Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এক সময় যিনি ভারতের ঘরে ঘরে ‘বউমা’ (Smriti Irani) নামে পরিচিত ছিলেন, সেই স্মৃতি ইরানি আজ রাজনীতির অঙ্গনেও সমান চর্চিত নাম। সিরিয়াল জগত থেকে সংসদে, আর সেখান থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভা এক বিস্ময়কর যাত্রার সাক্ষী থেকেছে গোটা দেশ। কিন্তু, এই যাত্রাপথে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক কতটা ঘনিষ্ঠ? এই প্রশ্নের জবাবে সম্প্রতি নিজেই মুখ খুললেন স্মৃতি।
স্পষ্ট জানিয়ে দিলেন…(Smriti Irani)
অভিনেত্রী ও লেখিকা সোহা আলি খানের ইউটিউব পডকাস্টে (Smriti Irani) এসে স্মৃতি স্পষ্ট জানিয়ে দিলেন- নরেন্দ্র মোদির “ঘনিষ্ঠ” বলে কিছু হয় না। তাঁর কথায়, কেউ যদি নিজেকে প্রধানমন্ত্রীর কাছের মানুষ বলে দাবি করেন, তাহলে হয় তিনি মোদিজিকে আসলেই চেনেন না, না হলে তিনি মিথ্যে কথা বলছেন।
সম্পর্কের ভিত্তিতে কাউকে গুরুত্ব দেন না! (Smriti Irani)
স্মৃতি ইরানি বলেন, “উনি এমন একজন মানুষ যিনি জীবনের (Smriti Irani) স্বাচ্ছন্দ্য, সংসার সবকিছু ত্যাগ করে দেশের বৃহত্তর কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। সেই লক্ষ্যে যাঁরা নিঃস্বার্থভাবে কাজ করতে চান, তাঁদের তিনি কাজ শেখান, দায়িত্ব দেন। মোদিজি কখনও ব্যক্তি সম্পর্কের ভিত্তিতে কাউকে গুরুত্ব দেন না।” তিনি আরও যোগ করেন, “উনি কিন্তু মনে রাখেন কে ২০০৭ সালে কী বলেছিলেন। মুখোমুখি হলেই সেটা বলে দিতে পারেন।”

কৃতজ্ঞতা জানিয়েছেন স্মৃতি (Smriti Irani)
এই সাক্ষাৎকারে স্মৃতি প্রকাশ্যে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদির প্রতি। তিনি মনে করেন, রাজ্যসভায় মনোনয়ন থেকে শুরু করে লোকসভা এবং গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব-সবই প্রধানমন্ত্রীর বিশ্বাস ও সুযোগের ফল। “এমন একজন নেতার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া একান্ত সৌভাগ্যের বিষয়,” বলেন স্মৃতি।
আরও পড়ুন: Gold Rate: দামের ওঠানামায় নজর কাড়ছে সোনা-রুপো, আজ কত চলছে বাজারদর?
তবে রাজনীতির পাশাপাশি বর্তমানে তিনি আবার ফিরেছেন তাঁর চেনা দুনিয়ায়-টেলিভিশনে। বিখ্যাত ধারাবাহিক ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’-র দ্বিতীয় সংস্করণ নিয়ে এখন ব্যস্ত তিনি। এই সিজনে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অমর উপাধ্যায়, হিতেন তেজওয়ানি, গৌরী প্রধান, শক্তি আনন্দ, ঋতু শেঠ, কেতকী ডেভ এবং কমলিকা গুহঠাকুর্তা-যাঁরা এক সময়ের জনপ্রিয় চরিত্রদের ফিরিয়ে আনছেন নতুন মোড়কে।