Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সৌম্য বন্দ্যোপাধ্যায় (Shoumo Banerjee) যিনি একাধিক সিরিয়াল, সিরিজ ,থিয়েটার ও সিনেমাতে অভিনয় করেছেন। তবে অনুরাগীদের মতে তিনি একই ধারার চরিত্রে অভিনয় করছেন। এমনকি অভিনেতাকে অনেকেই বাংলার ইমরান হাশমি ( Emraan Hashmi) বলে তকমা দিয়েছেন ! তিনি কী অন্য ধারার চরিত্রে অভিনয় করতে চান ? অভিনেতাকে এমন তকমা দেওয়ায় কী বললেন তিনি? এ সমস্ত কিছুই অভিনেতা আলোচনা করে নিলেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।
সিরিজ ছাড়াও সম্প্রতি ‘দুগ্গামনি ও বাঘ মামা’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন সৌম্য বন্দ্যোপাধ্যায় (Shoumo Banerjee)। তবে দর্শকদের মতে তিনি একই রকম চরিত্র বারবার করেন। উত্তরে অভিনেতা বলেন,” এটা একেবারেই না । হয়ত কয়েকটি ক্ষেত্রে একই চরিত্রে অভিনয় করেছেন। তবে চরিত্রগুলি কিন্তু পুরোপুরি আলাদা।” অভিনেতা বলেন ,”আসলে এটি নির্ভর করে ছবি নির্মাতাদের ওপর। ছবি নির্মাতারা কোন চরিত্রে অভিনেতাকে মানাবে, সেই ভাবেই তাঁকে চরিত্রের অফার করা হয়।” তাই এক্ষেত্রে একই চরিত্র নাকি ও অন্য ধারা চরিত্র , তা নিয়ে তিনি ভাবেন না।
সব চরিত্রই সমান! (Shoumo Banerjee)
অভিনেতা সৌম্য মনে করেন, ছবির নির্মাতারা যখন দেখেন (Shoumo Banerjee) কোনও ছবিতে চরিত্রটি বেশ সাফল্য পেয়েছে, তখন তেমনিই চরিত্র সেই অভিনেতাকে দেওয়া হয়ে থাকে। আর সেজন্য হয়ত, তাঁর ক্ষেত্রেও তেমনটা ঘটেছে। তবে অভিনেতার কাছে সব চরিত্রই সমান। তিনি কোনও চরিত্র নিয়ে বাছ বিচার করেন না।
পর্দায় ফুটিয়ে তোলা (Shoumo Banerjee)
অভিনেতা সৌম্যর কাছে সব চরিত্রে অভিনয় করতে তাঁর ভালো লাগে (Shoumo Banerjee)। রক্তমাংসের চরিত্র গুলোকে তুলে ধরতে তাঁর বেশ লাগে। চরিত্র গুলি পর্দায় ফুটিয়ে তুলতে যে অনেক বেশি সময় দেওয়া হয়, তা কিন্তু নয় । কখনও কখনও এক দু দিনের মধ্যেই শুটিং শুরু হয়ে যায় । আর সেক্ষেত্রে সেই চরিত্রকে নিয়ে বেশি ভাবার সময় থাকে না অভিনেতাদের কাছে। অভিনেতা সৌম্যর নতুন নতুন চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে বেশ ভালো লাগে।
তকমা দেওয়া!
ইতিমধ্যে অনেকেই আবার অভিনেতা সৌম্যকে বাংলার ইমরান হাশমি বলছেন ! অর্থাৎ ‘ইমরান হাশমি ‘ তকমা কী কারনে ? অভিনেতার মতে,” কেন বা কি জন্য তাঁকে এমন তকমা দেওয়া হয়েছে তাঁর জানা নেই।” কারণ তিনি মনে করেন তিনি তেমন কিছুই করেননি যাতে, তাঁকে ইমরান হাশমি বলা হবে। তিনি বলেন ইমরান হাশমির কাজের পরিধি অনেকটাই বড়। সেখানে যদি এমনটা ভাবা হয়, তাহলে পুরোটাই মজার ছলেই তিনি নিচ্ছেন। এ বিষয়টাকে মজার ছলে ছাড়া আর কিছুই দেখতে পাননি অভিনেতা।
আরও পড়ুন: WB Weather Update: কলকাতায় মেঘলা আকাশ, ভারী বৃষ্টির সম্ভাবনা!
গুরুত্ব দিতে নারাজ
অভিনেতা মনে করেন ,”সোশ্যাল মিডিয়ার যুগে সবকিছুই সম্ভব। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যুগে সবাই সব জানে , সবাই সবকিছু কমেন্ট করে। তাই সবার কথামত চলতে গেলে নিজেকে হারিয়ে ফেলতে হবে। ” তিনি আরও মনে করেন, সোশ্যাল মিডিয়ার সাথে তাল মিলিয়ে চলতে গেলে বা সেসব নিয়ে ভাবতে বসলে কাজ করা হয়ে উঠবে না। পাশাপাশি অভিনেতাকে নিয়ে মাঝে মন খারাপ করার মত কমেন্ট শোনা গিয়েছিল। তবে অভিনেতার মতে তিনি একদিকে যেমন খারাপ কমেন্ট, অন্যদিকে তেমন প্রশংসাও পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই না জেনে বুঝে অনেক কিছু কমেন্ট করে যান । তাই সে সবে গুরুত্ব দিতে রাজি নন অভিনেতা সৌম্য ।