ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : SIR নিয়ে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রীয় শাসিত রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকদের নতুন নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। তবে বিহার কে এই নির্দেশিকা থেকে বাইরে রাখা হয়েছে। নির্দেশিকায় SIR এর জন্য সমস্ত রাজ্য BLO, AERO এবং সুপারভাইজার নিয়োগ করার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)।
কী বলা হয়েছে নির্দেশিকায় ? (Election Commission)
নির্দেশিকায় (Election Commission) প্রথমেই উল্লেখ করা হয়েছে যে দেশজুড়ে SIR করার সিদ্ধান্ত গ্রহণ করেছে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্য SIR এর প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। বিহার ব্যতীত সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের SIR কার্যকর করার জন্য পূর্ববর্তী সমস্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য আবেদন জানানো হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল প্রতেকটি ভোট কেন্দ্রে ১২০০ বেশি ভোটার থাকবে না। সমস্ত রাজ্যগুলির ERO, AERO, BLO এবং সুপারভাইজারদের সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে। তাছাড়া একক ভোটকেন্দ্রে ১২০০ ভোটার থাকলে অতিরিক্ত BLO কে নিয়োগ করতে হবে।
BLO এবং BLO সুপারভাইজারদের ভূমিকা (Election Commission)
নির্দেশিকায় আরও বলা হয়েছে, রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত রাজ্যগুলিকেকে আসন্ন SIR কার্যকর করার প্রেক্ষাপটে BLO এবং BLO সুপারভাইজারদের গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে হবে (Election Commission)। দেশজুড়ে SIR চালু হওয়ার আগে BLO এবং BLO সুপারভাইজারদের অতিরিক্ত প্রয়োজনীয়তা এবং তাদের নিয়োগ সম্পর্কে আগেই মূল্যায়ন করা অপরিহার্য। SIR কার্যক্রমের সঙ্গে জড়িত কাজের পরিমাণ বিবেচনা করে একক ভোটকেন্দ্রের জন্য BLO নিয়োগ করতে হবে। পাশাপশি BLO সুপারভাইজারকে ১০ টির বেশি ভোটকেন্দ্রের দায়িত্ব দেওয়া উচিত হবে না বলে নির্দেশিকায় জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
আরও পড়ুন : Jewelry Exporters: ১ লক্ষেরও বেশি চাকরি ঝুঁকিতে! ট্রাম্পের শুল্ক বোমায় উদ্বিগ্ন বণিক মহল
রাজনৈতিক দলের সক্রিয় ভূমিকার উপর জোর
নির্দেশিকায় জাতীয় নির্বাচন কমিশন স্বীকার করেছে যে, রাজনৈতিক দলগুলির সক্রিয় অংশগ্রহণ ছাড়া SIR সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়। BLA (Booth Level Agent), অর্থাৎ প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের মাঠপর্যায়ে উপস্থিত থেকে ভোটার তালিকায় অসঙ্গতি শনাক্ত করার জন্য কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য প্রতিটি রাজনৈতিক দলকে লিখিতভাবে জানিয়ে তাদের প্রতিনিধিদের প্রস্তুত রাখতে বলা হয়েছে।
আরও পড়ুন : Dharmasthala: প্রথম মানব কঙ্কালের হদিশ! ধর্মস্থলা গণকবর মামলায় হাড়হিম করা মোড়
তথ্য জমা দিতে হবে গুগল ফর্মের মাধ্যমে
কমিশন আরও জানিয়েছে, সমস্ত মুখ্য নির্বাচনী আধিকারিকদের তাদের রাজ্যে মোট ভোটকেন্দ্রের সংখ্যা, BLO, BLO সুপারভাইজার এবং BLA সম্পর্কিত যাবতীয় তথ্য একটি নির্দিষ্ট গুগল ফর্মের মাধ্যমে জাতীয় নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে। এই ফর্ম সংশ্লিষ্ট অফিসগুলির ইমেইল আইডিতে পাঠানো হয়েছে।