ষা শেষ করেননি। সেখানে ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা।
নিশ্চিত নয় হতাহতের সঠিক সংখ্যা (Shoot Out At Sweden)
শহরের পুলিশপ্রধান রবার্তো এইড ফরেস্টের জানিয়েছে, বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। হতাহতের সঠিক সংখ্যা এখনই নিশ্চিত করে বলা কঠিন। গুলিবর্ষণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে হামলাকারীও রয়েছেন। তবে মৃতের সংখ্যা ১০ জনের বেশি কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। ঘটনায় শোকপ্রকাশ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন(Shoot Out At Sweden)৷
আরও পড়ুন:Regan Airport Video Leak: রিগান এয়ারপোর্ট দুর্ঘটনার সিসিটিভি ফাঁস! দুই কর্মচারী গ্রেফতার
লাইসেন্স থাকা বন্দুক নিয়েই হামলা
তদন্তে জানা গিয়েছে, ওই ব্যক্তির কাছে বন্দুকের লাইসেন্স ছিল। তাঁর কোন অপরাধের অতীতও নেই। কী কারণে ওই ব্যক্তি এ হেন পদক্ষেপ করলেন তা খতিয়ে দেখছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তিনি একাই এই হামলা চালিয়েছেন বলে মনে করা হচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, হামলা চালানোর পর সম্ভবত নিজেই নিজেকে গুলি করে আত্মঘাতী হয় আততায়ী৷ সুইডেনের বিচার বিভাগের মন্ত্রী জাস্টিস স্ট্রমার জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরোদমে পুলিশি অভিযান চলছে৷ গোটা পরিস্থিতির উপর নজর রাখছে সুইডেন সরকার(Shoot Out At Sweden)৷
প্রধানমন্ত্রীর উদ্বেগ প্রকাশ
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনাকে প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘‘এটি আমাদের দেশের ইতিহাসের এক বেদনাদায়ক ঘটনা।’’ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে অন্তত চারজনের অস্ত্রোপচার চলছে। এই শিক্ষা কেন্দ্রটি এমন একটি ক্যাম্পাসে অবস্থিত যেখানে অন্যান্য স্কুলও রয়েছে। এই কেন্দ্রগুলোতে মূলত তারাই আসেন যারা প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারেননি।
আরও পড়ুন:Netanyahu-Trump Meeting: নেতানিয়াহু-ট্রাম্প বৈঠক! গাজার যুদ্ধবিরতি ও ইরান ইস্যুতে আলোচনা?
কী বলছেন স্কুলের শিক্ষকরা?
এই শিক্ষা কেন্দ্রটি এমন একটি ক্যাম্পাসে অবস্থিত যেখানে অন্যান্য স্কুলও রয়েছে। এই কেন্দ্রগুলোতে মূলত তারাই আসেন যারা প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারেননি। এই ঘটনা সম্পর্কে শিক্ষিকা লেনা ওয়ারেনমার্ক সুইডিশ পাবলিক রেডিও এসভিটিকে বলেন, তিনি স্কুলের কাছাকাছি প্রায় ১০টি গুলির শব্দ শুনেছেন। স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, তাঁরা আচমকা গুলির শব্দ শুনতে পান। অনেকে ভয় পেয়ে শ্রেণীকক্ষ থেকে পালিয়ে যান। অনেকে শ্রেণীকক্ষের ভিতরেই লুকিয়ে থাকেন। শিক্ষিকা মারিয়া পেগাডো বলেন, “আমি দেখলাম লোকেরা আহতদের টেনে বার করছে। প্রথমে একজন, তারপর আরও একজনকে। বুঝতে পারলাম ঘটনাটি খুবই গুরুতর।”